ব্যবহারকারী আলাপ:Abdud Rahim

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

স্বাগতম[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম। আপনি বাংলা উইকিপিডিয়াতে একজন নতুন ব্যবহারকারী হিসেবে যুক্ত হয়েছেন। আশা করি আপনি উইকিপিডিয়াকে আরোও বিস্তৃত করতে কাজ করবেন। দয়া করে ধ্বংসপ্রবণতা, বিজ্ঞাপন, আত্মপ্রচারশিষ্টাচার বহির্ভূত কাজ করবেন না। ধন্যবাদ।

আপনি উইকিপিডিয়া:প্রশ্ন পাতাটিতেও ঘুরে আসতে পারেন অথবা এই পাতার নিচে {{সাহায্য করুন}} লিখুন। নিম্নে কিছু পাতার তালিকা রয়েছে যা আপনাকে উইকিপিডিয়া সম্পাদনার ক্ষেত্রে সাহায্য করতে পারে:


যখন আপনি আলাপ পাতায় বার্তা রাখবেন তখন চারটি টিন্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর করতে ভুলবেন না; যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম এবং তারিখ সংযুক্ত করবে। আশা করি আপনি এখানে একজন উইকিপিডিয়ান হিসাবে সম্পাদনা করতে উপভোগ করবেন!


~ শাহরিয়ার স্যার (আলাপ) ১১:৩৩, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি) ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১১:৩৩, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য বিষয় ভিত্তিত আয়াত পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের জন্য বিচারধারার স৪ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের জন্য বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Wikipediansouravhalder (আলাপ) ১১:৩৭, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয় ভিত্তিত আয়াত দ্রুত অপসারণের অনুরোধ জানিয়ে একটি ট্যাগ বসানো হয়েছে। কারণ অপসারণ প্রক্রিয়া অনুযায়ী নিবন্ধটি পূর্বে অপসারিত হয়েছিল। আপনি যদি ধারনা করেন যে নিবন্ধটি পূর্বের থেকে ভিন্ন, তাহলে এই বাটনে ক্লিক করে বিরোধীতা করুন। দ্রুত অপসারণ ট্যাগের ({{db-...}}) মধ্যেই এই বাটনটি দেখতে পাবেন (যদি এমন কোনো ট্যাগ না থেকে থাকে, তবে নিবন্ধটি দ্রুত অপসারণের জন্য বিবেচিত হবে না)। এর মাধ্যমে আপনি আলাপ পাতায় চলে যাবেন এবং সেখানেই লিখুন কেন আপনি মনে করেন আপনার তৈরি নিবন্ধটি অপসারণ করা উচিত নয়। আপনি সরাসরি নিবন্ধের আলাপ পাতায় গিয়েও বিরোধীতা করতে পারেন। তবে মনে রাখুন, একবার দ্রুত অপসারণের জন্য বিবেচিত হলে কোনো প্রকার দেরি না করেই নিবন্ধটি অপসারিত হতে পারে। প্রশাসকগণ নিবন্ধটি অপসারণের পূর্বে আপনার ব্যাখ্যা দেখবেন। আপনি যদি মনে করেন মূল আলোচনাটা সঠিক ছিল না, তবে যেই প্রশাসক নিবন্ধটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন, কিংবা অপসারণ পুনর্বিবেচনা করার অনুরোধ করুন। তবে দয়া করে পুনরায় এই পাতাটি তৈরি করবেন না। ধন্যবাদ। Wikipediansouravhalder (আলাপ) ১৪:৩৯, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ডিসেম্বর ২০১৯[সম্পাদনা]

বারবার অপসারণ করা পাতা তৈরি করবেন না বা দ্রুত অপসারণ ট্যাগ সরাবেন না। এতে আপনার ব্যবহারকারী অ্যাকাউন্টটি প্রশাসকদের দ্বারা নিষ্ক্রিয় করা হতে পারে। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১৪:৪৩, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন আমি ব্যবহারকারী:Shahriar Islam Alvi এর সাথে সমর্থন করছি।

বিভিন্ন কারণ দর্শিয়ে কামটা গ্রাম পাতায় উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের অনুরোধ করে একটি ট্যাগ যুক্ত করা হয়েছে। কারণগুলো দেখতে অনুগ্রহপূর্বক পাতাটিতে যান। যদি পাতাটি ইতোমধ্যেই অপসারিত হয়ে থাকে, তাহলে কারণ জিজ্ঞাসা করে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Wikipediansouravhalder (আলাপ) ১৫:১৩, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আনাড়ি উইকিপিডিয়ান[সম্পাদনা]

সুধী, কিছুদিন ধরে আপনি উইকিপিডিয়াতে আনাড়িভাবে পাতা তৈরি করে চলেছেন, যার একটিও উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করে না। আপনি আগে উইকিপিডিয়ার নীতিমালা পড়ুন। তারপর সম্পাদনা করুন। প্রথমে অনুবাদ দ্বারা শুরু করুন। যথাযথ টেমপ্লেট ও তথ্যসূত্র ব্যবহার করুন। বারবার একই ভুলের কারণে ব্যবহারকারী অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হতে পারে। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১৫:১৭, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]