খন্দকার
খন্দকার বা খোন্দকার (ফার্সি: خواندکار) ফার্সি শব্দ। ফার্সি ভাষার خواندن (খান্দান/খোয়ান্দান) ক্রিয়ামূল; যার অর্থ হলো "পড়া", এবং ফার্সি ভাষায় کردن (কার্দান) ক্রিয়ামূল; যার অর্থ করা বা কারী, সুতরাং এই দুটি শব্দ মিলিত হয়ে "পাঠ দানকারী" বা শিক্ষক অর্থ প্রকাশ করে। অন্য মতে খোন্দকার শব্দটি ফার্সি খোদাবন্দগার (ফার্সি خداوندگار) শব্দের সংক্ষিপ্ত রূপ।[১] খোন্দকার বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমদের পদবি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। মুসলিম সমাজের ফারসি শিক্ষক হিসেবে খোন্দকার বা খন্দকারের পরিচয় পাওয়া যায়। অন্য দিকে খোন্দকারের ‘পদবি এসেছে সামন্ত সমাজ থেকে পেশাজীবী হিসেবে। সাধারণ ভাবে খোন্দকার বা খন্দকার অর্থ হচ্ছে কৃষক বা চাষাবাদকারী। মনে করা হয় ফারসি কনদহ‘ এর যার অর্থ কৃষি’ সাথেকার যুক্ত হয়ে কনদহকার > খনদহকার > খন্দকার হয়েছে। ভিন্ন মতে, খন্দকারের মূল উৎপত্তি সংস্কৃত কন্দ > খন্দ যার অর্থ ফসল বলা হয়েছে। এই খন্দ এর সঙ্গে কার যুক্ত হয়েও খন্দকার > খোন্দকার হতে পারে। এবং এতেও পূর্বের খন্দকার’ শব্দের উৎসের অর্থের তারতম্য ঘটছে না। আবার ফারসি ভাষায়, খোন্দকার বলে একটি শব্দ আছে যার অর্থ শিক্ষক। সেখান থেকেও খোন্দকার পদবী আসা বিচিত্র কিছু নয়। অথবা খোন্দকার শব্দের যে ভিন্নভিন্ন অর্থ তার সবগুলো মিলিত তাৎপর্য থেকেই বিভিন্নভাবে খন্দকার পদবীর উৎপত্তি হয়েছে।
খন্দকার বা খোন্দকার পদবি যুক্ত উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- খন্দকার অলিউজ্জামান আলম
- খন্দকার আজিজুল ইসলাম
- খন্দকার আজিজুল হক আরজু
- খন্দকার আবদুল হামিদ
- খন্দকার আবদুল হাফিজ
- খন্দকার আবদুল বাতেন
- খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
- খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ
- খন্দকার আব্দুল মালিক
- খন্দকার আব্দুল মান্নান
- খন্দকার আব্দুল মুত্তালিব
- খন্দকার আব্দুল জলিল (সিলেটের রাজনীতিবিদ)
- খন্দকার আব্দুল জলিল (শরীয়তপুরের রাজনীতিবিদ)
- খন্দকার আবদুর রশিদ
- খন্দকার আবু বকর (অ্যাটর্নি জেনারেল)
- খন্দকার আবু বকর (রাজনীতিবিদ)
- খন্দকার আবু তাহের
- খন্দকার আবু তালেব
- খন্দকার আবুল কাশেম
- খন্দকার আমিরুল ইসলাম
- খোন্দকার আমীর হাসান
- খন্দকার আসাদুজ্জামান
- খোন্দকার আশরাফ হোসেন
- খন্দকার আনোয়ারুল ইসলাম
- খোন্দকার ইব্রাহিম খালেদ
- খন্দকার গোলাম মোস্তফা
- খন্দকার নাজমুল হুদা
- খন্দকার নাসিরুল ইসলাম
- খোন্দকার নাসিরউদ্দিন
- খন্দকার নুরুল আলম
- খন্দকার নূরজাহান ইয়াসমিন বুলবুল
- খন্দকার রেজানুর হোসেন
- খন্দকার সিদ্দিক-ই-রাব্বানী
- খোন্দকার সিরাজুল হক
- খন্দকার শামস্ উদ্দিন আহাম্মাদ
- খন্দকার বদর উদ্দিন
- খন্দকার রশিদুজ্জামান দুদু
- খোন্দকার দেলোয়ার হোসেন
- খন্দকার মমতা হেনা লাভলী
- খোন্দকার মনোয়ার হোসেন
- খন্দকার মতিউর রহমান
- খন্দকার মফিজুর রহমান
- খন্দকার মোহাম্মদ খুররম
- খন্দকার মোশতাক আহমেদ
- খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুরের রাজনীতিবিদ)
- খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লার রাজনীতিবিদ)
- খন্দকার মাহমুদুল হাসান
- খন্দকার মাহবুব উদ্দিন আহমদ
- খন্দকার মুস্তাহিদুর রহমান
- খন্দকার ফারুক আহমদ
- খন্দকার হারুন-উর-রশিদ
- খন্দকার হাসিবুল কবির
- খোন্দকার ছদরুল আমিন হাবিব
- ইকবাল খন্দকার
- বাদল খন্দকার
- কচি খন্দকার
- মিল্টন খন্দকার
- রহিমা খন্দকার
- দীপা খন্দকার
- মালা খন্দকার
- স্বাতী খন্দকার
- শহীদ খন্দকার
- শহীদ উল্লা খন্দকার
- আকবর আলী খন্দকার
- আবদুল আজিজ খন্দকার
- আবদুল করিম খন্দকার
- আমজাদ আলী খন্দকার
- এম. এইচ. খন্দকার
- ওবায়দুল হক খোন্দকার
- গোলাম আকবর খোন্দকার
- মোকাররম হোসেন খোন্দকার
- হাসান মাহমুদ খন্দকার
- রেজাউল আলম খন্দকার
- ফজলুর রহমান খন্দকার
- ফজলুল হক খোন্দকার
- মোঃ শামসুজ্জামান খন্দকার