প্রধান সড়ক, কক্সবাজার
আঞ্চলিক সড়ক ১৮০ | ||||
---|---|---|---|---|
প্রধান সড়ক | ||||
পথের তথ্য | ||||
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত | ||||
দৈর্ঘ্য | ৬.১০৫ কিমি[১] (৩.৭৯৩ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
পূর্ব প্রান্ত: | কেন্দ্রীয় বাস টার্মিনাল, কক্সবাজার জেলা | |||
পশ্চিম প্রান্ত: | জিরো পয়েন্ট, কক্সবাজার | |||
অবস্থান | ||||
প্রধান শহর | কক্সবাজার | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
প্রধান সড়ক হলো বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের জেলা কক্সবাজারে অবস্থিত ৬.১০৫ কিমি (৩.৭৯৩ মা) দৈর্ঘ্যের একটি আঞ্চলিক মহাসড়ক।
পটভূমি
[সম্পাদনা]প্রধানের সড়কের দৈর্ঘ্য ৬.১০৫ কিমি (৩.৭৯৩ মা)। এটি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হাশেমিয়া মাদ্রাসা পর্যন্ত বিস্তৃত।[২] এই সড়কটি আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অধীনে ছিল। পরে এটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে হস্তান্তর করা হয় যা এখন এর রক্ষণাবেক্ষণের জন্য দায়বদ্ধ।[৩]
সম্প্রসারণ
[সম্পাদনা]২০১৯ সালে সড়কটিকে চার লেনে রূপান্তর করার জন্য সিডিএ কর্তৃক প্রস্তাবিত একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে চূড়ান্ত করা হয়েছিলো। রাস্তা প্রশস্তকরণের জন্য প্রায় ৳২৯৪.১৫ কোটি বাজেট নির্ধারণ করা হয়েছিলো।[৪] ১৮ অক্টোবর ২০২০ সালে মহাসড়কটি সংস্কার ও প্রশস্তকরণ শুরু হয়।[২] প্রকল্পের সময়সীমা ২০২৩ সালে নির্ধারণ করা হলেও কর্তৃপক্ষ ২০২২ সালের মধ্যে শেষ করতে চেয়েছিলো।[৫]
যাত্রাপথ
[সম্পাদনা]- সংযোগ সড়ক
- বিজিবি ক্যাম্প
- ১৬ ইসিবি গ্রাউন্ড
- রুমালিয়া
- জিরো পয়েন্ট
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "RHD Total Road List_22-07-2020.pdf" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১১।
- ↑ ক খ "কক্সবাজার শহরের প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু"। ডিবিসিনিউজ.টিভি। ১৮ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩।
- ↑ বড়ুয়া, সুনীল (৯ জানুয়ারি ২০২০)। "কক্সবাজারে রাস্তাঘাটের বেহাল দশা, প্রভাব পড়ছে পর্যটনে"। বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩।
- ↑ আলমগীর, সায়ীদ (২১ জুলাই ২০১৯)। "চার লেনে উন্নীত হচ্ছে কক্সবাজারের প্রধান সড়ক"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩।
- ↑ রহমান, সাকিবুর (১২ অক্টোবর ২০২১)। "পাঁচ মিনিটের রাস্তা যেতে লাগে ৪০ মিনিট"। নিউজবাংলা২৪.কম। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩।