নজরুল জয়ন্তী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নজরুল জয়ন্তী
Nazrul in British Army.jpg
আনুষ্ঠানিক নামনজরুল জন্মজয়ন্তী
পালনকারীবাঙালি
 বাংলাদেশ
 ভারত
তারিখ২৪ মে
সংঘটনবার্ষিক

নজরুল জয়ন্তী ২৪ মে পালিত বাঙালি কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। নজরুল ও তার কাজের প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উদ্‌যাপন করা হয়। বিশ্বব্যাপী বাঙালিরাও এই দিনটি উদ্‌যাপন করেন। নজরুলজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণীপেশার সংগঠন বিভিন্ন কর্মসূচি নেয়। এর মধ্যে রয়েছে সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ, শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।[১][২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নজরুল জয়ন্তী আজ"প্রথম আলো। ২৫ মে ২০১৩। 
  2. "হ্যালো অ্যামেরিকা নজরুল জয়ন্তী"ভয়েস অফ অ্যামেরিকা। মে ১২, ২০১৮। 
  3. "কবি নজরুলের জন্মজয়ন্তী উদ্‌যাপনের প্রতিক্ষায় ত্রিশালবাসী"কালের কণ্ঠ। ২৪ মে ২০১৮।