নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়

স্থানাঙ্ক: ২৪°৩৪′০৭″ উত্তর ৯১°৩০′৪৭″ পূর্ব / ২৪.৫৬৮৭১৫৩° উত্তর ৯১.৫১৩১৩৯১° পূর্ব / 24.5687153; 91.5131391
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয় থেকে পুনর্নির্দেশিত)
নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়
অবস্থান
মানচিত্র
রাজাবাদ পয়েন্ট,
নবীগঞ্জ বানিয়াচং রোড
নবীগঞ্জ, হবিগঞ্জ

স্থানাঙ্ক২৪°৩৪′০৭″ উত্তর ৯১°৩০′৪৭″ পূর্ব / ২৪.৫৬৮৭১৫৩° উত্তর ৯১.৫১৩১৩৯১° পূর্ব / 24.5687153; 91.5131391
তথ্য
ধরনসরকারি বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯১৬ (1916)
বিদ্যালয় বোর্ডসিলেট শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাহবিগঞ্জ জেলা
বিদ্যালয় কোড১২৯৪৯৮
প্রধান শিক্ষকমোঃ আব্দুস ছালাম
শিক্ষকমণ্ডলী২২ জন
শ্রেণী৬ষ্ঠ–১০ম
ভর্তি০১/০১/১৯৮৪
শিক্ষায়তনপ্রায় ০৬.৫৪ একর (২.৬৫ হেক্টর)
রং         সাদা ও নীল
সরকারী করণ১৩ জুলাই ২০১৬
বিদ্যালয়ের ধরণবালক-বালিকা
ওয়েবসাইটnabigonjjkhighschool.edu.bd

নবীগঞ্জ উপজেলা সদরে অবস্থিত নবীগঞ্জ জে, কে উচ্চ বিদ্যালয় (নবীগঞ্জ যুগল-কিশোর উচ্চ বিদ্যালয়) টি উক্ত এলাকার একটি আদর্শ বিদ্যালয় হিসেবে পরিচিত। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত[১] হয়ে বিদ্যালয়টি ২০১৬ সালে শতবর্ষ পূর্ণ করে। [২] বিদ্যালয়টি নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয় হিসেবেও পরিচিত।

ইতিহাস[সম্পাদনা]

১৯১৬ সালে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের প্রকাশ চন্দ্র দে ও দশরত চন্দ্র দে নামে দু’সহোদর নবীগঞ্জে যোগল-কিশোর বিদ্যালয় নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন ধীরেন্দ্র নাথ গুহ এবং বর্তমানে ১৮তম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুস ছালাম। ১৯৮৪ সালের ১ জানুয়ারী বিদ্যালয়টি এমপিওভুক্ত প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পায়। ২০১৬ সালে বিদ্যালয়টি শতবর্ষে পা রাখে।[৩][৪] একই বছরের ১৩ জুলাই সিলেট শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিদ্যালয়টিকে সরকারী করণ ঘোষণা করা হয়। [২]

অবস্থান[সম্পাদনা]

বিদ্যালয়টি নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র রাজাবাদ পয়েন্ট এবং নবীগঞ্জ থানার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

শিক্ষক ও ছাত্রছাত্রী[সম্পাদনা]

বিদ্যালয়টিতে প্রায় ১৪০০ ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে এবং ১৫ জন স্থায়ী সহ মোট ২২ জন শিক্ষক শিক্ষকা পাঠদান কাজে নিয়োজিত আছেন। ২০১৬ সালের ২৭ ও ২৮ জানুয়ারী বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। [৫][৬]

ঐতিহাসিক স্থান[সম্পাদনা]

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হত এই বিদ্যালয়ের বিভিন্ন ভবন। এছাড়া বর্তমানে বিদ্যালয়ের সামনের সুবিশাল মাঠটিও ব্যবহৃত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সভাস্থল হিসেবে। ১৯৯৭ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা উক্ত মাঠের এক বিশাল সমাবেশে দাঁড়িয়ে বিদ্যালয়টিকে সরকারী করার ঘোষণা দেন। [৭]

সরকারী করণ[সম্পাদনা]

বিদ্যালয়টিকে সরকারী করণ করার জন্য অত্র বিদ্যালয়ের নবীন-প্রবীন ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচীর পালন করে। অবশেষে ১৯৯৭ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা " ক্ষমতায় গেলে বিদ্যালয়টিকে সরকারী করণ করা হবে" ঘোষণা করেন। ২০১৬ সালের ১৩ জুলাই বিদ্যালয়টি প্রতিষ্ঠার শত বছর পর বিদ্যালয়টিকে সরকারী করণ করা হয়।

পোশাক[সম্পাদনা]

বিদ্যালয়টিতে মোট দুটি রং ব্যবহার করা হয়।      সাদা এবং      নীল। ছাত্রদের সাদা হাফ শার্ট ও নীল রঙের প্যান্ট এবং ছাত্রীদের সাদা ফ্রকের উপর নীল ফিতা ও নীল পায়জামা বিদ্যালয়ের পোশাক হিসাবে নির্ধারিত রয়েছে।

ফলাফল[সম্পাদনা]

জেএসসি[সম্পাদনা]

বিগত বছরগুলোর পরীক্ষার ফলাফলের সার সংক্ষেপ [৮]
বছর অংশগ্রহণ ও পাশ পাশের হার জিপিএ ৫
২০১৮ ১৭৪ ১৬১ ৯২.৫৩%
২০১৭ ২৪১ ১৮৬ ৭৭.১৮%
২০১৬ ১৯৫ ১৭৮ ৯১.২৮% ১৪
২০১৫ ২৩৫ ২২৭ ৯৬.৬%
২০১৪ ১৮০ ১৬৭ ৯২.৭৮%
২০১৩ ১৭৬ ১২৮ ৭২.৭৩%
২০১২ ১৯০ ১৩৬ ৭১.৫৮%

এসএসসি[সম্পাদনা]

বিগত বছরগুলোর পরীক্ষার ফলাফলের সার সংক্ষেপ [৮]
বছর অংশগ্রহণ ও পাশ পাশের হার জিপিএ ৫
২০১৯ ২০২ ১৬৮ ৮৩.১৭%
২০১৮ ২৭৪ ১৫২ ৫৫.৪৭%
২০১৭ ২০০ ১৪২ ৭১%
২০১৬ ১৩১ ১০৪ ৭৯.৩৯%
২০১৫ ১৪৭ ১৩৭ ৯৩.২%
২০১৪ ১৭৬ ১৪৩ ৮১.২৫%
২০১৩ ১০৩ ৮৩ ৮০.৫৮%
২০১২ ১৫৪ ১২৫ ৮১.১৭%
২০১১ ১৫৫ ১৩২ ৮৫.১৬% ১০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nabiganj J. K. High School - Nabiganj, Bangladesh"Yellow.Place (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২ 
  2. সালাম, এটিএম। "১০০ বছর পর সরকারী হল নবীগঞ্জের জে.কে হাই স্কুল"হবিগঞ্জ এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২ 
  3. "নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদ্‌যাপন – www.boishakhinews24.com" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২ 
  4. "Those raising allegation against search committee are rubbish: Muhith-New Age"www.newagebd.net। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২ 
  5. "নবীগঞ্জের জে.কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান ২৭-২৮ জানুয়ারি"sylhettoday24.news। ২০১৭-০১-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২ 
  6. "নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠান কাল উৎসবের আমেজ, প্রধান অতিথি অর্থমন্ত্রী"। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "দৈনিক শায়েস্তাগঞ্জ"web.archive.org। ২০১৯-০৬-০২। Archived from the original on ২০১৯-০৬-০২। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২ 
  8. "Nabigonj J K Model School"সহপাঠী (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]