টিএসজি ১৮৯৯ হফেনহাইম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টিএসজি ১৮৯৯ হফেনহাইম
Logo TSG Hoffenheim.svg
পূর্ণ নামটার্ন- উন্ড স্পোর্টগেমাইনশাফট
১৮৯৯ হফেনহাইম ইভি
ডাকনামডি ক্রাইখগাউয়ার,
আখৎসেন৯৯ (১৮৯৯)
প্রতিষ্ঠিত১ জুলাই ১৮৯৯; ১২৩ বছর আগে (1899-07-01)
মাঠরাইন-নেকার-এরিনা
ধারণক্ষমতা৩০,১৫০
মালিকজার্মানি ডিটমার হপ (৯৬%)
সভাপতিজার্মানি খ্রিস্টিয়ান ব্রাউমগার্টনার
ম্যানেজারজার্মানি সেবাস্টিয়ান হোনেস
লিগবুন্দেসলিগা
২০১৯–২০৬ষ্ঠ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

টার্ন- উন্ড স্পোর্টগেমাইনশাফট ১৮৯৯ হফেনহাইম ইভি (সাধারণত টিএসজি ১৮৯৯ হফেনহাইম উচ্চারণ [teː ʔɛs ɡeː ˈʔaxt͡seːnˈhʊndɐt ˈnɔʏ̯nʔʊntˈnɔʏ̯nt͡sɪç ˈhɔfn̩haɪ̯m]) হচ্ছে হফেনহাইম ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৮৯৯ সালের ১লা জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। টিএসজি ১৮৯৯ হফেনহাইম তাদের সকল হোম ম্যাচ হফেনহাইমের রাইন-নেকার-এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫৪,৬০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সেবাস্টিয়ান হোনেস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন খ্রিস্টিয়ান ব্রাউমগার্টনার। জার্মান রক্ষণভাগের খেলোয়াড় বেনিয়ামিন হুবনার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, টিএসজি ১৮৯৯ হফেনহাইম এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ওবেরলিগা বাডেন-ভুর্টবার্গ, ১টি ভার্বান্ডসলিগা নর্ডবাডেন এবং ৪টি উত্তর বাডেন কাপ শিরোপা রয়েছে।

অর্জন[সম্পাদনা]

লীগ[সম্পাদনা]

কাপ[সম্পাদনা]

  • উত্তর বাডেন কাপ (৩য়-৪র্থ)
    • চ্যাম্পিয়ন: ২০০১–০২, ২০০২–০৩, ২০০৩–০৪, ২০০৪–০৫
    • রানার-আপ: ২০০৬–০৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "TSG 1899 Hoffenheim"transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:টিএসজি ১৮৯৯ হফেনহাইম