নিউ গড়িয়া
অবয়ব
নিউ গড়িয়া | |
---|---|
কলকাতার অঞ্চল | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
শহর | কলকাতা |
স্থান | গড়িয়া |
মেট্রো স্টেশন | কবি সুভাষ |
রেল স্টেশন | গড়িয়া |
লোকসভা কেন্দ্র | যাদবপুর |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
পিন কোড | ৭০০০৯৪ |
এলাকা কোড | +৯১ ৩৩ |
নিউ গড়িয়া হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের দক্ষিণাংশের গড়িয়া অঞ্চলের একটি এলাকা। এই এলাকার উত্তর দিকে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস, পশ্চিম দিকে পাটুলি, দক্ষিণ দিকে গড়িয়া রেল স্টেশন এবং পূর্ব দিকে চক গড়িয়া অবস্থিত।
পরিবহণ ব্যবস্থা
[সম্পাদনা]নিউ গড়িয়ায় দুটি প্রধান বাস টার্মিনাস রয়েছে। এই দুটি টার্মিনাস সি-৫ ও ২০৬ বাস রুটের নামে পরিচিত। আগে টার্মিনাসদুটি এই দুটি রুটের বাসের জন্য ব্যবহৃত হত। এখন এখান থেকে শহরের বিভিন্ন প্রান্তে যাওয়ার বাস পাওয়া যায়।[১][২][৩]
এছাড়া নিউ গড়িয়ায় শিয়ালদহ দক্ষিণ শাখার নিউ গড়িয়া হল্ট রেল স্টেশন অবস্থিত।
প্রধান রাস্তা
[সম্পাদনা]- ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস (বিধাননগরের প্রবেশপথ)
- পঞ্চসায়র মেন রোড
- গড়িয়া স্টেশন রোড
- শ্রীনগর মেন রোড
দ্রষ্টব্য স্থান
[সম্পাদনা]- হাইল্যান্ড পার্ক। কলকাতার দ্বিতীয় উচ্চতম ভবন (সাউথ সিটির পরে)। এটি ই. এম. বাইপাসের ধারে চক গড়িয়ায় অবস্থিত।
- হাইল্যান্ড পার্কের কাছে মেট্রোপলিস মল ও আইনক্স, বিগ বাজার, ফুড কোর্ট, বার লঞ্জ।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bus routes in Kolkata"। kolkataweb.com। ২৩ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫।
- ↑ "The Telegraph - Calcutta (Kolkata) - Metro - Mahalaya debut for Metro AC rakes"। telegraphindia.com। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫।
- ↑ "City Metro to launch first AC rake on Mahalaya"। The Times of India। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে গড়িয়া সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- উইকিভ্রমণ থেকে নিউ গড়িয়া ভ্রমণ নির্দেশিকা পড়ুন।
- New Garia at mapsofindia.com
টেমপ্লেট:Neighbourhoods in Garia টেমপ্লেট:Neighbourhoods in South Kolkata