বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Fahad Alamgir Dhruba

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ৯ মাস আগে "অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম

[সম্পাদনা]

ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৩:২৯, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

জানুয়ারি 2022

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগত, আমি Yahya। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যেকোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৩:২৮, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ইনফরমেশন একটাও ভুল ছিল না Fahad Alamgir Dhruba (আলাপ) ১৩:৩৫, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এটি আপনার একমাত্র সতর্কবার্তা; আপনি যদি উইকিপিডিয়ায় আবার ধ্বংসপ্রবণ সম্পাদনা করেন, যা আপনি এই সুগা পাতায় করেছেন, তবে পরবর্তী কোনো সতর্কবার্তা ব্যতিরেকেই আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হবে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৩:৪১, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক

[সম্পাদনা]

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, এই ইদে আপনার কষ্ট গুলো দূরে সরে যাক, খুশিতে জীবন ভরে যাক। আপনার ও আপনার পরিবারের জন্য আনন্দময় ইদের শুভেচ্ছা রইলো। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা 3টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় 19টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৩:৪৯, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

টায়ালিন নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য টায়ালিন নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন ~ নাহিয়ান আলাপ ০৭:৪৮, ২৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় Fahad Alamgir Dhruba,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন