কালাউক উচ্চ বিদ্যালয়

স্থানাঙ্ক: ২৩°৪৪′ উত্তর ৯০°২২′ পূর্ব / ২৩.৭৩৩° উত্তর ৯০.৩৬৭° পূর্ব / 23.733; 90.367
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালাউক উচ্চ বিদ্যালয়
বিদ্যালয়ের মনোগ্রাম
ঠিকানা
মানচিত্র
কালাউক বাজার, লাখাই উপজেলা, হবিগঞ্জ


স্থানাঙ্ক২৩°৪৪′ উত্তর ৯০°২২′ পূর্ব / ২৩.৭৩৩° উত্তর ৯০.৩৬৭° পূর্ব / 23.733; 90.367
তথ্য
ধরনবেসরকারি
নীতিবাক্যশিক্ষাই আলো
প্রতিষ্ঠাকাল১৯৮৯
ইআইআইএন১২৯৪৫৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকআব্দুল মোত্তালেব
শ্রেণীমাধ্যমিক
ক্যাম্পাসউপজেলা সদর সংলগ্ন কালাউক বাজারে অবস্থিত।
রং     সাদা and      নেভি ব্লু
ডাকনামউপজেলা সদর স্কুল
স্বীকৃতিমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট
ওয়েবসাইটwww.kalaukhighschool.edu.bd

কালাউক উচ্চ বিদ্যালয় বাংলাদেশের হবিগঞ্জ-এর লাখাই-এ অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। এটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়।

আদর্শ ও মনোগ্রাম[সম্পাদনা]

শিক্ষাই আলো এই আদর্শের উপর ভিত্তি করে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

শ্রেণি ও শাখা ব্যবস্থা[সম্পাদনা]

ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শাখা ব্যবস্থার মাধ্যমে পাঠদান করা হয়ে থাকে। প্রতি শাখায় ৬০-৭০ জন করে শিক্ষার্থী পাঠগ্রহণ করে থাকে।

পোশাক[সম্পাদনা]

ছাত্রদের জন্যে লোগো সংবলিত সাদা শার্ট ও নেভি ব্লু পেন্ট, ছাত্রীদের ফিতা সংবলিত নেভি-ব্লু ফ্রক, সাদা পাজামা ও হিজাব।

স্কুল দিবস[সম্পাদনা]

প্রতি বছর ১০ই জানুয়ারি স্কুল দিবস উদ্‌যাপন করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণ[সম্পাদনা]

বিদ্যালয় প্রাঙ্গণে ফুলের বাগান ছাড়াও নারকেল, সুপারি বিভিন্ন ধরনের গান রয়েছে।

পরীক্ষাগার, লাইব্রেরি এবং মসজিদ[সম্পাদনা]

ছত্রাবাস থেকে সামনে এগিয়ে বিদ্যালয়ের পুকুরের এক কোণে বিদ্যালয়ের মসজিদটি অবস্থিত। বিদ্যালয়ের লাইব্রেরী বিশ্বসাহিত্য কেন্দ্র এই বই ছাড়াও অসংখ্য বই দ্বারা সমৃদ্ধ। এছাড়াও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্যে রয়েছে সমৃদ্ধ পরীক্ষাগার।

বহিঃসংযোগ[সম্পাদনা]