বিষয়বস্তুতে চলুন

সাহায্য:তথ্যসূত্রের সাথে পরিচয় (উইকি মার্কআপ)/১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


যাচাইযোগ্যতা
তথ্যসূত্র কেন গুরুত্বপূর্ণ

একরেখায় উদ্ধৃতি
কীভাবে যুক্ত করতে হবে

তথ্যসূত্র সরঞ্জামদণ্ড
উদ্ধৃতির সহজ উপায়

নির্ভরযোগ্য সূত্র
কোন উৎস যথেষ্ঠ ভালো?

সারাংশ
কি শিখেছেন তার পর্যালোচনা



র‌্যানডাল মানরো অঙ্কিত "উইকিপিডিয়ান প্রোটেস্টর"। উইকিপিডিয়ানরা কোন বিষয়ের সত্যতা যাচাইয়ে ওস্তাদ!

উইকিপিডিয়ার মূল নীতিমালাসমূহের একটি হলো নিবন্ধের সকল বিষয়বস্তু যাচাইযোগ্য হতে হবে। এর অর্থ হলো উপাদনসমূহ সমর্থন করার মত অবশ্যই একটি নির্ভরযোগ্য উৎস থাকতে হবে। সমস্ত উদ্ধৃতি ও যেকোন উপাদান যার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হবে বা বিতর্কের সৃষ্টি হতে পারে; তা অবশ্যই ইনলাইন উদ্বৃতির মধ্যে দিতে হবে যাতে তা সরাসরি বিষয়বস্তুকে সমর্থন করে। এটা দ্বারা আরো বোঝানো হয় যে, এটি মৌলিক গবেষণার কোন স্থান নয়; সংগ্রহশালার তথ্য যা কোথাও প্রকাশিত হয়নি, বা এরকম যে কোন ধরনের তথ্য উপাত্ত যা কোথাও প্রকাশিত হয়নি তা অবশ্যই পরিহার করতে হবে।


আপনি যদি এরকম নতুন কোন বিষয়বস্তু যুক্ত করেন তাহলে, এটি আপনার দায়িত্ব তথ্য বরাবর এর উৎস সরবরাহ করা। নিবন্ধে যুক্ত উৎস ব্যতীত যে কোন বিষয়বস্তু নিবন্ধ থেকে বাতিল করা হয়। মাঝে মাঝে তথ্য সরবরাহকারীকে উৎস খুঁজে যুক্ত করার জন্য সময় দেওয়া হয় ও এরকম উপাদানে প্রথমে {{সত্যতা}} ট্যাগ যুক্ত করা হয়।


এই টিউটেরিয়ালটি আপনাকে দেখাবে কীভাবে নিবন্ধে ইনলাইন উদ্ধৃতি যুক্ত করবেন ও বিশদভাবে ব্যখ্যা করবে নির্ভরযোগ্য উৎস কি।