বিষয়বস্তুতে চলুন

নিকমিউজিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকমিউজিক
উদ্বোধন১ মে ২০০২; ২২ বছর আগে (2002-05-01)
নেটওয়ার্কনিকেলোডিয়ন
মালিকানাপ্যারামাউন্ট মিডিয়া নেটওয়ার্কস
চিত্রের বিন্যাস১০৮০আই এইচডিটিভি
(এসডিটিভি ফিডের জন্য লেটারবক্স ৪৮০আই এ ডাউনস্কেল করা)
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
প্রধান কার্যালয়ওয়ান অ্যাস্টর প্লাজা
নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
পূর্বতন নামএমটিভি হিটস (২০০২–১৬)
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)

নিকমিউজিক হচ্ছে একটি মার্কিন পে টেলিভিশন চ্যানেল যেটির মালিক হচ্ছে প্যারামাউন্ট গ্লোবাল, এবং এটি শিশুতোষ টেলিভিশন নেটওয়ার্ক নিকেলোডিয়নের একটি অংশ (এবং এটি নেটওয়ার্কের ইতিহাসের ষষ্ঠ ব্র্যান্ড প্রসারণ)। এটি প্যারামাউন্ট মিডিয়া নেটওয়ার্কসের কিডস অ্যান্ড ফ্যামিলি বিভাগের একটি অংশ, এবং বেশিরভাগ মিউজিক ভিডিও এবং নিকেলোডিয়নের লক্ষ্য দর্শকদের কাছে আবেদন করা কনিষ্ঠ পপ আর্টিস্টের থেকে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান প্রচারিত করে, সাথে কিছু এডিট করা ভিডিও যেন এগুলো টিভি-পিজি রেটিং পায় চ্যানেলে প্রচারিত হওয়ার জন্য, অথবা পরিবর্তে একটি লিরিক ভিডিও দেখানো হয়।

এটির মিউজিক ভিডিও প্রচার করা ভ্রাতৃপ্রতিম চ্যানেলসমূহ, বিইটি জ্যামস, বিইটি সোল, এবং সিএমটি মিউজিক, এর মতো নিকমিউজিক একটি স্বয়ংক্রিয় অনুষ্ঠানসূচীর মাধ্যমে সম্প্রচার করে, যেটি এমটিভি২ এর আগের কয়েক বছরে উপস্থাপিত করা হয়। পূর্ব সময়ে সকাল ৬টায় একটি নতুন লুপ শুরু হয়, এবং দুপুর ২টায় এবং রাত ১০টায় এটির পুনঃপ্রচার হয়।

ইতিহাস

[সম্পাদনা]

এমটিভি হিটস হিসেবে

[সম্পাদনা]

ইতিহাস

[সম্পাদনা]

২০০২ সালের ১ মেতে এমটিভি হিটস সম্প্রচার শুরু করে, সাথে এটির অনুষ্ঠানসূচীতে রয়েছিল শুধু মিউজিক ভিডিও। এমটিভি জ্যামসের মতো চ্যানেলটিকে এমটিভির দৈনিক অনুষ্ঠানের জন্য নাম দেওয়া হয়; এক্ষেত্রে এমটিভি হিটস, যেটি নেটওয়ার্কের মূল পপ সঙ্গীত ভিডিও অনুষ্ঠান ছিল। চ্যানেলে বর্তমান হিট মিউজিক ভিডিও প্রচারিত হতো, সাথে কিছু আগের এবং ১৯৯০ দশকের শেষ দিক থেকে মিউজিক ভিডিও প্রচারিত হতো। এমটিভি এবং এমটিভি-সম্পর্কিত সম্পত্তির পদোন্নতি বাদে এমটিভি হিটস একটি বিজ্ঞাপন-মুক্ত চ্যানেল হিসেবে চলতো।

মাই হিটলিস্ট যুগ (২০০৫-২০০৬)

[সম্পাদনা]
এমটিভি হিটসের প্রথম লোগো, ২০০২ সালে চ্যানেলের উদ্বোধন থেকে ২০১২ সালের ২৬ মার্চের পর্যন্ত ব্যবহৃত। ২০১০ সালে "মিউজিক টেলিভিশন" পাঠ্যটি অপসারণ করা হয় লোগোর থেকে।

২০০৫ সালে চ্যানেলটি "মাই হিটলিস্ট মানথ" নামের একটি অনুষ্ঠান প্রচারিত করা শুরু করে, যেটিতে চ্যানেলের ওয়েবসাইটে জমা দেওয়া দর্শকের পছন্দ করা প্লেলিস্ট দেখা যেতো। এটি, সাথে সঙ্গীতশিল্পীর পছন্দ করা প্লেলিস্ট, ২০০৬ সাল জুড়ে মাঝের মধ্যে চ্যানেলে প্রচারিত হতো।

প্লেলিস্টিজম যুগ (২০০৬-২০১১)

[সম্পাদনা]

২০০৬ সালের ১৮ ডিসেম্বরে "হিট লিস্ট" এমটিভি হিটসে আবার প্রচারিত হওয়া শুরু করে। প্রথমে "প্লেলিস্টিজম" এ আগের থেকে দর্শক হিট লিস্টের পুনঃপ্রচার প্রচারিত হতো, সাথে ভ্রাতৃপ্রতিম এমটিভি২ এবং এমটিভিইউ এর নতুন প্লেলিস্ট এবং সঙ্গীতশিল্পী এবং বিষয়ক প্লেলিস্ট প্রচারিত হতো। ২০০৯ সালে চ্যানেলটি ঐতিহ্যগত বিজ্ঞাপন গ্রহন করা শুরু করে, যেটিতে সাধারণত সরাসরি বিপণন এবং পূর্বে রিংটোন প্রদানকারীর জন্য বিজ্ঞাপন প্রচার হতো।

২০১২ সালের মার্চে পরিবর্তন

[সম্পাদনা]
এমটিভি হিটসের শেষ লোগো, ২০১২ সালের ২৬ মার্চ থেকে ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহৃত।

২০১২ সালের ২৬ মার্চের পর্যন্ত উদ্বোধনের পর থেকেই চ্যানেলটি একই লোগো ব্যবহার করে। ২০১০ সালের ফেব্রুয়ারিতে লোগোর "এম" অক্ষরটির গৌণ পুনর্বিন্যাস করা হয় এবং লোগোর থেকে "মিউজিক টেলিভিশন" পাঠ্য এবং ছোট্ট কোণটি অপসারণ করা হয়, এমটিভির সমস্ত চ্যানেলের পরিবর্তনের অংশে। একটি নতুন লোগো এবং ইমেজিং এর উপস্থাপনা করা হয় ওই তারিখে, অন্তর্ভূক্তে কড়া হেলভেটিকা ফন্টে পাঠ্য, এবং এটির পাসে ২০১০ সালের এমটিভি লোগো বসে। সেই সালের ১৩ এপ্রিলে এমটিভি জ্যামস একই রকমের পরিবর্তন করা হয়।

শেষ অনুষ্ঠানসূচী

[সম্পাদনা]

২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে চ্যানেলটি অনেকগুলো প্লেলিস্ট অনুষ্ঠান বাতিল করে, ২০১১ সালের জানুয়ারির শেষের দিক পর্যন্ত "প্লেলিস্টিজম" নামটি রেখেও, তখন চ্যানেলটি বিরতির মাঝখানে সনাক্তকরণের জন্য তাঁর সাবেক "ইলাস্ট্রেশন ফ্রম আ মিউজিক বক্স" ইমেজিং পুনরুদ্ধার করে। পূর্বে প্লেলিস্ট উৎসর্গ তালিকা করা নিম্ন-বাম ব্যানারটি প্রচারমূলক পাঠ্য জন্য নিবেদিত এবং বন্ধ হওয়ার আগে চ্যানেলের মিউজিক ভিডিও ওয়েব পোর্টালের জন্য ঘূর্ণায়মান বিজ্ঞাপন বানানো হয়। এমটিভি নিউজের রেখাংশ (সাধারণত সংবাদে সংক্রান্ত নয় কিন্তু আসন্ন চলচ্চিত্র এবং অ্যালবামের প্রেস জাঙ্কেট রেখাংশ প্রচারিত হয়) প্রচারিত হওয়া শুরু হয়, ২০১৫ সালের আগের দিকে ভায়াকমের বিভিন্ন আর্থিক সমস্যা এবং সংবাদ বিভাগের বর্তমান ঘটনার দিকে ফিরার পুনর্গঠনের কারণে অপসারণ হওয়ার আগে।

সাধারণত, সেই যুগের আগে জনপ্রিয় সঙ্গীতশিল্পীর বাদে এমটিভি হিটসে প্রচারিত সমস্ত মিউজিক ভিডিও টোটাল রিকোয়েস্ট লাইভ এর ১৯৯৮ প্রথম প্রচারের পরের যুগের থেকে, সাথে বর্তমান সঙ্গীতে গভীর মনোযোগ।

ইন্টারনেট সার্ভিসের জন্য ট্রেডমার্কের পুনরায় ব্যবহার (২০১৯-২০২০)

[সম্পাদনা]

২০১৯ সালের ১৩ মেতে ভায়াকম এমটিভি হিটস ব্র্যান্ডিংটি আবার ব্যবহার একটি অ্যাপল টিভি+ এবং অ্যামাজন চ্যানেল হিসেবে, যেটি ভায়াকম মাসিক $৫.৯৯ এর জন্য প্রদান করে। এটিতে ১৯৯০ দশকের মাঝখানের থেকে ২০১০ দশকের প্রথম দিকের পর্যন্ত এমটিভির আর্কাইভের অনুষ্ঠান প্রচারিত হতো, এবং কোনো মিউজিক ভিডিও প্রচার করা হতো না।[] ২০২০ সালের শরৎকালে সার্ভিসের অনুষ্ঠান সিবিএস অল অ্যাক্সেসে (বর্তমানে প্যারামাউন্ট+) একত্রিত করানোর পর স্ট্রিমিং সার্ভিসটি বন্ধ করা হয়।[]

নিকমিউজিক হিসেবে

[সম্পাদনা]

২০১৬ সালের ৯ সেপ্টেম্বরে চ্যানেলটি নিকেলোডিয়নের শাসনে আসে এবং এটির নাম নিকমিউজিকে পরিবর্তন করা হয় (নিক রেডিওর নামে একটি আইহার্টমিডিয়া অনলাইন রেডিও নেটওয়ার্কের সঙ্গে মিলেমিশে), হয়ে যায় মূল এমটিভি নেটওয়ার্কেস ডিজিটাল সুইট চ্যানেলের মধ্যে সবচেয়ে শেষটি যেটির রুপান্তর করা হয়, যেটি ২০০৬ সালে শুরু হয় ভিএইচ১ কান্ট্রির নাম সিএমটি পিওর কান্ট্রি (বর্তমানে সিএমটি মিউজিক) তে পরিবর্তনের সাথে। রুপান্তরের আগে এমটিভি হিটসে প্রচারিত শেষ মিউজিক ভিডিও ছিল গোরিলাজ দ্বারা "ক্লিন্ট ইস্টউড" এবং নিকমিউজিকে প্রচারিত প্রথম মিউজিক ভিডিও ছিল ফ্যারেল উইলিয়ামস দ্বারা "হ্যাপি"। কিছু এমটিভি হিটসের ব্লক, যেমন ভিডিওস উই হার্ট, রয়ে যায়, কিন্তু সঙ্গীত এবং নিকেলোডিয়নের অনুষ্ঠানের কনিষ্ঠ শিল্পী দ্বারা 'গেস্ট ডিজে' সল্ট রাখার জন্য ব্যবস্থাটি কখনো হয়নি, সাথে পুনঃপ্রচারের বাহিরে টিননিক টপ টেন এর স্থানান্তর।[] ওই সময়ে এটি সঙ্গীত প্রচারিত করার শেষ মূল এমটিভি ডিজিটাল সুইট চ্যানেল ছিল যে যুক্তরাষ্ট্রে এমটিভি ব্র্যান্ডটি ব্যবহার করা বন্ধ করে, কিন্তু ২০১৭ সাল থেকে এমটিভি ক্লাসিক একটি সমস্ত-ভিডিও অনুষ্ঠানসূচী প্রত্যাবর্তন করেছে এটির মূল ফর্ম্যাটের রেটিং ব্যর্থতার কারণে।

অনুষ্ঠানসমূহ

[সম্পাদনা]

বর্তমান

[সম্পাদনা]

চ্যানেলের কাছে কোনো মূল অথবা স্বতন্ত্র অনুষ্ঠান নেই; ২০১৮ সালের মাঝখানে টিননিক টপ ১০ বাতিল হয়। ইলেকট্রনিক্স অনুষ্ঠান তালিকায় প্রতি ব্লকের শিরোনাম নিছক এক ঘন্টার চিত্রিত করে ওই তালিকাসমূহে এবং ওই শিরোনামের বাহিরে ভিডিও থিমিং নির্দেশ করে, এবং এগুলো সম্প্রচারে উল্লেখ করা নয়।

বাম্পিন' বিটস এ সাধারণত নাচ এবং পপ গান প্রচারিত হয়, যেহেতু ক্রাশওয়ার্দি তে মূলে গঠন করে সঙ্গীতশিল্পী যাদের কাছে বেশি সামাজিক এবং সঙ্গীতপূর্ণ আবেদন আছে। দ্য হিট লিস্ট এবং ভিডিওস উই হার্ট এ চার্টসের সবচেয়ে জনপ্রিয় গান প্রচারিত হয়। পপ প্লেব্যাক এ আরো পুরোনো অথবা সাম্প্রতিক অতীর থেকে মিউজিক ভিডিও প্রচার করা হয়, এবং উইকেন্ড ভাইবস মূলে হচ্ছে একটি লাইট পপ ব্লক। নিক মিক্স এ সাধারণত নিকেলোডিয়ন সঙ্গীতশিল্পীর পুরোনো এবং বর্তমান ভিডিও অথবা নেটওয়ার্কের পদোন্নতির ভিডিও রিমিক্স প্রচারিত হয়, নেটওয়ার্কের অনুষ্ঠানের বিছিন্ন সঙ্গীতপূর্ণ বিরতির সাথে। ফ্রেশ ফেসেস এ আরো নতুন অথবা 'শেষপ্রান্তে' কনিষ্ঠ সঙ্গীতশিল্পীর থেকে উপাদান প্রচারিত হয়।

উপলব্ধতা

[সম্পাদনা]

নিকমিউজিক বেশিরভাগ পে-টিভি প্রোভাইডারে, সাথে ভারাইজন এফআইওএস এবং এটি&টি ইউ-ভার্স এ, উপলব্ধ আছে। এটি এমটিভি ডিজিটাল সুইটের মূল চ্যানেলের মধ্যে এক যে ডাইরেকটিভিতে উপলব্ধ নয়। ২০১২ সালের গ্রীষ্মকালে টাইম ওয়ার্নার কেবল, শেষ কেবল হোল্ডআউটের মধ্যে এক, এমটিভি ডিজিটাল সুইটের চ্যানেলগুলো অন্তর্ভুক্ত করে, যখন চ্যানেলটি এমটিভি হিটস নামে পরিচিত ছিল, টাইম ওয়ার্নার কেবলকে ভায়াকমের চ্যানেলের ট্যাবলেট অ্যাপে উপলব্ধতা দেওয়ার জন্য একটি চুক্তির অংশে।[]

আন্তর্জাতিক

[সম্পাদনা]

নেদারল্যান্ডস, ফ্ল্যান্ডার্স, এবং মধ্য ইউরোপ

[সম্পাদনা]

চ্যানেলটি ২০০৭ সালের ২ আগস্টে নিক হিটস নামে সম্প্রচার শুরু করে, এবং ২০১৭ সালের ১ ফেব্রুয়ারিতে নিকমিউজিকের নামে পরিবর্তন করা হয়।[]

২০২১ সালের ১ জুনে সারা মধ্য ইউরোপে ওলন্দাজ ফিডটি এমটিভি মিউজিক ২৪ এর জায়গায় বসে।[][]

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

[সম্পাদনা]

২০২০ সালের ১ এবং ৬ জুলাইতে ফক্সটেল এবং স্কাই (নিউজিল্যান্ড) এ নিকমিউজিকের অস্ট্রেলীয় ফিড চালু হয়, ওলন্দাজ ফিডের একটি সরাসরি সিমুলকাস্ট হিসেবে। অস্ট্রেলিয়ায় চ্যানেলটি ফক্সটেলের সাবেক সঙ্গীত চ্যানেল [ভি]কে স্থানান্তর করে[]

লাতিন আমেরিকা

[সম্পাদনা]

২০২০ সালের ৩১ আগস্টে চ্যানেলটি লাতিন আমেরিকার কিছু দেশে ভিএইচ১ মেগাহিটস এবং নিকটুন্সকে স্থানান্তর করে সম্প্রচার শুরু করে।

আফ্রিকা

[সম্পাদনা]

২০২১ সালের মে মাসে ব্র্যান্ডটি নিকটুন্সে আনুষ্ঠানিক ব্লক হিসেবে চালু হয় আফ্রিকায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Eran Dilger, Daniel (১৪ মে ২০১৯)। "Editorial: The new Services — Why Apple created Apple TV+"অ্যাপেল ইনসাইডার। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২২ 
  2. Low, Elaine (৬ নভেম্বর ২০২০)। "ViacomCBS to Shutter Niche Streaming Services to Focus on Paramount Plus"ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২২ 
  3. Wagonmeister, Elizabeth (৩০ আগস্ট ২০১৬)। "Viacom Rebrands MTV Hits as NickMusic"ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২২ 
  4. Littleton, Cynthia (১৬ মে ২০১২)। "Viacom, Time Warner Cable settle app flap; Viacom channels to be available on iPad viewing service"ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২ 
  5. pietboon (২৬ জানুয়ারি ২০১৭)। "Nick Hits heet voortaan Nick Music"। DeRotsMedia.nl। ১০ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২ 
  6. "A NickMusic váltja az MTV Music 24-et"ডিটিভি নিউজ (হাঙ্গেরীয় ভাষায়)। ১১ মে ২০২১। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২২ 
  7. "Változik a tévécsatornák kínálata: MTV 00s váltja a VH1-t, NickMusic kerül az MTV Music 24 helyére"মিডিয়া১ (হাঙ্গেরীয় ভাষায়)। ১২ মে ২০২১। ১২ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২ 
  8. নক্স, ডেভিড। "Foxtel overhauls music channels | TV Tonight"টিভি টুনাইট