উলুবেড়িয়া
উলুবেড়িয়া উলুবেড়িয়া | |
---|---|
মহকুমা শহর | |
ইএসআই হাসপাতাল, উলুবেড়িয়া | |
ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গে উলুবেড়িয়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৮′ উত্তর ৮৮°০৭′ পূর্ব / ২২.৪৭° উত্তর ৮৮.১১° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | হাওড়া |
উচ্চতা | ১ মিটার (৩ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২,০২,০৯৫ |
ভাষাসমূহ | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
লোকসভা নির্বাচন কেন্দ্র | উলুবেড়িয়া |
বিধানসভা নির্বাচন কেন্দ্র | উলুবেড়িয়া পূর্ব |
উলুবেড়িয়া হল ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত একটি শহর ও পুরসভাধীন এলাকা। এটি উলুবেড়িয়া মহকুমার সদর দফতর। শহরটি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) আওতাধীন এলাকার একটি অংশ। উলুবেড়িয়া তার শিল্প-বলয়ের জন্য বিখ্যাত।
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে, উলুবেড়িয়া শহরের জনসংখ্যা হল ২০২,০৯৫ জন।[১] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।
এখানে সাক্ষরতার হার ৬৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭০% এবং নারীদের মধ্যে এই হার ৫৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে উলুবেড়িয়া-র সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সি। পুরসভার তথ্য অনুযায়ী, ৩৩.৭২ বর্গ/কিমি এলাকায় ২ লক্ষ ৩২ হাজার ২৯০ জন (সেনসাস, ২০১১) জনসংখ্যা নিয়ে গঠিত উলুবেড়িয়া পুরসভা। উক্ত জনসংখ্যার মধ্যে বার্ধক্য ভাতা পান ৬৪৮৭ জন (এর মধ্যে ৫৮৫ জন ৮০ বছরের ঊর্ধ্বে), বিধবা ভাতা পান ২৮০১ জন এবং প্রতিবন্ধী ভাতা পান ২৬৩ জন মানুষ। মোট ৯৫৫১ জন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা পান উলুবেড়িয়া পুরসভা থেকে।
অর্থনীতি[সম্পাদনা]
উলুবেড়িয়া একটি শিল্প-শহর। ২০০৬ সালে ইন্দোনেশিয়ার ‘সেলিম গ্ৰুপ’ এখানে একটি মোটরসাইকেল কারখানায় ২৫০ মিলিয়ন ডলার অর্থ বিনিয়োগের জন্য পরিকল্পনা করেছিল।
পরিবহণ[সম্পাদনা]
উলুবেড়িয়ায় রয়েছে ১৬ নম্বর জাতীয় সড়ক, দক্ষিণ-পূর্ব রেলওয়ে জোন, এবং শহরের মধ্য দিয়ে চলে গিয়েছে ও.টি. রোড। উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন দ্বারা শহরটি পরিষেবাপ্রাপ্ত।
চিত্রশালা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০০৬।
![]() |
পশ্চিমবঙ্গের অবস্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |