ব্যবহারকারী আলাপ:Sramanas
আলোচনা যোগ করুনব্যবহারকারীর নাম পরিবর্তনের পর থেকে ঐ ইউসারনেম দিয়ে ইংলিশ উইকিপিডিয়াতে লগইন করতে পারছিনা। কিভাবে করব?
- এখানে ক্লিক করুন, তারপর ইংরেজি উইকিতে বর্তমান ইউজারনেইম ও পাস দিয়ে লগইন করুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৫৯, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- হচ্ছে না। "আপনি ভুল শব্দচাবি (password) ব্যবহার করেছেন। অনুগ্রহ করে আবার চেষ্টা করুন।" বারবার একই বার্তা দেখাচ্ছে। কি করব?শ্রামণীক গপ্প ১৩:১৫, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- আপাতত সমস্যাটি সমাধান না হওয়া পর্যন্ত আপনি বাংলা উইকিতে লগ ইন করে ইংরেজী ভাষার লিঙ্কে ক্লিক করে ইংরেজী উইকিতে প্রবেশ করতে পারেন। ----— মাসুম ইবনে মুসা কথোপকথন ০১:২৬, ০৮ জুন ২০১৪ (ইউটিসি)
- পরামর্শের জন্য ধন্যবাদ কিন্তু সেক্ষেত্রে আমি সম্পাদনা করলে আমার IP থেকে হচ্ছে, ইউসারনেম থেকে হচ্ছে না। Sramanas (আলাপ) ১৩:২৭, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- আমি বলি যে আপনি সম্পুরন উইকি থেকে লগ আউট করুন। তারপর নতুন নাম ও পুরাতন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এরপর লগ ইন করে এই লিংক-এ ক্লিক করুন। আশা করি সমস্যা ঠিক হয়ে যাবে।--প্রত্যয় (স্বাগতম) ১৩:৩৫, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- পরামর্শের জন্য ধন্যবাদ। আমি লগ আউট করলাম তারপর নতুন নাম ও পুরাতন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার দেওয়া লিংকটায় ক্লিক করেও হল না। ইংলিশ উইকিপিডিয়াতে "Forgot your password?" করেও কোন ই-মেল পেলাম না। Sramanas (আলাপ) ১৩:৪৪, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- আপনার কি কোন ফেসবুক আইডি আছে? থাকলে আমাকে ই-মেল করুন। আর নতুন নাম পুরাতন পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়?--প্রত্যয় (স্বাগতম) ১৩:৫০, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- সাহায্যের জন্য আপনার আন্তরিক প্রয়াসকে অসংক্ষ্য ধন্যবাদ কিন্তু ফেসবুক ব্যবহার করা ছেড়ে দিয়েছি বহু আগে। নতুন নাম আর পুরাতন পাসওয়ার্ড দিয়ে বাংলা উইকিপিডিয়াতে লগ ইন হচ্ছে কিন্ত ইংলিশ উইকিপিডিয়ার ক্ষেত্রে, 'পাসওয়ার্ড ভুল' বার্তা দিচ্ছে। Sramanas (আলাপ) ১৪:০০, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- আপনার কি কোন ফেসবুক আইডি আছে? থাকলে আমাকে ই-মেল করুন। আর নতুন নাম পুরাতন পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়?--প্রত্যয় (স্বাগতম) ১৩:৫০, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- পরামর্শের জন্য ধন্যবাদ। আমি লগ আউট করলাম তারপর নতুন নাম ও পুরাতন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার দেওয়া লিংকটায় ক্লিক করেও হল না। ইংলিশ উইকিপিডিয়াতে "Forgot your password?" করেও কোন ই-মেল পেলাম না। Sramanas (আলাপ) ১৩:৪৪, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- আমি বলি যে আপনি সম্পুরন উইকি থেকে লগ আউট করুন। তারপর নতুন নাম ও পুরাতন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এরপর লগ ইন করে এই লিংক-এ ক্লিক করুন। আশা করি সমস্যা ঠিক হয়ে যাবে।--প্রত্যয় (স্বাগতম) ১৩:৩৫, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- পরামর্শের জন্য ধন্যবাদ কিন্তু সেক্ষেত্রে আমি সম্পাদনা করলে আমার IP থেকে হচ্ছে, ইউসারনেম থেকে হচ্ছে না। Sramanas (আলাপ) ১৩:২৭, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- আপাতত সমস্যাটি সমাধান না হওয়া পর্যন্ত আপনি বাংলা উইকিতে লগ ইন করে ইংরেজী ভাষার লিঙ্কে ক্লিক করে ইংরেজী উইকিতে প্রবেশ করতে পারেন। ----— মাসুম ইবনে মুসা কথোপকথন ০১:২৬, ০৮ জুন ২০১৪ (ইউটিসি)
আপনি এই লিংক-এ জান। সেখানে একটি Nickname-এ একটি Username দিবেন। আপনার ইচ্ছা। আর Channel-এ দিবেন #wikipedia-en-help. এখানে জয়েন করুন আমি দেখি সাহায্য করা যায় কিনা। ইনস্ট্যান্ট সাহায্য বেশি সুবিধাজনক হবে। তাড়াতাড়ি।--প্রত্যয় (স্বাগতম) ১৪:০৭, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- সম্ভবত সমস্যা হয়েছে ইংরেজি উইকিতে ২০০৭ সালেই একই নামে রেজিস্ট্রেশন করা একটি উইজারনেইম রয়েছে। তবে উক্ত ইউজারের কোন সম্পাদনা নেই। আপনি ইংরেজি উইকির en:WP:USURP পাতাটি ব্যবহার করে উক্ত নামটি আপনার জন্য নেওয়ার আবেদন করতে পারেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০০, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- আপনি ঠিক বলেছেন। ব্যবহারকারী:LewisHulbert আমাকে একই পরামর্শ দিয়েছেন কিন্তু ব্যবহারকারী:NotASpy #wikimedia-tech, #wikimedia-operations এর জন্য অপেক্ষা করতে বলছেন। আমার কি করা উচিত? Sramanas (আলাপ) ১৫:২২, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- বুঝলাম না, আপনি যা লিখেছেন তাতো চ্যানেলের নাম, এগুলোর জন্য অপেক্ষা মানে। যাইহোক যদি m:SUL Finalization-এর কথা বলে অপেক্ষা করতে বলে তাহলে করেন, সমস্যা নেই।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০৯, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- আমিও ওগুলি ঠিক বুঝতে পারিনি তাই copy-paste করেছি। যিনি অপেক্ষা করতে বলেছিলেন তিনি বহুক্ষণ উত্তর না দেওয়াতে আপনার দেওয়া লিংকটিতে ক্লিক করে আবেদন করে দিয়েছি। সহযোগিতার জন্য আপনাকে অস্ংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। Sramanas (আলাপ) ১৬:১৫, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- বুঝলাম না, আপনি যা লিখেছেন তাতো চ্যানেলের নাম, এগুলোর জন্য অপেক্ষা মানে। যাইহোক যদি m:SUL Finalization-এর কথা বলে অপেক্ষা করতে বলে তাহলে করেন, সমস্যা নেই।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০৯, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
- আপনি ঠিক বলেছেন। ব্যবহারকারী:LewisHulbert আমাকে একই পরামর্শ দিয়েছেন কিন্তু ব্যবহারকারী:NotASpy #wikimedia-tech, #wikimedia-operations এর জন্য অপেক্ষা করতে বলছেন। আমার কি করা উচিত? Sramanas (আলাপ) ১৫:২২, ৮ জুন ২০১৪ (ইউটিসি)
পুনে প্রযুক্তিবিদ হত্যা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
[সম্পাদনা]পুনে প্রযুক্তিবিদ হত্যা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/পুনে প্রযুক্তিবিদ হত্যা পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।
অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৪৯, ১০ জুন ২০১৪ (ইউটিসি)
পবিত্র ঈদুল ফিত্র এর দাওয়াত এবং শুভেচ্ছা
[সম্পাদনা]মহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ----— মাসুম ইবনে মুসা কথোপকথন ০৬:০৮, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি) |
আপনার অ্যাকাউন্ট পুনঃনামকরণ করা হবে
[সম্পাদনা]হ্যালো,
আমাদের ব্যবহারকারীদের জন্য ক্রস-উইকি বিজ্ঞপ্তির মত নতুন এবং আরো ভাল সরঞ্জাম প্রদান করার জন্য উইকিমিডিয়ার ডেভেলপার টিম অ্যাকাউন্টসমূহ যেভাবে কাজ করে তাতে কিছু পরিবর্তন করছে। এই পরিবর্তনগুলোর ফলে সর্বত্র আপনার একটাই অ্যাকাউন্ট নাম থাকবে। এর ফলে আমরা আপনাকে নতুন নতুন সুবিধা দিতে পারবো যা আপনাকে আরো ভালভাবে সম্পাদনা এবং আলোচনা করতে সাহায্য করবে, এবং এটি বিভিন্ন সরঞ্জামের জন্য আরো সুবিধাজনক ব্যবহারকারীর অনুমতি দেবে। এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া হল এখন থেকে উইকিমিডিয়ার ৯০০টি সাইটের সবগুলোতে একটাই ব্যবহারকারী নাম থাকবে। এ সংক্রান্ত আরো তথ্যের জন্যঘোষণাটি দেখুন।
দুঃখের বিষয়, আপনার অ্যাকাউন্ট অন্য একটি অ্যাকাউন্টের বিরোধিতা করে, যা Sramanas নামেও পরিচিত। ভবিষ্যতে যাতে দুজনেই উইকিমিডিয়ার উইকি ব্যবহার করতে পারেন, তার জন্য আমরা আপনার অ্যাকাউন্টের নাম পাল্টিয়ে Sramanas~bnwiki করে দেব। আপনার অ্যাকাউন্টের নাম এপ্রিল ২০১৫ তারিখে অন্য কিছু অ্যাকাউন্টের সঙ্গে পাল্টে যাবে।
আপনার অ্যাকাউন্ট আগের মতই কাজ করবে, আর আপনি ইতিমধ্যে যে সম্পাদনার কাজ করে ফেলেছেন, তার কৃতিত্বও আপনারই থাকবে, কিন্তু প্রবেশ করতে গেলে আপনাকে নতুন অ্যাকাউন্টের নাম ব্যবহার করতে হবে। যদি নিজের ব্যবহারকারী নামটি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি এই ফরম ব্যবহার করে অ্যাকাউন্টের নতুন নামকরণের অনুরোধ করতে পারেন।
অসুবিধার জন্য দুঃখিত।
Yours,
Keegan Peterzell
Community Liaison, Wikimedia Foundation
১৯:২৭, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)
বঙ্গভূমি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
[সম্পাদনা]A tag has been placed on বঙ্গভূমি, requesting that it be speedily deleted from Wikipedia for multiple reasons. Please see the page to see the reasons. If the page has since been deleted, you can ask me the reasons by leaving a message on my user talk page.
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। একজন মহাপুরুষ (আলাপ) ১১:২৮, ২১ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ স্বাগতম
[সম্পাদনা]সুপ্রিয় Sramanas, উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ। আয়োজক কমিটির পক্ষে, |
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
[সম্পাদনা]
সুপ্রিয় Sramanas, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ
[সম্পাদনা]সুপ্রিয় অবদানকারী, |