নফল নামাজ
নফল নামাজ বলতে ইসলাম ধর্মানুসারী অর্থাৎ মুসলমানদের এমন নামাজ বোঝায় যা আদায় করলে সওয়াব রয়েছে কিন্তু আদায় না করলে কোনো গুনাহ নেই।
নফল নামাজ আদায়ের নিয়ম[সম্পাদনা]
নফল নামাজ সাধারণত দুই রাকাত দুই রাকাত করে আদায় করা হয়। এছাড়াও বিশেষ বিশেষ কিছু দিনে নির্দিষ্ট কিছু সূরা দিয়ে এ নামাজ আদায় করা হয়।
নফল নামাজ আদায়ের সময়[সম্পাদনা]
নফল নামাজ ফরজ নামাজের পরে আদায় করা হয়। এছাড়াও বিশেষ কিছু দিনেও নফল নামাজ আদায় করা হয়। তাছাড়াও যেকোনো দিনে এ নামাজ আদায় করা যায়।
বিশেষ নফল নামাজ[সম্পাদনা]
তিনটি বিশেষ নফল নামাজ রয়েছে। এগুলো হল তাহিয়াতুল অজুর নামাজ, ইশরাকের নামাজ এবং সালাতুল-যুহা বা চাশতের নামাজ।