মুহাম্মদুল্লাহ খলিলি কাসেমি
অবয়ব
মুহামদুল্লাহ খলিলি কাসেমি | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | মুফতি, লেখক, অনুবাদক |
উচ্চশিক্ষায়তনিক পটভূমি | |
শিক্ষা | দাওরা হাদিস, ডাবল এমএ, পিএইচডি |
মাতৃ-শিক্ষায়তন | |
উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টা | নাসির আহমদ খান, নিজাম উদ্দিন আজমী, নুর আলম খলিলি আমিনি, ইশতিয়াক দানিশ |
উচ্চশিক্ষায়তনিক কর্ম | |
বিষয় | লেখক, অনুবাদক |
প্রধান আগ্রহ | ফিকহ, ইসলামি শিক্ষা, অনুবাদ |
উল্লেখযোগ্য কাজ |
|
মুহাম্মদুল্লাহ খলিলি কাসেমি ( জন্ম: ১৪ ই অক্টোবর, ১৯৭৯ খ্রি) হলেন একজন ভারতীয় দেওবন্দি ইসলামি পণ্ডিত, মুফতি, লেখক এবং উর্দু, আরবি ও ইংরেজির ত্রিভাষিক অনুবাদক। খলিলি দারুল উলূম দেওবন্দ, মারকাজুল মাআ'রিফ, জামিয়া মিলিয়া ইসলামিয়া, মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় ও জামিয়া হামদর্দের প্রাক্তন ছাত্র। তিনি ইংরেজি, উর্দু ও আরবি ভাষায় বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন।