মজুমদার
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
মজুমদার (ফার্সীঃ مجم دار) “মজুমদার” ফার্সী শব্দ। মৌজা শব্দের সাথে ফার্সী "দার" শব্দ যোগ হয়ে মজুমদার শব্দটি হয়েছে। যার অর্থ মৌজার অধিকর্তা। মোঘল ও বৃটিশ আমলে যারা এক বা একাধিক মৌজার অধিকর্তা ছিলেন তাদের মজুমদার বলা হতো তথা মৌজার ভূস্বামীরা 'মজুমদার' হিসেবে অভিহিত হতেন।[১] মজুমদার বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে মুসলিম এবং হিন্দুদের পদবি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বৈদ্যরা "উপাধী" হিসেবেও "মজুমদার" ব্যবহার করে থাকেন।
মজুমদার পদবী যুক্ত বিখ্যাত ব্যক্তি[সম্পাদনা]
- আবু তাহের মজুমদার
- ইয়াসির আরাফাত মজুমদার
- এরশাদ মজুমদার
- বদিউল আলম মজুমদার
- দেলোয়ার হোসেন মজুমদার
- সিরাজুল হক মজুমদার
- মাহমুদুর রহমান মজুমদার
- সৈকত রহমান মজুমদার
- মোহিতলাল মজুমদার
- কৃষ্ণচন্দ্র মজুমদার
- সমরেশ মজুমদার, লেখক
- পার্থ প্রতিম মজুমদার
- বাপ্পা মজুমদার, গায়ক
- লীলা মজুমদার, লেখক
- রমেশচন্দ্র মজুমদার, লেখক
- বিজয়চন্দ্র মজুমদার, ঐতিহাসিক
- মো.সাইদুল হক মজুমদার, সমাজ সেবক
উজ্জ্বলকুমার মজুমদার :রবীন্দ্র বিশেষজ্ঞ এবং সাহিত্য সমালোচক