বিষয়বস্তুতে চলুন

পোমা ২০০০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পোমা ২০০০
সংক্ষিপ্ত বিবরণ
অবস্থানলাওঁ
পরিবহনের ধরনগণপরিবহণ
লাইনের (চক্রপথের)
সংখ্যা
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
দৈনিক যাত্রীসংখ্যা২৫০০
চলাচল
চালুর তারিখ১৯৮৯
একক গাড়ির সংখ্যা
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য১.৫ কিলোমিটার (০.৯৩ মাইল)*

পোমা ২০০০ ফ্রান্সের লাওঁ শহরের দ্রুত পরিবহন ব্যবস্থা।

ইতিহাস

[সম্পাদনা]

১৮৯৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রচলিত ট্রাম লাইনের পরিবর্তে এই পরিবহন ব্যবস্থা চালু হয় ১৯৮৯ সালে। প্রথমে তিনটি স্টেশন ছিল। রাবারের টায়ারযুক্ত এই গাড়িটি একটি ধাতব পাতের উপর দিয়ে চলত। এই পরিবহন ব্যবস্থায় চারটি গাড়ি ব্যবহৃত হত, এবং প্রতিটি গাড়ি সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ৩৫ কিলোমিটারে ৩৩ জন যাত্রী পরিবহন করতে পারত। সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল ঘণ্টায় ৯০০ জন যাত্রী এবং ২০১৬ সালে বন্ধ হওয়ার পূর্বে প্রতিদিন প্রায় ১,৫০০ জন যাত্রী পরিবহন করত।[]

পরিবহন ব্যবস্থাটি সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ৭ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত চলত এবং গ্রীষ্মকালে প্রতিদিন চলত। এই পরিবহন ব্যবস্থাটি ২০১৬ সালে ২৭ জুন বিলুপ্ত ঘোষণা করা হয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Haydock, David (February 2017). "Laon's Poma 2000 closes". Today's Railways Europe (254). Platform 5 Publishing Ltd. p. 16
  2. "The end of the POMA 2000 Laon". Funimag. 30 August 2016।