বাগনান
বাগনান বাগনান | |
---|---|
স্থানাঙ্ক: ২২°২৮′ উত্তর ৮৭°৫৮′ পূর্ব / ২২.৪৭° উত্তর ৮৭.৯৭° পূর্ব | |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৮,৭৭৯ |
বাগনান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার একটি শহর। বাগনান কালীবাড়ি দর্শনীয় স্থানের মধ্যে পরে এখানে
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°২৮′ উত্তর ৮৭°৫৮′ পূর্ব / ২২.৪৭° উত্তর ৮৭.৯৭° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৬ মিটার (১৯ ফুট)। শহরটিকে বেষ্টন করে হুগলি নদী পূর্ব সীমানা বরাবর প্রবাহিত এবং অন্যদিকে রূপনারায়ণ নদ পূর্ব মেদিনীপুর জেলার সঙ্গে হাওড়া জেলার প্রাকৃতিক সীমানা নির্দেশের মাধমে প্রবাহিত হয়েছে।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে বাগনান শহরের জনসংখ্যা হল ৮৭৭৯ জন।[২] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৬৮%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৪% এবং নারীদের মধ্যে এই হার ৬২%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে বাগনান এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১২% হল ৬ বছর বা তার কম বয়সী।
দেউলটি
[সম্পাদনা]রূপনারায়ণ নদের ধারে অবস্থিত এই স্থান পর্যটন কেন্দ্র। কলকাতা থেকে এর দূরত্ব ৫০ কিলোমিটার। এর নিকটবর্তী সামতাবেড়ে রয়েছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এটাও আকর্ষণের কারণ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bagnan"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০০৬।
- ↑ "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০০৬।