নজরুল জয়ন্তী
অবয়ব
নজরুল জয়ন্তী | |
---|---|
আনুষ্ঠানিক নাম | নজরুল জন্মজয়ন্তী |
পালনকারী | বাঙালি বাংলাদেশ ভারত |
তারিখ | ২৪ মে |
সংঘটন | বার্ষিক |
নজরুল জয়ন্তী ২৪ মে পালিত বাঙালি কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। নজরুল ও তাঁর কাজের প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উদ্যাপন করা হয়। বিশ্বব্যাপী বাঙালিরাও এই দিনটি উদ্যাপন করেন। নজরুলজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণীপেশার সংগঠন বিভিন্ন কর্মসূচি নেয়। এর মধ্যে রয়েছে সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ, শোভাযাত্রা, আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। [১][২][৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নজরুল জয়ন্তী আজ"। প্রথম আলো। ২৫ মে ২০১৩।
- ↑ "হ্যালো অ্যামেরিকা নজরুল জয়ন্তী"। ভয়েস অফ অ্যামেরিকা। মে ১২, ২০১৮।
- ↑ "কবি নজরুলের জন্মজয়ন্তী উদ্যাপনের প্রতিক্ষায় ত্রিশালবাসী"। কালের কণ্ঠ। ২৪ মে ২০১৮।