দম্মিকা রানাতুঙ্গা
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | দম্মিকা রানাতুঙ্গা | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | কলম্বো, শ্রীলঙ্কা | ১২ অক্টোবর ১৯৬২|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান, প্রশাসক | |||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | অর্জুনা রানাতুঙ্গা (ভ্রাতা) নিশান্ত রানাতুঙ্গা (ভ্রাতা) সঞ্জীবা রানাতুঙ্গা (ভ্রাতা) প্রসন্ন রানাতুঙ্গা (ভ্রাতা) রুয়ান রানাতুঙ্গা (ভ্রাতা) | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৪৩) | ৮ ডিসেম্বর ১৯৮৯ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১৬ ডিসেম্বর ১৯৮৯ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৬০) | ৫ ডিসেম্বর ১৯৯০ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ২১ ডিসেম্বর ১৯৯০ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩১ মার্চ ২০২০ |
দম্মিকা রানাতুঙ্গা (সিংহলি: ධම්මික රණතුංග; জন্ম: ১২ অক্টোবর, ১৯৬২) কলম্বো এলাকায় জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার ও প্রশাসক। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮৯ থেকে ১৯৯০ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]
ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে সিংহলীজ স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে অফ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি।
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]১৯৮৪-৮৫ মৌসুম থেকে ১৯৯৫-৯৬ মৌসুম পর্যন্ত দম্মিকা রানাতুঙ্গা’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্ট ও চারটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন দম্মিকা রানাতুঙ্গা। ৮ ডিসেম্বর, ১৯৮৯ তারিখে ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ১৬ ডিসেম্বর, ১৯৮৯ তারিখে হোবার্টে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
১৯৯০-৯১ মৌসুমে অস্ট্রেলিয়া গমন করেন। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। তবে, এ সিরিজের মাধ্যমেই তার টেস্ট জীবন শেষ হয়ে যায়। অভিষেক ইনিংসে অপরিসীম ধৈর্য্যের পরিচয় দিয়ে ৪০ রান তুলেন। এরপর, হোবার্টে করেছিলেন ৪৫। তার খেলার ধরন অনেকাংশেই দীর্ঘ সময়ের ক্রিকেটের উপযোগী ছিল।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনে প্রবেশ করেন। শ্রীলঙ্কান ক্রিকেটে প্রভাবশালী প্রশাসক হিসেবে নিজেকে তুলে ধরেন। এক পর্যায়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন।
ক্রিকেটপ্রেমী পরিবারে দম্মিকা রানাতুঙ্গা’র জন্ম। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা, সঞ্জীবা রানাতুঙ্গা, নিশান্ত রানাতুঙ্গা, প্রসন্ন রানাতুঙ্গা ও রুয়ান রানাতুঙ্গা’র জ্যেষ্ঠ ভ্রাতা তিনি। তন্মধ্যে, তিন ভাই শ্রীলঙ্কার পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ List of Sri Lanka Test Cricketers
- ↑ "Sri Lanka – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ "Sri Lanka – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
আরও দেখুন
[সম্পাদনা]- দিলীপ মেন্ডিস
- অতুল সমরসেকরা
- সিংহলীজ স্পোর্টস ক্লাব
- শ্রীলঙ্কান টেস্ট ক্রিকেটারদের তালিকা
- শ্রীলঙ্কান একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা
- আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণকারী পরিবারের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে দম্মিকা রানাতুঙ্গা (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে দম্মিকা রানাতুঙ্গা (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)