ময়না ধুম
"ময়না ধুম" | ||
---|---|---|
সাপলুডু অ্যালবাম থেকে | ||
তানভীর আলম সজীব ও দিলশাদ নাহার কনা কর্তৃক সঙ্গীত | ||
ভাষা | বাংলা | |
মুক্তিপ্রাপ্ত | অডিও: ৩১ আগস্ট ২০১৯ ভিডিও: ২১ সেপ্টেম্বর ২০১৯ | |
বিন্যাস | অনলাইন স্ট্রিমিং, মিউজিক ভিডিও | |
রেকর্ডকৃত | জানুয়ারি ২০১৯ | |
ধারা | চলচ্চিত্র সঙ্গীত | |
দৈর্ঘ্য | ৩:৪১ | |
লেবেল | আরটিভি মিউজিক | |
লেখক | গোলাম সোহরাব দোদুল তানভীর আলম সজীব | |
সুরকার | তানভীর আলম সজীব | |
প্রযোজক | তানভীর আলম সজীব | |
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে "ময়না ধুম" |
'ময়না ধুম' ২০১৯ সালে প্রকাশিত বাংলা ভাষায় রচিত, একটি চলচ্চিত্র সঙ্গীত। এই সঙ্গীত বা গানটি ২৭ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে মুক্তিপ্রাপ্ত সাপলুডু চলচ্চিত্রে 'আইটেম সং' হিসেবে ব্যবহার করা হয়েছে।[১][২] 'সাপলুডু' চলচ্চিত্রের পরিচালক গোলাম সোহরাব দোদুল ও তানভীর আলম সজীব যৌথভাবে এইগানের গীতি রচনা করেছেন। তানভীর আলম সজীবের সুর ও সঙ্গীতায়োজনে এই গানে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন সুরকার নিজে ও দিলশাদ নাহার কনা।[৩] বাংলাদেশের আদিবাসীদের হোলি উৎসব এই গানের মূল উপজীব্য।[১][৪][৫] জানুয়ারি,২০১৯-এ গানটি ধারণ করা হয়।[৩]
দৃশ্যধারণ
[সম্পাদনা]গাজীপুরের মধুপুরে এই গানটির দৃশ্যধারণ করা হয়। মূল গানে ঠোঁট মিলিয়েছেন জাহিদ হাসান এবং ইশরাত পুনম।[৪][৬] সাপলুডু চলচ্চিত্রের পরিচালক এই গানের দৃশ্যধারণ পরিচালনা করেছেন। এই গানের দৃশ্যায়নে শত নৃত্যশিল্পী অংশ গ্রহণ করেছেন। এছাড়াও সাপলুডু চলচ্চিত্রের দুইটি মুখ্য চরিত্রে রূপদানকারী আরিফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মিমকে এই গানের দৃশ্যে পলায়নপর অবস্থায় দেখা যায়।[১] মূল চলচ্চিত্রে এই গানের মাধ্যমে জাহিদ হাসানের আবির্ভাব ঘটে।[৭]
মুক্তিলাভ
[সম্পাদনা]চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসেবে এই গানটি মূল চলচ্চিত্র মুক্তির পূর্বে প্রকাশ করা হয়। ৩১ আগস্ট,২০১৯ তারিখে আরটিভি মিউজিক-এর ব্যানারে এই গানসহ সাপলুডু চলচ্চিত্রের চারটি গান প্রকাশ করা হয়।[৮][৯] গানটির মিউজিক ভিডিও ২১ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে আরটিভি মিউজিক-এর ইউটিউব চ্যানেল হতে অবমুক্ত করা হয়।[১][৪]
সমালোচনা
[সম্পাদনা]এই গানে জাহিদ হাসানের অভিনয় সমাদৃত হয় [৫] তবে প্রথম আলো পত্রিকায় সমালোচক জিনাত শারমিন এই গানের "শীত বুঝি না, বসন্ত বুঝি না, বুঝি সোনার গয়না" পঙক্তিটি নারীদের জন্য অবমাননাকর মর্মে সমালোচনা করেছেন।[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ "'সাপলুডু' সিনেমার 'ময়না ধুম' গান প্রকাশ"। RTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "আদিবাসী গান নিয়ে আসছে "সাপলুডু""। FILMCAST। ২০১৯-০৯-২২। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ "তিন ছবিতে প্লেব্যাক"। সমকাল। ২০১৯-০১-২৬। ২০২০-০৬-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ গ "জাহিদ হাসানকে ফাঁকি দিয়ে মিমকে নিয়ে পালালো শুভ"। Risingbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ "এ কোন জাহিদ হাসান!"। প্রিয়.কম। ২০২০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "এ কোন জাহিদ হাসান!"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ "টাকা জলে যাবে না"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "হয়ে গেল 'সাপলুডু' ছবির অ্যালবাম প্রকাশনা"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "মিম, শুভর 'সাপলুডু' আসছে ২৭ সেপ্টেম্বর"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।