বাংলা বুলবুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা বুলবুল
P. c. bengalensis (কলকাতা, ভারত)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Passeriformes
পরিবার: Pycnonotidae
গণ: Pycnonotus
প্রজাতি: P. cafer
দ্বিপদী নাম
Pycnonotus cafer
(Linnaeus, 1766)
প্রতিশব্দ

Turdus cafer
Molpastes cafer
Molpastes haemorrhous
Pycnonotus pygaeus

বাংলা বুলবুল (বৈজ্ঞানিক নাম: Pycnonotus cafer) লালপুচ্ছ বুলবুলি বা কালচে বুলবুলি Pycnonotidae (পাইকনোনোটিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Pycnonotus (পাইকনোনোটাস) গণের এক প্রজাতির অতি পরিচিত দুঃসাহসী এক পাখি।[১][২] বুলবুলি হিসেবে এরা সুপরিচিত। পাখিটি পূর্ব, দক্ষিণদক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয়। এছাড়া বহু দেশে পাখিটি অবমুক্ত করা হয়েছে। বাংলা বুলবুলের বৈজ্ঞানিক নামের অর্থ দক্ষিণ আফ্রিকার নিবিড়পিঠ পাখি (গ্রিক puknos = নিবিড়, noton = পিঠ; ল্যাটিন cafer = দক্ষিণ আফ্রিকার)।[২] সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ৪১ লাখ ৯০ হাজার বর্গ কিলোমিটার।[৩] পৃথিবীতে এদের মোট সংখ্যা কত তা এখনও অজানা। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই বাড়ছে। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[৪] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।[২] লড়াকু পাখি হিসেবে দুনিয়াজোড়া খ্যাতি রয়েছে পাখিটির।[৫] বাংলার শহর-নগর-গ্রামে-গঞ্জে প্রচুর পরিমানে বাংলা বুলবুল দেখা যায়। বাংলা সাহিত্যের গল্প, কবিতা, উপন্যাস ও লোকগাঁথায় বার বার এসেছে এ পাখিটির নাম।

বিস্তৃতি[সম্পাদনা]

বাংলা বুলবুল দক্ষিণদক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় পাখি। এই এলাকার বাইরে চীনেও এদের দেখতে পাওয়া যায়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মায়ানমারভিয়েতনাম বাংলা বুলবুলের স্থায়ী আবাস।[৪] এছাড়া আরও বিভিন্ন দেশে পাখিটি অবমুক্ত করা হয়েছে। ১৯০৩ সালে ফিজিতে চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমিকদের মাধ্যমে পাখিটি ছড়িয়ে পড়ে।[৬] ১৯৪৩ সালে সামোয়ায় পাখিটির bengalensis উপপ্রজাতি অবমুক্ত করা হয়েছে। ১৯১৭ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাখিটি অবমুক্ত করা হলেও ১৯৪২-এর পরে এখানে আর তাদের দেখা যায়নি।[৭] অকল্যান্ডে ১৯৫০ সালে এদের ছাড়া হয়। অকল্যান্ডে এদের বিলোপ ঘটানো হলেও নিউজিল্যান্ডের বহু জায়গায় এরা ছড়িয়ে পড়ে।[৮] এছাড়া বাহরাইন, ফ্রেঞ্চ পলিনেশিয়া, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, নিউ ক্যালিডোনিয়া, ওমান, কাতার, টোঙ্গাযুক্তরাষ্ট্রেও এদের অবমুক্ত করা হয়েছে।[৪]

বুলবুলি

P. leucogenys x P. c. humayuni সংকর, ভুল করে একে নতুন আরেকটি প্রজাতি Molpastes magrathi মনে করা হয়

১৭৬৬ সালে দ্বিপদ নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস প্রজাতিটির নাম রাখেন Turdus cafer। তার প্রাপ্ত নমুনাটি দক্ষিণ আফ্রিকা থেকে সংগৃহীত হয়েছিল বলে তিনি মনে করেছিলেন। সেকারণে বৈজ্ঞানিক নামের শেষে তিনি cafer বা উত্তমাশা অন্তরীপের নাম যোগ করেছিলেন। আরেকবার নমুনাটি শ্রীলঙ্কা থেকে সংগৃহীত বলে তিনি মনে করেছিলেন। প্রকৃতপক্ষে নমুনাটি ভারতের পন্ডিচেরী থেকে সংগ্রহ করা হয়েছিল। বাংলা বুলবুলের উপপ্রজাতিসমূহের মধ্যে অঙ্গসংস্থান, স্বর, আচরণ ও বংশগতির মধ্যে যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান, তা নিয়ে গবেষণার সুযোগ রয়েছে।

সুরমামাথা বুলবুলের (P. aurigaster) সাথে মিলে প্রজাতিটি একটি মহাপ্রজাতির সৃষ্টি করেছে। এ দু'টি প্রজাতি নিজেদের মধ্যে সংকর বংশধর সৃষ্টি করতে সক্ষম। ভুল করে এদের সংকরদের অনেকসময় ভিন্ন আরেকটি প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। এরকম সংকরের উদাহরণ হল P. nigropileusP. burmanicus। উত্তর-পশ্চিম ভারতে বাংলা বুলবুল হিমালয়ী বুলবুলের (P. leucogenys) সাথে মিলিত হয়ে সংকর সৃষ্টি করে। এ সংকরকে ভুল করে সম্পূর্ণ নতুন প্রজাতি হিসেবে বিবেচনা করা হয় এবং অনেক ক্ষেত্রে এর নামও দেওয়া হয়েছে, Molpastes magrathi. সাদাকান বুলবুলের (P. leucotis) সাথেও এদের সংকরায়ন হয়।[৯]

P. c. saturatus উপপ্রজাতিকে বাতিল করে তার পরিবর্তে নতুন উপপ্রজাতি P. c. wetmorei-কে স্বীকৃতি দেওয়া হয়েছে। খুব পরিষ্কারভাবে কয়েকটি উপপ্রজাতিকে একটি আরেকটির থেকে আলাদা করা হয়নি। প্রধানত সংকরায়নের এলাকা থেকে এদের নির্ধারণ করা হয়েছে, এ ব্যাপারে আরও গবেষণার প্রয়োজন। প্রচলিত কয়েকটি উপপ্রজাতি আসলে একটি আরেকটির প্রতিশব্দ মাত্র। যেমন: ভারতে primrosei (আসাম) এবং afer (মেঘালয়) উপপ্রজাতি দু'টি bengalensis উপপ্রজাতির অন্তর্ভুক্ত। আবার vicinus (মাইসোর) ও pusillus (তামিলনাড়ু) উপপ্রজাতি দু'টি মনোনিত উপপ্রজাতি cafer-এর অন্তর্ভুক্ত।[৯]

উপপ্রজাতি[সম্পাদনা]

বাংলা বুলবুলের মোট আটটি উপপ্রজাতি শনাক্ত করা সম্ভব হয়েছে।[৯] উপপ্রজাতিগুলো হল:

  • P. c. intermedius (Blyth, 1846) - হিমালয়ের পশ্চিমে পাকিস্তান, জম্মু ও কাশ্মীর হয়ে নেপালের পূর্ব প্রান্ত পর্যন্ত এরা বিস্তৃত। মাথার কালো বোরখা বুকের মাঝামাঝি পর্যন্ত চলে আসে।
  • P. c. bengalensis (Blyth, 1845) - গাঙ্গেয় সমভূমি ও বাংলাদেশে এদের প্রধান আবাস। এ উপপ্রজাতির মাথার কালো বোরখা ঘাড় ও বুক পর্যন্ত বিস্তৃত। সারা পিঠ কালচে-বাদামি বা কালচে। পেটের দিকে কালচে আভা থাকে। দেহে আঁশ ভাব অস্পষ্ট। কানপট্টি গাঢ় বাদামি। মাথার ঝুঁটি বেশি স্পষ্ট।
  • P. c. humayuni (Deignan, 1951) - এ উপপ্রজাতিটির আবাস দক্ষিণ-পূর্ব পাকিস্তান (সিন্ধু প্রদেশ) ও উত্তর-পশ্চিম ভারত জুড়ে। বাংলাদেশেও দেখা যায়। মাথার কালো বোরখার মত আবরণ বুক পর্যন্ত বিস্তৃত নয়। পিঠের দিক গাঢ় বাদামি ও তাতে ফিকে রঙের আঁশ খুব স্পষ্ট। পেটের দিক ফিকে বাদামি ও কানপট্টি হালকা বাদামি। মাথার ঝুঁটি অস্পষ্ট।
  • P. c. stanfordi (Deignan, 1949) - উত্তর-পূর্ব ভারত, উত্তর মায়ানমার ও চীনের দক্ষিণে এদের দেখা যায়।
  • P. c. melanchimus (Deignan, 1949) - এদের মূল আবাস দক্ষিণ মায়ানমার ও উত্তর থাইল্যান্ডে।
  • P. c. saturatus (Whistler & Kinnear, 1932) - ভারতীয় উপদ্বীপের উত্তর-পূর্বাংশে এদের বিস্তৃতি।
  • P. c. cafer (Linnaeus, 1766) - মনোনিত উপপ্রজাতি, দক্ষিণ ভারতে এদের বিচরণ সীমাবদ্ধ।
  • P. c. haemorrhousus (J. F. Gmelin, 1789) - শ্রীলঙ্কায় এদের বিচরণ সীমাবদ্ধ।

বিবরণ[সম্পাদনা]

বাংলা বুলবুল আমাদের অতি পরিচিত ছোট বাদামি রঙের এক বৃক্ষচারী পাখি। এর দৈর্ঘ্য কমবেশি ২০ সেন্টিমিটার, ডানা ১০ সেন্টিমিটার, ঠোঁট ২ সেন্টিমিটার, লেজ ৯.৫ সেন্টিমিটার ও পা ২.২ সেন্টিমিটার। ওজন ৪২ গ্রাম।[২] মাথার কালো ঝুঁটি দেখে খুব সহজেই এদের শনাক্ত করা যায়। প্রাপ্তবয়স্ক পাখির মাথা কালো বা কালচে-বাদামি। বাদামি দেহের শেষাংশ ও ডানার প্রান্ত কালচে-বাদামি। পেট অপেক্ষাকৃত ফিকে বাদামি। দেহতলে এবং কখনও কখনও উপপ্রজাতিভেদে পিঠে মাছের আঁশের মত ফিকে দাগ থাকে। পালকের গড়ন আঁশের মত বলে এমনটা হয়। লেজ বাদামি হলেও লেজের আগা কিছু দূর গাঢ় বাদামি হয়ে প্রান্ত একদম সাদা। লেজের গোড়ার দিকটা সাদা। এর দেহের সবচেয়ে দৃষ্টব্য ও বিচিত্র স্থানটি হল এর টকটকে লাল অবসারণী-ঢাকনি। এ লাল অবসারনীর জন্যই এর ইংরেজি নাম হয়েছে Red-vented Bulbul।

বাংলা বুলবুলের ঠোঁট দূর থেকে কালো দেখালেও তা আসলে কালচে-নীল। চোখ কালচে বাদামি। পা ও পায়ের পাতা সামান্য বাদামি-কালো। মুখের ভেতরটা ধূসর, বেগুনি ও হলুদে মেশানো। স্ত্রী ও পুরুষ বুলবুল দেখতে একই রকম। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহ অপেক্ষাকৃত হালকা।

আচরণ[সম্পাদনা]

বাংলা বুলবুল প্রচণ্ড লড়াকু পাখি। লড়াইবাজ পাখি হিসেবে দুনিয়াজোড়া খ্যাতি ছিল এর। ইরান-ইরাক-আফগানিস্তানের কোথাও কোথাও এখনও বুলবুলির লড়াই হয়। বাংলাদেশেও একসময় এদের লড়াই হত। শুধু পোষা বুলবুল নয়, বুনো বুলবুলও লড়াইয়ে মেতে ওঠে অনেকসময়। লড়াইয়ে এতই মশগুল হয়ে পড়ে যে কখনও কখনও শিকারীর কবলে পড়ে যায়।[৫]

বাংলা বুলবুল শহর, গঞ্জ, গ্রাম, পাতাঝরা বন, প্যারাবন, গ্রামীণ বন, বনের প্রান্ত, ক্ষেতখামার ও বাগানে বিচরণ করে। ঝোপঝাড় ও গাছের পাতায় এরা খাবার খুঁজে বেড়ায়। তীব্র রাসায়নিক পদার্থ এরা এড়িয়ে চলে।[১০] এদের খাদ্যতালিকার বড় অংশ জুড়ে রয়েছে পোকামাকড়। এছাড়া ফুলের পাপড়ি[১১], মধু ও ফলও খায় এরা। প্রয়োজনে ছোট সরীসৃপও খায়।[১২][১৩][১৪][১৫][১৬][১৭] বিজ্ঞানীরা পাখি নিয়ে গবেষণা করার একটি পর্যায়ে লক্ষ্য করেন যে কিছু কিছু পাখি ভিটামিন সি হজম করতে পারে না৷ বাংলা বুলবুল হল সেই পাখি যার মধ্যে বিজ্ঞানীরা সর্বপ্রথম এই গুণটি দেখতে পান৷[১৮] আগাছাজাতীয় গাছের বীজও এরা খায়। সচরাচর জোড়ায় জোড়ায় বা ছোট দলে ঘুরে বেড়ায়। উড়ন্ত শিকার ধরার সময় এরা সামান্য উড়ে আবার মাটিতে ফিরে আসে। সচরাচর ডাকে: বি-কুইক-কুইক......। ভয় পেলে তীক্ষ্ণ ও উচ্চস্বরে ডাকে: পীক....। সারাবছর এরা ডাকে। কয়েক প্রজাতির বাসা পরজীবী পাখি বাংলা বুলবুলের বাসায় ডিম পেড়ে যায়।[১৯])

ডিমসহ বাসা

প্রজনন[সম্পাদনা]

এপিল-আগস্ট বাংলা বুলবুলের প্রধান প্রজনন মৌসুম। কখনও কখনও সেপ্টেম্বর পর্যন্তও এরা ডিম পাড়ে, ছানা ফোটায়। একজোড়া বাংলা বুলবুল এক প্রজনন মৌসুমে একাধিকবার ছানা তোলে। এসময় পুরুষ বুলবুল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। পুরুষ বুলবুল মাথার ওপর ডানা মেলে ধরে ও স্ত্রী পাখির দিকে লেজ থড়িয়ে দিয়ে মনোরঞ্জনের চেষ্টা করে। বাসা বানাতে সময় লাগে ২-৫ দিন।[৫] সাধারণত এরা ছোট ঝোপঝাড়ে বাসা বানায়। এছাড়া গাছের গর্ত, ঝাপালো গাছ, নদীতীরের গর্ত, ভাসমান কচুরিপানা[২০], বাসা-বাড়ির কার্নিশ[২১][২২] এমনকি বাসের মধ্যেও বাসা বানায়।[২৩] বাসার উচ্চতা ভূমি থেকে ৭-১০ ফুট উপরে হয়। ডাল, ধাতব তার[২৪], পাতা, কঞ্চি, ঘাস, চুল ইত্যাদি মাকড়শার জালে জড়িয়ে পরিপাটি করে বাটির মত বাসা বানায় এরা। বাসা বানানো হয়ে গেলে তিনটি ডিম পাড়ে। ডিমগুলো হালকা গোলাপি রঙের, তার উপরে লাল লাল ছিটমত থাকে। ডিমের প্রশস্ত দিকে ছিট তুলনামূলক ঘন। ডিমের মাপ ২.২ × ১.৬ সেমি।[২] ১৪ দিনের মাথায় ডিম ফুটে ছানা বের হয়।[২৫] বাবা-মা উভয়েই সন্তান দেখাশোনার ভার নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রেজা খান, বাংলাদেশের পাখি (ঢাকা: বাংলা একাডেমী, ২০০৮), পৃ. ২৪০।
  2. জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ৪২৭।
  3. Pycnonotus cafer ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে, BirdLife International এ বাংলা বুলবুল বিষয়ক পাতা।
  4. Pycnonotus cafer ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ নভেম্বর ২০১২ তারিখে, The IUCN Red List of Threatened Species এ বাংলা বুলবুল বিষয়ক পাতা।
  5. শরীফ খান, বাংলাদেশের পাখি (ঢাকা: দিব্যপ্রকাশ, ২০১২), পৃ. ৫০। উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "শরীফ" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  6. Watling, D (১৯৭৮)। "Observations on the naturalized distribution of the Red-vented Bulbul in the Pacific, with special reference to the Fiji islands" (পিডিএফ)Notornis25: 109–117। ১৬ অক্টোবর ২০০৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১২ 
  7. Long, John L. (১৯৮১)। Introduced Birds of the World: The worldwide history, distribution and influence of birds introduced to new environments। Terrey Hills, Sydney: Reed। পৃষ্ঠা 300। আইএসবিএন 0-589-50260-3 
  8. Gill, BJ, GR Hunt & S Sirgouant। "Red-vented Bulbuls (Pycnonotus cafer) in New Caledonia." (পিডিএফ)Notornis42 (3): 214–215। ১৮ অক্টোবর ২০০৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১২ 
  9. Red-vented Bulbul (Pycnonotus cafer), The Internet Bird Collection-এ বাংলা বুলবুল বিষয়ক পাতা।
  10. Cummings, JL; Mason, J.R.; Otis, D.L.; Ohashi, J.E. Davis T.J. (১৯৯৪)। "Evaluation of methiocarb, ziram, and methyl anthranilate as bird repellents applied to Dendrobium orchids" (পিডিএফ)Wildl.Soc. Bull.22: 633–638। ১৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১২ 
  11. Johnson,J Mangalaraj (১৯৮৯)। "Redvented Bulbul Pycnonotus cafer (Linne) eating petals of Magnolia."। J. Bombay Nat. Hist. Soc.86 (1): 103। 
  12. Bharos,AMK (১৯৯৯)। "Attempt by Redvented Bulbul Pycnonotus cafer to feed on a young House Gecko Hemidactylus flaviviridis."। J. Bombay Nat. Hist. Soc.96 (2): 320। 
  13. Sharma,Satish Kumar (২০০০)। "Redvented Bulbul Pycnonotus cafer feeding on tail of House Gecko Hemidactylus flaviviridis"। J. Bombay Nat. Hist. Soc.97 (2): 284। 
  14. Marathe,S (১৯৮৯)। "Fly-catching bulbuls."Newsletter for Birdwatchers29 (9&10): 10–11। 
  15. Balasubramanian,P (১৯৯১)। "Bulbuls feeding on the pulp of Cassia fistula pod in Pt. Calimere Wildlife Sanctuary, Tamil Nadu."। J. Bombay Nat. Hist. Soc.88 (3): 456। 
  16. Siromoney, Gift (১৯৬৩)। "Bulbuls eating flowers"Newsletter for Birdwatchers3 (6): 12। 
  17. Kumar,Satish (১৯৯৫)। "Sugary exudate of Sorghum Sorghum bicolor as food of Large Grey Babbler Turdoides malcolmi (Sykes), Purplerumped Sunbird Nectarinia zeylonica (Linn.) and Redvented Bulbul Pycnonotus cafer (Linnaeus)."। J. Bombay Nat. Hist. Soc.92 (3): 421–422। 
  18. Roy, RN; Guha, BC (১৯৫৮)। "Production of experimental scurvy in a bird species"। Nature182 (4650): 1689–1690। ডিওআই:10.1038/1821689b0পিএমআইডি 13622627 
  19. Boughton, Donald (১৯৩৮)। "Avian Hosts of the Genus Isospora (Coccidiida)"। The Ohio Journal of Science38 (3): 149–163। টেমপ্লেট:Hdl 
  20. Nanjappa,C (১৯৮৯)। "An hitherto unrecorded nesting site of a Redvented Bulbul Pycnonotus cafer (Linnaeus)."। J. Bombay Nat. Hist. Soc.86 (1): 102। 
  21. Dixit,D (১৯৬৩)। "Notes on a case of the redvented bulbul, Pycnonotus cafer (linnaeus) nesting indoors."। Pavo1 (1): 19–31। 
  22. Inglis,CM (১৯২২)। "Curious site for nest of the Bengal Redvented Bulbul (Molpastes haemarrhous bengalensis)"J. Bombay Nat. Hist. Soc.28 (4): 1135–1136। 
  23. Urfi, Abdul Jamil; Jethua, Keshubha (১৯৯৮)। "Unusual nest location of Redvented Bulbul Pycnonotus cafer (Linn.)."। J. Bombay Nat. Hist. Soc.95 (1): 116। 
  24. Lamba,BS (১৯৬৮)। "Wire nests of Redvented Bulbul Pycnonotus cafer (Linnaeus)"। J. Bombay Nat. Hist. Soc.65 (1): 222–223। 
  25. Ali S & S D Ripley (১৯৯৬)। Handbook of the birds of India and Pakistan6 (2 সংস্করণ)। Oxford University Press। পৃষ্ঠা 85–92। 

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

  • Shivnarayanan, N; Naik, RM (১৯৬৩)। "Does the male redvented bulbul, Pycnonotus cafer (linnaeus) incubate?"। Pavo1 (2): 128–129। 
  • Bellary,Sadananda A; Desai,RN (2000) Unusual nesting activity of the Red-vented Bulbul Pycnonotus cafer: two peculiar features. Newsletter for Birdwatchers 40(6):83-84.
  • Chowdhury,SR; Bhattacharyya,SP (1989) Circannual variation in the alveolar histodynamics and secretory activity of the uropygial gland of the male Redvented Bulbul Pycnonotus cafer (Linnaeus). Pavo 27(1&2), 5-14.
  • Dasgupta,P; Bhattacharyya,SP (1988) Circannual changes in the testicular activity of the Redvented Bulbul Pycnonotus cafer (Linnaeus). Pavo 26(1&2):37-48.
  • Deignan,HG (1949) Races of Pycnonotus cafer (Linnaeus) and P. aurigaster (Vieillot) in the Indo-Chinese subregion. J. Washington Acad. Sci. 39(8):273-279.
  • Desai, RN (১৯৯৩)। "Two unusual nesting sites of the Redvented Bulbul (Pycnonotus cafer)"। Verghese, A; Sridhar, S; Chakravarthy,AK। Bird Conservation: Strategies for the Nineties and Beyond। Ornithological Society of India, Bangalore। পৃষ্ঠা 190। 
  • Desai, RN (১৯৯৫)। "Incubation pattern in the Red-vented Bulbul Pycnonotus cafer in relation to atmospheric temperature and the phase of development of eggs"Newsletter for Birdwatchers35 (2): 35–36.। 
  • Desai, RN (১৯৯৭)। "A case of an unusually delayed breeding activity of the Red-vented Bulbul Pycnonotus cafer"Newsletter for Birdwatchers37 (2): 27। 
  • Berger AJ (১৯৬৪)। "The breeding seasons of Indian birds"। Pavo02 (2): 121–122। 
  • Shivnarayanan N, Naik RM (১৯৬৩)। "Does the male redvented bulbul, Pycnonotus cafer (linnaeus) incubate?"। Pavo01 (2): 128–129। 
  • Dhamke Hemant A (১৯৯৭)। "Possible feeding on an unhatched egg by young one of Redvented Bulbul (Pycnonotus cafer)"। J. Bombay Nat. Hist. Soc.94 (2): 413–414। 
  • Ganguli U (১৯৬৩)। "Some notes on the nesting and nest behaviour of a pair of redvented bulbuls"। Newsletter for Birdwatchers3 (10): 2–5। 
  • Lal, P; Thapliyal, JP (১৯৮২)। "Thyroid - gonad and thyroid - body weight relationship in the red-vented bulbul, Molpastes cafer"। General and comparative endocrinology48 (1): 98–103। ডিওআই:10.1016/0016-6480(82)90042-9পিএমআইডি 7129090 
  • McCann C (১৯৩২)। "Notes on the nesting habits of the Red-vented Bulbul (Molpastes cafer)"। J. Bombay Nat. Hist. Soc.35 (3): 680–681। 
  • Mummigatti UG, Desai RN, Desai Sarayu (২০০১)। "Some aspects of the developmental biology of the Red Vented Bulbul Pycnonotus cafer; The nestling's food and feeding pattern, and the feeding behaviour of their parents"। Newsletter for Birdwatchers41 (2): 20–21। 
  • Rana BD (১৯৭৬)। "Drought food of Pycnonotus cafer and Psittacula krameri in the Rajasthan desert"। Newsletter for Birdwatchers16 (10): 5–6। 
  • Richards BD (১৯১৮)। "Food of bulbuls"J. Bombay Nat. Hist. Soc.25 (3): 503। 
  • Short LL (১৯৬৪)। "Notes on the behaviour of the Bulbuls, Pycnonotus cafer (Linnaeus) and P. leucogenys (Gray) in captivity"। Pavo2 (1): 26–36। 
  • Thirumurthi,S; Annamalai,R; Gunasekaran,V (১৯৯৩)। "Impact of stone crushing units on the populations of Redvented Bulbul, Pycnonotus cafer"। Verghese, A; Sridhar,S; Chakravarthy, AK। Bird Conservation: Strategies for the Nineties and Beyond। Ornithological Society of India, Bangalore। পৃষ্ঠা 137–138। 
  • Vijayan, VS (1975) Ecological isolation of bulbuls (Family Pycnonotidae, Class Aves) with special reference to Pycnonotus cafer cafer (Linn.) and Pycnonotus luteolus luteolus (Lesson) at Point Calimere, Tamil Nadu. Ph.D. Dissertation, University of Bombay, Bombay.
  • Watling D (১৯৮৬)। "The timing of the moult in native and naturalised populations of the Red-vented Bulbul Pycnonotus cafer (Aves, Pycnonotidae)"। South Pacific J. Nat. Sci.8: 104–124। 
  • Watling D (১৯৮৩)। "The breeding biology of the Red-vented Bulbul Pycnonotus cafer in Fiji"Emu83 (3): 173–180। ডিওআই:10.1071/MU9830173 

বহিঃসংযোগ[সম্পাদনা]