খন্দকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খন্দকার বা খোন্দকার (ফার্সি: خواندکار) ফার্সি শব্দ। ফার্সি ভাষার خواندن (খান্দান/খোয়ান্দান) ক্রিয়ামূল; যার অর্থ হলো "পড়া", এবং ফার্সি ভাষায় کردن (কার্দান) ক্রিয়ামূল; যার অর্থ করা বা কারী, সুতরাং এই দুটি শব্দ মিলিত হয়ে "পাঠ দানকারী" বা শিক্ষক অর্থ প্রকাশ করে। অন্য মতে খোন্দকার শব্দটি ফার্সি খোদাবন্দগার (ফার্সি خداوندگار) শব্দের সংক্ষিপ্ত রূপ।[১] খোন্দকার বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমদের পদবি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। মুসলিম সমাজের ফারসি শিক্ষক হিসেবে খোন্দকার বা খন্দকারের পরিচয় পাওয়া যায়। অন্য দিকে খোন্দকারের ‘পদবি এসেছে সামন্ত সমাজ থেকে পেশাজীবী হিসেবে। সাধারণ ভাবে খোন্দকার বা খন্দকার অর্থ হচ্ছে কৃষক বা চাষাবাদকারী। মনে করা হয় ফারসি কনদহ‘ এর যার অর্থ কৃষি’ সাথেকার যুক্ত হয়ে কনদহকার > খনদহকার > খন্দকার হয়েছে। ভিন্ন মতে, খন্দকারের মূল উৎপত্তি সংস্কৃত কন্দ > খন্দ যার অর্থ ফসল বলা হয়েছে। এই খন্দ এর সঙ্গে কার যুক্ত হয়েও খন্দকার > খোন্দকার হতে পারে। এবং এতেও পূর্বের খন্দকার’ শব্দের উৎসের অর্থের তারতম্য ঘটছে না। আবার ফারসি ভাষায়, খোন্দকার বলে একটি শব্দ আছে যার অর্থ শিক্ষক। সেখান থেকেও খোন্দকার পদবী আসা বিচিত্র কিছু নয়। অথবা খোন্দকার শব্দের যে ভিন্নভিন্ন অর্থ তার সবগুলো মিলিত তাৎপর্য থেকেই বিভিন্নভাবে খন্দকার পদবীর উৎপত্তি হয়েছে।

খন্দকার বা খোন্দকার পদবি যুক্ত উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]