ব্যবহারকারী:মুস্তাফিজুর/ইসলামি ব্যাংকিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উৎপত্তিগত অর্থ[সম্পাদনা]

যদিও ব্যাংকিং ইসলামি ধারণা সে হিসেবে আরবি শব্দمصرفي(মশারিফি) হতে এই শব্দটি (ইসলামি ব্যাংক) উৎপত্তিলাভ করেনি। বরং ইংরেজি শব্দ :Bank Etymology অনুযায়ী প্রাচীন ইতালীয় শব্দ Banca অথবা মধ্যযুগীয় ফরাসী শব্দBanque থেকে এসেছে।[১]ইসলামি ব্যাংকিং (English :Islamic Banking.) শরিয়ত মোতাবেক ইসলামি আর্থিক ব্যাবস্থার উপর নির্ভর করে গড়ে উঠা ব্যাংক ব্যাবস্থাকে ইসলামি ব্যাংকিং বলে।[২]ইসলামি ব্যাংক দুটি মূলনীতির উপর প্রতিষ্টিত যথা:১।লাভ লোকসানের ভাগ নেওয়া ২।সুদ লেনদেন নিষিদ্ধ। [৩]


ইসলামী ব্যাংকিং বিকাশের ইতিহাস[সম্পাদনা]

ষাটের দশক: ১৯৬৩: মিট গামার লোকাল সেভিংস ব্যাংক, মিশর; মুসলিম পিলগ্রিমস সেভিং কর্পোরেশন, মালয়েশিয়া। সত্তরের দশক: ১৯৭১: নাসের সোশাল ব্যাংক, মিশর। ১৯৭৫: ইসলামিক ডেলেভপমেন্ট ব্যাংক (আইডিবি), জেদ্দা; দুবাই ইসলামী ব্যাংক, দুবাই। ১৯৭৭: ফয়সাল ইসলামী ব্যাংক, সুদান। ১৯৭৯: বাহরাইন ইসলামী ব্যাংক, বাহরাইন। আশির দশক: ১৯৮২: আল বারাকা। ১৯৮৩: ব্যাংক ইসলাম মালয়েশিয়া; ইসলামী ব্যাংক বাংলাদেশ; কাতার ইসলামী ব্যাংক। ১৯৮৪: দারুল মাল ইসলামিক ট্রাস্ট, জেনেভা। ১৯৮৯: এ.এন.জি গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স, ইউকে। নব্বইয়ের দশক: ১৯৯১: বাহরাইনভিত্তিক ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন মানদণ্ড (শরীয়াহ, হিসাব ও নিরীক্ষা) প্রণয়নকারী অলাভজনক প্রতিষ্ঠান ‘আওফি’ প্রতিষ্ঠা। ১৯৯৩: ইসলামিক ব্যাংক অব ব্রুনেই। সমকালীন: ২০০৩: ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও প্রশাসনকেন্দ্রিক মানদণ্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান ‘ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড (আই.এফ.এস.বি)’, মালয়েশিয়া। ২০০৬: ইসলামী অর্থনীতির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘ইনসেইফ’। [৪]

  1. http://www.etymonline.com/index.php?term=bank
  2. http://www.investopedia.com/terms/i/islamicbanking.asp
  3. http://www.investopedia.com/terms/i/islamicbanking.asp
  4. http://yousufsultan.com/islamic-banking-and-finance/