আলাপ:হিরো আলম
আলোচনা যোগ করুনএই নিবন্ধটি ২৮ নভেম্বর ২০১৮ তারিখে অপসারণের জন্য মনোনীত হয়েছিল। আলোচনার ফলাফল হিসাবে এটি রেখে দেয়া হল সিদ্ধান্ত হয়েছিল। |
এই পাতাটি হিরো আলম নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
উদ্ধৃতি ত্রুটি সম্পর্কে
[সম্পাদনা]নিবন্ধটি ইংরেজি MD Arshaful Hossen Alom থেকে অনুবাদ করা হয়েছে। কিন্তু উদ্ধৃতি ত্রুটি দেখাচ্ছে। কেউ দয়া করে সাহায্য করুন। Ieahhiea (আলাপ) ১৩:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)
অপসারণ প্রসঙ্গ
[সম্পাদনা]নিবন্ধটি দুইবার আলোচনা করে দুবারই অপসারিত হয়েছিল। পুনরুদ্ধার কোন আলোচনার ভিত্তিতে হয়েছে? —আ হ ম সাকিব বার্তা ১৫:৫৫, ২৭ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
- সাকিব ভাই! ইংরেজি উইকিপিডিয়ায় এই নিবন্ধ আলোচনায় টিকে গেছে। সেখান থেকেই এটা অনুবাদ করা হয়েছে। ইয়াহিয়া (আলাপ) ১৬:৫০, ২৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
- @Ieahhiea: ভাই, বাংলা ভাষার উইকিপিডিয়া সম্প্রদায় সিদ্ধান্ত নিয়েছে অপসারণের। ইংরেজি উইকিপিডিয়াতে কী হচ্ছে বা হচ্ছে না, সেটা মুখ্য কখনোই নয়। —আ হ ম সাকিব বার্তা ১৬:৫৪, ২৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
'amateur'-এর অর্থ প্রসঙ্গে
[সম্পাদনা]বাংলা নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদের সময় 'amateur'-এর অনুবাদ করা হয়েছে 'অপেশাদার'। 'অপেশাদার' শব্দটি 'amateur'-এর যথার্থ ভাব প্রকাশ করে না। 'অপেশাদার' অর্থ 'unprofessional', কিন্তু 'amateur'-এর অর্থ 'unprofessional' নয়। 'amateur'-এর যথার্থ বাংলা 'শৌখিন', অর্থাৎ যিনি শখের বশে কোন কিছু চর্চা করেন। দ্রষ্টব্য বাংলাদেশে সবচেয়ে মান্য Bangla Academy English-Bengali Dictionary, ঢাকা এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে মান্য 'আনন্দ পুরস্কার'প্রাপ্ত Everyman's Dictionary from English to Bengali, কলকাতা। সুতরাং, আলমকে 'একজন অপেশাদার বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল' না উল্লেখ করে 'একজন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল' অথবা 'একজন শৌখিন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল' হিসেবে উল্লেখ করা হোক।
অধিকন্তু, জ্ঞাতব্য থাকে যে আলমকে ২০১৮ খ্রিস্টাব্দে এসে আর অপেশাদার বলার সুযোগ নেই। কেননা ইউটিউবে কিংবা চলচ্চিত্রে আলমের কাজ বর্তমানে আলমের জন্য রেভেন্যু উৎপাদন করছে। - St.teresa (আলাপ) ১৭:২৯, ১৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- @St.teresa: "Amateur" শব্দের অর্থ "অপেশাদার", শৌখিন শুধুমাত্র একটি প্রতিশব্দ। -- জনি (আলাপ) ১৭:৩৯, ১৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- @ZI Jony:, Everyman's Dictionary from English to Bengali-তে 'amateur'-এর অর্থ সবার শুরুতে দেয়া আছে 'কোন বিদ্যা বা শিল্পের শৌখিন চর্চাকারী। বাংলা একাডেমির অভিধানেও তাই দেয়া। "Amateur" শব্দের অর্থ শৌখিন, আর "অপেশাদার" শব্দটি একটি ত্রুটিপূর্ণ অনুবাদ, কেননা 'অপেশাদার' অর্থ 'unprofessional' মনে করতে পারে অনেকে। ধন্যবাদ। St.teresa (আলাপ) ১৭:৫৭, ১৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- @St.teresa: Unprofessional একটি সহজ ইংরেজি শব্দ এবং Amateur একটি ইংরেজি শব্দ। -- জনি (আলাপ) ১৮:০৮, ১৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- @ZI Jony:, Everyman's Dictionary from English to Bengali-তে 'amateur'-এর অর্থ সবার শুরুতে দেয়া আছে 'কোন বিদ্যা বা শিল্পের শৌখিন চর্চাকারী। বাংলা একাডেমির অভিধানেও তাই দেয়া। "Amateur" শব্দের অর্থ শৌখিন, আর "অপেশাদার" শব্দটি একটি ত্রুটিপূর্ণ অনুবাদ, কেননা 'অপেশাদার' অর্থ 'unprofessional' মনে করতে পারে অনেকে। ধন্যবাদ। St.teresa (আলাপ) ১৭:৫৭, ১৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- @St.teresa: "Amateur" শব্দের অর্থ "অপেশাদার", শৌখিন শুধুমাত্র একটি প্রতিশব্দ। -- জনি (আলাপ) ১৭:৩৯, ১৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
কেন হিরো আলমকে 'অপেশাদার' বলা উচিত হবে না?
[সম্পাদনা]প্রথমত, কোন তথ্যসূত্র আলমকে 'অপেশাদার' বলে উল্লেখ করেনি।
দ্বিতীয়ত, যদ্যপি আলম একজন শৌখিন সঙ্গীত ভিডিও মডেল হিসেবে যাত্রা শুরু করেন, বর্তমানে তিনি অভিনয় এবং মডেলিং পেশা হিসেবে গ্রহণ করেছেন। ইউটিউবে ও চলচ্চিত্রে আলমের কাজ আলমের আয়ের উৎস।
তৃতীয়ত, ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদের সময় 'amateur' শব্দটির অর্থ করা হয়েছে 'অপেশাদার'। কিন্তু 'অপেশাদার' শব্দটি 'amateur'-এর যথার্থ ভাব প্রকাশ করে না। 'amateur'-এর যথার্থ বাংলা 'শৌখিন', অর্থাৎ যিনি শখের বশে কোন কিছু চর্চা করেন। দ্রষ্টব্য বাংলাদেশে সবচেয়ে মান্য Bangla Academy English-Bengali Dictionary, Dhaka এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে মান্য 'আনন্দ পুরস্কার'প্রাপ্ত Everyman's Dictionary from English to Bengali, Kolkata।
এমতাবস্থায়, আলমকে 'একজন অপেশাদার বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল' না উল্লেখ করে 'একজন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল' অথবা 'একজন শৌখিন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল' হিসেবে উল্লেখ করা হোক। ধন্যবাদ। - St.teresa (আলাপ) ১৭:৪৮, ১৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- অপ্রাসঙ্গিক
@St.teresa: উইকিপিডিয়ায় আপনার যেকোনো মন্তব্যের শেষে চারটি টিল্ডা (~~~~) দিবেন। তিনটি নয়। ধন্যবাদ! —আ হ ম সাকিব বার্তা ১৬:২৫, ১৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- @আ হ ম সাকিব: উইকিপিডিয়ার জীবিত ব্যক্তির জীবনী নীতি অনুসারে শতভাগ প্রাসঙ্গিক। বাংলাদেশে গুগল সার্চ ট্রেন্ডে দশ নম্বরে রয়েছে হিরো আলম। একজন জীবিত পেশাদার মডেল/অভিনেতাকে আপনি অপেশাদার/আনপ্রফেশনাল বলবেন কোন তথ্যসূত্র ছাড়া, সেটা কোনভাবে গ্রহণযোগ্য নয়। হিরো আলমকে আমি/আপনি সমর্থন না করতেই পারি, কিন্তু তাকে স্বীয় আবেগ বশীর্ভূত হয়ে অথবা ব্যক্তিগত বিদ্বেষবশত 'অপেশাদার' বলার অধিকার আমরা রাখি না।
- পুনশ্চ চারটি টিল্ডা দিতে পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। - St.teresa (আলাপ) ১৭:৪৮, ১৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- @St.teresa: আমি দুঃখিত! আমি বলতে চেয়েছিলাম, আমার মন্তব্যটাই অপ্রাসঙ্গিক ছিল।
এছাড়া আপনি যে বিষয়ে আলাপ করছেন, আমি তাতে অনভিজ্ঞ। সেহেতু, আমি এখানে জবাব দিতে আগ্রহী নই, বা ছিলাম না। ধন্যবাদ! —আ হ ম সাকিব বার্তা ১৮:০৭, ১৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)- @আ হ ম সাকিব:,স্বীয় বক্তব্য পরিষ্কার করবার জন্য আপনাকে ধন্যবাদ! St.teresa (আলাপ) ১৮:১৪, ১৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- @St.teresa: আমি দুঃখিত! আমি বলতে চেয়েছিলাম, আমার মন্তব্যটাই অপ্রাসঙ্গিক ছিল।
সম্পাদনার অনুরোধ, ১৯ ডিসেম্বর ২০২১
[সম্পাদনা]এই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
Shimulrana90 (আলাপ) ১৮:৫১, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
শাকিল (আলাপ · অবদান) ১৯:২৮, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ১৯ ডিসেম্বর ২০২১
[সম্পাদনা]এই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
মোঃ আরশাফুল হোসেন আলম Heroalom84 (আলাপ) ১৯:২৫, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
- @Heroalom84: তথ্যসূত্র দিন —শাকিল (আলাপ · অবদান) ১৯:২৭, ১৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)