ব্যবহারকারী আলাপ:Syed sb

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

জুলাই 2021[সম্পাদনা]

স্বাগতম, আমি Al Riaz Uddin Ripon, আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি বানিয়াচং উপজেলা নিবন্ধের কৃতি ব্যক্তিত্ব/উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অনুচ্ছেদে এক বা একাধিক ব্যক্তির নাম যোগ করেছেন, যারা উল্লেখযোগ্য নয় এবং তাঁদের নাম ইতঃপূর্বে অপসারণ করা হয়েছে। আপনার অবগতির জন্য জানিয়ে রাখি, বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের আলোচনা অনুযায়ী উইকিপিডিয়ায় নিবন্ধ নেই এমন এবং উল্লেখযোগ্যতার মানদণ্ডে উর্ত্তীর্ণ নয় এমন ব্যক্তির নাম উক্ত অনুচ্ছেদে যোগ করা যাবে না। আপনি যদি উইকিপিডিয়ায় নতুন হয়ে থাকেন তবে আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন এবং পরীক্ষামূলক সম্পাদনার জন্য অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। এছাড়াও, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:৫০, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আমি শুধু সৈয়দ আফরোজ বখত এডভোকেট ।এর নাম যোগ করেছি। আপনি মনে হয় বানিয়াচং কিংবা হবিগঞ্জ জেলার অধিবাসী নন। অথবা আপনি হবিগঞ্জ জেলার সঙ্গে সরাসরি কোন সম্পর্কে সম্পৃক্ত নন। এই কারণে বানিয়াচং এর অনেক কৃতি সন্তানদের আপনি চিনেন না । Syed sb (আলাপ) ০৯:২৫, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ভালো হয় আপনি যদি বানিয়াচং-আজমিরীগঞ্জ আসন ও হবিগঞ্জ জেলার অন্য আসনগুলোর সাংসদদের কাছে সৈয়দ আফরোজ বখত সম্পর্কে কিছু খবর নিলে। Syed sb (আলাপ) ০৯:২৯, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিপিডিয়া কোনো সামাজিক যোগাযোগের মাধ্যম নয় তাই এখানে যেমন ইচ্ছে তেমন পোস্ট করা যায় না। অনুগ্রহ করে পড়ে নিন WP:উইকিপিডিয়া কী নয়। আপনি চাইলে বানিয়াচং উপজেলা পাতাটি ও আপনার উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধে তথ্য যোগ, সংশোধন করতে পারেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:৩২, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আমি বানিয়াচং উপজেলা পাতাতেই 'উল্লেখযোগ্য ব্যক্তিত্ব' এডিট করে উনার নাম যুক্ত করেছিলাম। সমস্যা হলো তথ্য সূত্র। এক্ষেত্রে 'বই' (অনলাইন ভার্সন নেই অর্থাৎ হার্ডকপি ) কোন রেফারেন্স হতে পারে কি ? পারলে কিভাবে ? Syed sb (আলাপ) ০৯:৫৫, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি আপনার তৈরি প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ তৈরিতে নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য সৈয়দ আফরোজ বখত।এডভোকেট। নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ বিচারধারার স১১ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি দেখে দ্ব্যর্থহীন বিজ্ঞাপন বলে মনে হয়েছে যেটি শুধু একটি প্রতিষ্ঠান, পণ্য, সংগঠন, সেবা বা ব্যক্তির প্রচার করছে এবং পাতাটি গ্রহণযোগ্য হতে এটিতে প্রাথমিক পর্যায়ের পুনর্লিখন দরকার। দয়া করে দ্রুত অপসারণের সাধারণ বিচারধারা পড়ুন, বিশেষ করে স১১ অনুচ্ছেদটি, একইসাথে স্প্যাম বিষয়ে নির্দেশিকা পড়ুন।

যদি আপনি মনে করেন যে পাতাটি বিজ্ঞাপনমূলক নয়, তবে অপসারণের আপত্তি জানাতে নিবন্ধটির আলাপ পাতায় যেয়ে ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, দেরি না করে তা অপসারণ করা হয় যদি তা দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। আপনি পাতাটি সম্পাদনা করে সমস্যাটির সমাধান করতে পারেন কিন্তু পাতাটি থেকে দ্রুত অপসারণ ট্যাগ মুছবেন না। বিজ্ঞাপনমূলক লেখা মুছার সাথে বিশ্বকোষীয় তথ্য যুক্ত করা যেতে পারে এবং এতে স্বাধীন নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি দেওয়া উচিত যাতে পাতাটি যাচাইযোগ্য হয়। এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। —শাকিল হোসেন আলাপ ০৮:৫৫, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আমার লিখার ফরমেট ভুল হতে পারে। এক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ করছি,আপনারা সংশোধন করার উপকারটুকু করে দেবেন। Syed sb (আলাপ) ০৯:৩২, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ তৈরি[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়ার নীতিমালায় উল্লেখযোগ্য নয় এমন ব্যক্তির নিবন্ধ তৈরি করা থেকে বিরত থাকুন। পরীক্ষামূলক সম্পাদনার জন্য ব্যবহারকারী:Syed sb/খেলাঘর পাতাটি ব্যবহার করুন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:১৫, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এক্ষেত্রে আপনার প্রতি অনুরোধ আপনি আমাকে সাহায্য করুন। সৈয়দ আফরোজ বখত।এডভোকেট একজন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উনিই একমাত্র একটি মহকুমা বার এসোসিয়েশনের পক্ষ থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে রেজ্যুলেশন পাশ করেছিলেন। উনিই সর্বোচ্চ ৩ বার জেলা আইনজীবি সমিতির সভাপতি ছিলেন। সিরাজুল হোসেন খান মন্ত্রী হওয়ায় উল্লেখযোগ্য ব্যাক্তি হলে যে ব্যাক্তি সাংসদ ও মন্ত্রি হওয়ার প্রস্তাব সততা ও সাধারণ জীবন যাপনের জন্য ফিরিয়ে দিয়েছেন তিনি উল্লেখযোগ্য হতে পারেন না ? আমি যে ফরম্যাটে এডিট করেছি ,সেটা ভুল হলে আপনি একটু হেল্প করবেন কি ? Syed sb (আলাপ) ০৯:৪৬, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]