ফর্টুনা ডুসেলডর্ফ
![]() | ||||
পূর্ণ নাম | ডুসেলডর্ফ টার্ন- উন্ড স্পোর্টভেরায়ন ফর্টুনা ১৮৯৫ ইভি | |||
---|---|---|---|---|
ডাকনাম | ফ্লিঙ্গারানার, ফর্টুনেন, রাইনলান্ডার | |||
প্রতিষ্ঠিত | ৫ মে ১৮৯৫ | |||
মাঠ | মের্কুর স্পিল-এরিনা | |||
ধারণক্ষমতা | ৫৪,৬০০ | |||
বোর্ডের সদস্য | ![]() ![]() ![]() | |||
সভাপতি | ![]() | |||
প্রধান কোচ | ![]() | |||
লীগ | ২. বুন্দেসলিগা | |||
২০১৯–২০ | ১৭তম (অবনমিত) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ফর্টুনা ডুসেলডর্ফ (উচ্চারণ [fɔʁˈtuːna ˈdʏsl̩dɔʁf] (শুনুন)) হচ্ছে ডুসলডর্ফ ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে জার্মানির দ্বিতীয় স্তরের ফুটবল লীগ ২. বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৮৯৫ সালের ৫ই মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ফর্টুনা ডুসেলডর্ফ তাদের সকল হোম ম্যাচ ডুসলডর্ফের মের্কুর স্পিল-এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫৪,৬০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন উভে রসলা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন টমাস রটগারমান। পোলীয় মধ্যমাঠের খেলোয়াড় আদাম বোজেক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, ফর্টুনা ডুসেলডর্ফ এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি জার্মান ফুটবল চ্যাম্পিয়নশিপ, ২টি ২. বুন্দেসলিগা, ১টি রেজিওনাললিগা পশ্চিম, ১টি ওবেরলিগা নর্ডরায়ন এবং ২টি ডিএফবি-পোকাল শিরোপা রয়েছে।
অর্জন[সম্পাদনা]
ঘরোয়া[সম্পাদনা]
- জার্মান চ্যাম্পিয়নশিপ
- ২. বুন্দেসলিগা (২য়)
- রেজিওনাললিগা পশ্চিম (২য়)
- চ্যাম্পিয়ন: ১৯৬৫–৬৬
- ওবেরলিগা নর্ডরায়ন (৩য়)
- চ্যাম্পিয়ন: ১৯৯৩–৯৪
কাপ[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Fortuna Düsseldorf"। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে ফর্টুনা ডুসেলডর্ফ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |