ব্যবহারকারী আলাপ:Bidhan biswas 09

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৪ বছর পূর্বে "ধন্যবাদ" অনুচ্ছেদে

batasi

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

বাতাসি রেলওয়ে স্টেশন নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হতে পারে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ০৮:১৯, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ফেব্রুয়ারি 2020[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম, আমি ZI Jony। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি সাহায্য:সূচী-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! জনি (আলাপ) ০২:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বাংলায় লেখা[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিতে কোন নিবন্ধ তৈরি করলে, কিছু লিখলে তা বাংলায় করতে হবে। আমি দেখেছি আপনি Batashi ইংরেজিতে লিখেছেন, অনুগ্রহ করে বাংলা করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৩, ২৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

Kano apnar tai ki hoyche apni basi nak golamn na OK bangla ay na English a tate tor ki Bidhan biswas 09 (আলাপ) ১৬:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
বাংলা উইকিতে আপনাকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে। আপনার কাছে বাংলা লেখার কিবোর্ড না থাকলে আপনি প্লেস্টোর থেকে জিবোর্ড, রিদ্মিক ডাউনলোড করে নেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
Ata tomader Bangladesh na ata India OK please ar distrup korben ok Bidhan biswas 09 (আলাপ) ১৭:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ভারতে বাংলা লেখা যাবে না কোথায় আছে? যাইহোক, বাংলাদেশ বা ভারত বিষয় না। বাংলা উইকিতে আপনাকে অবশ্যই নিবন্ধ বাংলা ভাষায় লিখতে হবে। আপনাকে ইতিমধ্যে বলেছি কীভাবে কিবোর্ড ডাউনলোড করতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
Are charun to mosai bal Chat bangla ay na lekhi tate apnar amake distrup koren tha hole ami gala gali korete badho hobo bujlen ar apnar ki khayedaye kaj nai ar Bidhan biswas 09 (আলাপ) ১৯:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আপনি যদি গালাগালি করে শিষ্টাচার ভঙ্গ করেন তবে তা অন্যরা দেখবেন। আপনি বাংলা অক্ষরে লিখতে জানেন বা না জানেন, বাংলা উইকিতে নিবন্ধ অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
দাদা, আমি বাধ্য হচ্ছি আপনার লিখিত নিবন্ধ অপসারণ করার জন্য, নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য কিন্তু নিবন্ধগুলি বাংলায় লিখিত নয়। আমি আপনাকে বারবার বাংলায় নিবন্ধ লেখার অনুরোধ করেছি। বাংলা উইকিতে নিবন্ধ অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

Bidhan Biswas[সম্পাদনা]

Bidhan biswas Bidhan biswas 09 (আলাপ) ১৮:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ[সম্পাদনা]

অবশেষে! বাংলায় নিবন্ধ লেখার জন্য ধন্যবাদ। নিবন্ধে আরো কিছু তথ্য যোগ করতে চেষ্টা করবেন। চালিয়ে যান। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কেবল নাম ছাড়া বাতাসী, আলোকঝারি, জামাতুলা নিবন্ধগুলির সব লেখা এক, জনসংখ্যা, আয়তন সব এক। এটি কীভাবে সম্ভব? আমার মনে হয় আপনি কোথাও ভুল করেছেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১২, ২৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন