ভারত–রাশিয়া সম্পর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারত–রাশিয়া সম্পর্ক

ভারত

রাশিয়া
কূটনৈতিক মিশন
ভারতের দূতাবাস, মস্কোরাশিয়ার দূতাবাস, নয়াদিল্লি
দূত
রাশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত ডি বি ভেঙ্কটেশ বর্মাভারতে রুশ রাষ্ট্রদূত নিকোলে রিশাতোভিচ কুদাশেভ
২০১৪ সালে ভারতে রাষ্ট্রীয় সফরের সময় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারত-রাশিয়ার সম্পর্ক হল ভারত ও রাশিয়ার মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারতসোভিয়েত ইউনিয়নের (ইউএসএসআর) মধ্যে শীতল যুদ্ধের সময় একটি দৃঢ় কৌশলগত, সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিল। সোভিয়েত ইউনিয়নের বিচ্ছেদের পরে, রাশিয়া ভারতের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, যার ফলস্বরূপ উভয় রাষ্ট্র একটি বিশেষ সম্পর্ক ভাগাভাগি করে নিয়েছে। রাশিয়া ও ভারত উভয়ই এই সম্পর্কটিকে একটি "বিশেষ ও অধিকারযুক্ত কৌশলগত অংশীদারিত্ব" হিসাবে অভিহিত করে। দেশগুলির স্ব স্ব নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও বৃদ্ধি ও উন্নতি ঘটেছে। সোচিতে ২০১৮ সালে তাদের মধ্যেকার একটি অনানুষ্ঠানিক বৈঠক অংশীদারিত্বকে ত্বরান্বিত করতে সাহায্য করে, ভারত ও রাশিয়ার মধ্যে মিথস্ক্রিয়া ও সহযোগিতার ভূমিকা প্রদর্শিত হয়।

ঐতিহ্যগতভাবে, ইন্দো-রাশিয়ান কৌশলগত অংশীদারিত্বের পাঁচটি প্রধান উপাদান হল রাজনীতি, প্রতিরক্ষা, নাগরিক পারমাণবিক শক্তি, সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও মহাকাশ গবেষণার উপরে গড়ে উঠেছে।[১] এই পাঁচটি প্রধান উপাদান রাশিয়াতে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাইয়ের দেওয়া ভাষণে তুলে ধরা হয়।[১] তবে, সাম্প্রতিক বছরগুলিতে ষষ্ঠ উপাদান হিসাবে অর্থনীতির গুরুত্ব বেড়েছে, উভয় দেশই ২০২৫ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে ৩০ বিলিয়ন মার্কিন ডলার পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে,[২][৩] ২০১৭ সালের হিসাবে রাষ্ট্র দুটির মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৯.৪ বিলিয়ন মার্কিন ডলার।[৪] এই লক্ষ্য অর্জনের জন্য, উভয় রাষ্ট্রই একটি নিখরচায় বাণিজ্য চুক্তি তৈরির দিকে তাকিয়ে রয়েছে।[৫][৬][৭] ২০১২ সালে উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২৪% এরও বেশি বৃদ্ধি পেয়েছে।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Top Indian diplomat explains Russia's importance to India: Russia & India Report
  2. "Bilateral Relations: India-Russia Relations"Embassy of India Moscow। ১ ডিসেম্বর ২০১৪। ২৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৫ 
  3. "Narendra Modi-Vladimir Putin meet: India, Russia to explore oil and gas; aim for US$ 30 bn trade"The Financial Express। ১২ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৫ 
  4. http://tass.com/economy/1010809
  5. "India asks Russia to fast-track free trade pact proposal"timesofindia-economictimes। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬ 
  6. "India, Russia mull free trade agreement"। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬ 
  7. "India, Russia to negotiate on CECA with Customs Union"Russia & India Report। ৩ এপ্রিল ২০১৩। 

বহিঃসংযোগ[সম্পাদনা]