ভাওড়া ইউনিয়ন
ভাওড়া | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে ভাওড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৬′৩৯″ উত্তর ৯০°৬′১৮″ পূর্ব / ২৪.১১০৮৩° উত্তর ৯০.১০৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
উপজেলা | মির্জাপুর উপজেলা ![]() |
প্রতিষ্ঠাকাল | ২০০৮ |
সরকার | |
• চেয়ারম্যান | আমজাদ হোসেন (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৪.৪ বর্গকিমি (৫.৬ বর্গমাইল) |
উচ্চতা | ১১ মিটার (৩৬ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,৫৭১ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৯৪০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ভাওড়া হচ্ছে একটি ইউনিয়ন পরিষদ যেটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার অন্তর্গত এবং মির্জাপুর উপজেলার সর্ব দক্ষিণে অবস্থিত। এটি মির্জাপুর থেকে ৩ কিলোমিটার দক্ষিণে এবং টাঙ্গাইল শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে অবস্থিত।
জনসংখ্যাতত্ত্ব [সম্পাদনা]
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত আদমশুমারি ২০১১ অনুযায়ী, ভাওড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ১৭৮৭২ জন। এই ইউনিয়নে মোট ঘরসংখ্যা ৪১২৩ টি।[১]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
ভাওড়া ইউনিয়নের গড় সাক্ষরতার হার শতকরা ৬১.৫ ভাগ (পুরুষ-৬৫.৬%, মহিলা-৫৭.৯%)। [২]
গ্রাম সমূহ[সম্পাদনা]
ভাওড় ইউনিয়নের সর্ব দক্ষিণে অবস্থিত গ্রামের নাম হল আমরাইল তেলীপাড়া। গ্রামাটি মূলত সম্পূর্ণ মুসলিম অধিষ্ঠিত এলাকা। এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ তিনটি কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে। এবং দুইটি ইসলামি প্রাতিষ্ঠানিক শিক্ষালয় অর্থাৎ আরবি শিক্ষার জন্য মাদ্রাসা রয়েছে। খেলাধুলা ও বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানের জন্য উন্মুক্ত সরকারি সুবিশাল মাঠ রয়েছে। পূর্বের ন্যায় বর্তমানে শিক্ষার হার বৃদ্বি। আমরাইল তেলীপাড়া যুব সংঘ নামে একটি সরকার অনুমোদিত যুব ক্লাব রয়েছে। যার মাধ্যমে যুবকদের কে গ্রামের উন্নয়ন মূলক কাজে উদ্ভূদ্ধ করা ও ক্রিয়া মূলক অনুষ্ঠান সম্পাদন করা হয়ে থাকে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Tangail Table C-01 : Area, Households, Population, Density by Residence and Community" [টাঙ্গাইল টেবিল সি-০১: আবাসিক এবং সম্প্রদায় অনুযায়ী অঞ্চল, গৃহস্থালী, জনসংখ্যা, ঘনত্ব] (পিডিএফ)। bbs.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৪-১১-১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-০১।
- ↑ "Tangail Table C-06 : Distribution of Population aged 7 years and above by Literacy, Sex, Residence and Community" [টাঙ্গাইল টেবিল সি-০৬: শিক্ষার হার, লিঙ্গ, বাসস্থান এবং সম্প্রদায় অনুযায়ী ৭ বছর এবং তাঁর উপরের বয়সের জনসংখ্যার সংস্থান] (পিডিএফ)। bbs.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৪-১১-১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২৫।