নিকিলোডিয়ান (ভারত)
নিকিলোডিয়ান | |
---|---|
![]() বর্তমান লোগো ২০০৯ সাল থেকে ব্যবহৃত | |
উদ্বোধন | এপ্রিল ১৯৯৯ |
মালিকানা | ভাইকম ইন্টারন্যাশনাল (১৯৯৯–২০০৭) ভায়াকম ১৮ (২০০৭-বর্তমান) |
চিত্রের বিন্যাস | ৪:৩ (576i, SDTV) (1080i, HDTV) |
দেশ | ![]() |
ভাষা | হিন্দি তামিল তেলুগু কান্নাডা মালায়ালাম বাংলা গুজরাটি মারাঠি |
প্রচারের স্থান | ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান বাংলাদেশ মালদ্বীপ |
প্রধান কার্যালয় | মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | নিকিলোডিয়ান সোনিক ভিএইচ ১ ইন্ডিয়া এম টিভি ইন্ডিয়া কালারস টিভি নিক.জেআর (nick.jr) |
ওয়েবসাইট | www |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
এয়ারটেল ডিজিটাল টিভি | চ্যানেল ১৫৮(এসডি) চ্যানেল ৩৭৯(এইচডি) |
ডিস টিভি | চ্যানেল ৫১৮(এসডি) চ্যানেল ৩২৩(এইচডি) |
রিলায়েন্স ডিজিটাল টিভি | চ্যানেল ৬০৯ (এসডি) |
সান ডাইরেক্ট | চ্যানেল ৫৩০ (এসডি) |
টাটা স্কাই | চ্যানেল ৬১২(এসডি) চ্যানেল ৬১১ (এইচডি) |
ভাইকম ১৮ | চ্যানেল ৫০৭(এসডি) চ্যানেল ৯৫০ (এইচডি) |
বাংলাদেশ | চ্যানেল ১৯ |
কেরালা ইন্ডিয়া | চ্যানেল ৬২০ |
বাড়ির ডিস,নেপাল | চ্যানেল ৮০১ |
চ্যানেল ৩৫১ | |
আইপিটিভি | |
পিয় টিভি (শ্রীলঙ্কা) | চ্যানেল ৬০ |
ডি ডি ফ্রি ডিস | চ্যানেল ৩৫০ |
নিকিলোডিয়ান ইন্ডিয়া (সংক্ষেপে নিক ইন্ডিয়া নামে পরিচিত) হলো একটি ভারতীয় টিভি চ্যানেল যেটি ভারত এবং তার পার্শ্ববর্তী দেশসমূহে সম্প্রচার করা হয়। এর সদর দপ্তর ভারতের মুম্বাই শহরে; তবে এর মূল অফিস আমেরিকায় অবস্থিত এবং এটি ভাইকম ১৮ এর মালিকানাধীন। নিকিলোডিয়ান নয়টি ভাষায় সম্প্রচার করা হয়; এগুলি হলো: হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, বাংলা, গুজরাটি ও মারাঠি।
পটভুমি[সম্পাদনা]
নিকিলোডিয়ান ইন্ডিয়া চ্যানেলটিতে শিশুদের জন্য অনুষ্ঠান সম্প্রচার করা হয়। নিকিলোডিয়ান খুবই জনপ্রিয় অনুষ্ঠান সম্প্রচার করে; তার মধ্যে মোটু পাতলু এবং নিনজা হাতোরি অন্যতম। সম্প্রচার হিসাবে ডোরা দি এক্সপ্লোরার যেটা প্রাক-নিকিলোডিয়ানে সম্প্রচার করা হতো। আরো দশটি অনুষ্ঠান টেন নিক ইন্ডিয়াতে সম্প্রচার করা হয়।
২০১১ সালের ডিসম্ববের ৫ তারিখে ভাইকম ১৮ কর্তৃক নিকিলোডিয়ান এইডি+ মহাকাশে প্রেরণ করা হয়।
অনুষ্ঠানাদি[সম্পাদনা]
নিকিলোডিয়ান যে সমস্ত কার্টুন সম্প্রচার করে তার মধ্যে মোটু পাতলু, নিনজা হাতোরি অন্যতম। শিক্ষামূলক অনুষ্ঠান ডোরা দি এক্সপ্লোরার-ও নিকিলোডিয়ানে সম্প্রচার করা হয়। তবে এতে নিকিলোডিয়ান যুক্তরাষ্ট্রের অনেক কার্টুন সম্প্রচার করা হয় না। ভায়াকম ১৮ একটি নতুন সফটওয়্যার আবিষ্কার করেছেন যার নাম ভুট।
বর্তমান অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]
সরাসরি সম্প্রচার[সম্পাদনা]
- পাওয়ার রেঞ্জার্স ডাইনো চার্জাস
- পাওয়ার রেঞ্জার্স মেগাফোর্স
- বিগ টাইম রাস
- পাওয়ার রেঞ্জার্স সামুরাই
অ্যানিমেটেড শোসমূহ[সম্পাদনা]
- নিনজা হাটোরি
- ট্রানজি মুটান্ট নিনজা টুলস
- দ্যা জঙ্গল বুক
- শিবা (কার্টুন)
- মোটু পাতলু
- পাকড়াম পাকড়াই
- রকেট মাঙ্কিস
- গো ডাইগো গো
- ডোরা দি এক্সপ্লোরার
- স্পন্ড দীপ
- অগি অ্যান্ড দ্যা ককরোচেস
- গাট্টু বাট্টু