বাংলাদেশ শিশু একাডেমি
বাংলাদেশ শিশু একাডেমি | |
![]() | |
গঠিত | ১৯৭৬ |
---|---|
সদরদপ্তর | দোয়েল চত্বর সড়ক, শাহবাগ, ঢাকা, ![]() |
দাপ্তরিক ভাষা | বাংলা |
মহাপরিচালক | আনজীর লিটন |
প্রকাশিত বই | ছড়াবার্ষিকী |
ওয়েবসাইট | shishuacademy |

বাংলাদেশ শিশু একাডেমি বা শিশু একাডেমি (ইংরেজি: Bangladesh Shishu Academy) বাংলাদেশের শিশুদের জন্য জাতীয় একাডেমি বা প্রতিষ্ঠান। এটা শিশুদের প্রতিভা বিকাশ, সাংস্কৃতিক উন্নয়ন, প্রচার এবং পৃষ্ঠপোষকতার জন্য ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। [১][২] এর প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম। এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান।
চেয়ারপারসনদের তালিকা[সম্পাদনা]
- জোবেদা খানম
- জুবাইদা গুলশান আরা
- শেখ আবদুল আহাদ[৩]
- সেলিনা হোসেন (২৩ এপ্রিল, ২০১৪ – )[৩]
- লাকি ইনাম (২৫ সেপ্টেম্বর, ২০১৯ – বর্তমান)[৪]
কার্যক্রম[সম্পাদনা]
কার্যালয়[সম্পাদনা]
বাংলাদেশের ৬৪টি জেলায় এবং ৬টি উপজেলায় (কেশবপুর, কুলাউড়া, বাবুগঞ্জ, মিঠাপুকুর, পরশুরাম, শ্রীনগর) শিশু একাডেমির কার্যালয় রয়েছে। এসকল কার্যালয়ে শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য[সম্পাদনা]
বাংলাদেশ শিশু একাডেমির লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলোঃ[৫]
- জাতীয় জীবনের সকল ক্ষেত্রে শিশুদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা;
- শিশুদের জন্য কারিগরী ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা;
- অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে শিশুদের সহায়তা করা;
- শিশুদের আইনগত অধিকার রক্ষার্থে সাহায্য করা;
- শিশুদের কল্যাণে নিয়োজিত সরকারি ও বেসরকারি, দেশী বিদেশী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করা ও সহযোগিতা করা;
- জাতীয় উন্নয়ন কর্মকান্ডে শিশুদেরকে সম্পৃক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা;
- সমবায় সমিতি গঠন ও কুটির শিল্প স্থাপনে শিশুদেরকে উৎসাহিত করা;
- ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে শিশুদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা;
- শিশুদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সম্মেলন, সেমিনার ও কর্মশালার ব্যবস্থা করা।
প্রকাশনা[সম্পাদনা]
শিশু একাডেমী কর্তৃক বিভিন্ন শিশুতোষ সাহিত্যগ্রন্থ ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ প্রকাশ করা হয়। তাছাড়া, শিশু একাডেমি শিশু পত্রিকার প্রকাশক।
পুরস্কার[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Meena day calls for birth registration for all girls and boys"। UNICEF। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৮।
- ↑ "Bangladesh Shishu Academy" (পিডিএফ)। Minister for Women and Children Affairs, Republic of Bangladesh। ২০১১-০৭-০৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৮।
- ↑ ক খ "Selina Hossain named Shishu Academy Chairperson"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৮।
- ↑ "Lucky Enam appointed as the chairperson of Bangladesh Shishu Academy"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-২৭। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৮।
- ↑ বাংলাদেশ শিশু একাডেমী। "প্রতিষ্ঠা, লক্ষ্য ও উদ্দেশ্য"। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ২৬ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারী ২০১৫।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |