বিষয়বস্তুতে চলুন

নিকেলোডিয়ন (নিউজিল্যান্ড)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকেলোডিয়ন
উদ্বোধন১ আগস্ট ২০০৬; ১৮ বছর আগে (2006-08-01)
বন্ধ৩০ নভেম্বর ২০১০; ১৩ বছর আগে (2010-11-30)
মালিকানাএমটিভি নেটওয়ার্কস নিউজিল্যান্ড (ভায়াকম)
চিত্রের বিন্যাস৫৭৬আই (এসডিটিভি ৪:৩)
দেশনিউজিল্যান্ড
ভাষাইংরেজি
মাওরি
প্রচারের স্থাননিউজিল্যান্ড
ফিজি
প্রতিস্থাপননিকেলোডিয়ন দক্ষিণ-পূর্ব এশিয়া (নিউজিল্যান্ডে বহন)
প্রতিস্থাপনকারীনিকেলোডিয়ন অস্ট্রেলিয়া

নিকেলোডিয়ন ৩ থেকে ১৪ বছরের শিশুদের লক্ষ্য করা একটি নিউজিল্যান্ডভিত্তিক শিশুতোষ চ্যানেল ছিল। চ্যানেলটির উদ্বোধন হ​য় ২০০৬ সালের ১ আগস্টে এবং স্কাই টেলিভিশন চ্যানেল ০৪১ এ উপলব্ধ ছিল। চ্যানেলটি ২০১০ সালের ৩০ নভেম্বরে বন্ধ হয়ে যায়, এবং নিউজিল্যান্ড অনুষ্ঠানসূচীটি টাইমশিফ্ট ফিড হিসেবে নিকেলোডিয়ন অস্ট্রেলিয়াদ্বারা পরিচালনা করা হয়। সহকর্মী ভায়াকম চ্যানেল এমটিভি নিউজিল্যান্ডের সাথে ভাগ করে চ্যানেলটি অকল্যান্ডে অবস্থিত ছিল।

ইতিহাস

[সম্পাদনা]

পটভূমি

[সম্পাদনা]

২০০০ সালের জানুয়ারি মাসে সিঙ্গাপুর থেকে সম্প্রচারিত নিকেলোডিয়নের দক্ষিণ-পূর্ব এশীয় ফিডটি নিউজিল্যান্ডে স্কাই ডিজিটাল এবং ইউএইচএফ দর্শকদের কাছে উপলব্ধি করা হ​য়।

বন্ধ​

[সম্পাদনা]

এনজিপিএর অনুযায়ী এমটিভি নেটওয়ার্কস নিউজিল্যান্ড (যা নিকেলোডিয়ন, এমটিভি, এবং কমেডি সেন্ট্রাল নিয়ে গঠিত) ২০১০ সালের সেপ্টেম্বরে ঘোষণা দেয় যে ১ ডিসেম্বরে উনারা নিউজিল্যান্ডে কার্যক্রম বন্ধ করবে, সাথে নেটওয়ার্কের কার্যক্রম এমটিভি নেটওয়ার্কস অস্ট্রেলিয়ার সিডনি দপ্তরের থেকে চলতে থাকবে।[] এটির মানে নিউজিল্যান্ডে ভায়াকমের চ্যানেলের কার্যক্রম অস্ট্রেলিয়ার থেকে তত্ত্বাবধান হবে, সাথে উভয় নিক জুনিয়র এবং এমটিভি ক্লাসিক নিউজিল্যান্ডে উদ্বোধন হওয়ার ঘোষণা দেওয়া হয়।

২০১০ সালের ১ ডিসেম্বরে নিকেলোডিয়নের অস্ট্রেলীয় সংস্করণ নিউজিল্যান্ড ফিডটিকে প্রতিস্থাপন করে।[]

লোগোর ইতিহাস

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "MTV to close NZ offices"দ্য নিউজিল্যান্ড হেরাল্ডনিউজিল্যান্ড প্রেস সংঘ। ২৮ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২ 
  2. "Nick Junior To Launch on Sky in New Zealand" (সংবাদ বিজ্ঞপ্তি)। MTV Networks Asia Pacific। ২৮ সেপ্টেম্বর ২০১০। ২৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২