দক্ষিণ বেদকাশী ইউনিয়ন
দক্ষিণ বেদকাশী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৪′১৬.৮″ উত্তর ৮৯°১৯′৫.৫″ পূর্ব / ২২.২৩৮০০০° উত্তর ৮৯.৩১৮১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
উপজেলা | কয়রা উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
দক্ষিণ বেদকাশী ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার কয়রা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১] এটি হলো খুলনা বিভাগের তথা খুলনা জেলার দক্ষিণে সুন্দরবনের আগে প্রতিষ্ঠিত মানব বসতির শেষ সীমানা।সুন্দরবন আর বঙ্গোপসাগর এর কাছে সুবিধাজনক অবস্থানে থাকে এই এলাকার অপার সম্ভাবনা রয়েছে নিকট ভবিষ্যতে।এই এলাকা কে কেন্দ্র করে হয়তো বন্দর লিংক চালু হতে পারে।বর্তমানে এখানে প্রধান সমস্যা হলো টেকসই বাঁধ না থাকা।যদিও অবশেষে টেকসই বাঁধ এর জন্যে বড় প্রকল্প এর কাজ শুরু হতে যাচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে।এছাড়া এখানে একটি পর্যটন কেন্দ্র স্থাপনের কাজ চলছে।
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
দক্ষিণ বেদকাশী ইউনিয়ন এর আয়তন ৫৯৭১ একর।[১] ১৯৭৩ খ্রিষ্টাব্দে উত্তর বেদকাশী ইউনিয়নের থেকে আলাদা হয়ে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন গঠিত হয়। দক্ষিণ বেদকাশী ইউনিয়নের তিন দিক নদী ও সুন্দরবন পরিবেষ্টিত। ইউনিয়নটি কয়রা উপজেলার সর্ব দক্ষিণে এবং শেষ প্রান্তে অবস্থিত। এর দক্ষিণে পূর্ব-পশ্চিম দিক বরাবর বয়ে গেছে আড়পাঙ্গাশিয়া নদী, উত্তরে শাকবাড়িয়া নদী ও তৎসংলগ্ন সুন্দরবন এবং উত্তর বেদকাশী ইউনিয়ন, পূর্বে শাকবাড়িয়া নদী ও তৎসংলগ্ন সুন্দরবন, পশ্চিমে কপোতাক্ষ নদ যার অপরতীরে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা অবস্থিত।[২]
নদনদী[সম্পাদনা]
শিক্ষাপ্রতিষ্ঠান[সম্পাদনা]
- দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়
- দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- সুন্দরবন সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা
- দক্ষিণ বেদকাশী সরকারী প্রথমিক বিদ্যালয়
- গোলখালী সরকারী প্রথমিক বিদ্যালয়
- জোড়শিং সরকারী প্রাথমিক বিদ্যালয়
- আংটিহারা সরকারী প্রথমিক বিদ্যালয়
- বীনাপানী পানি সরকারী প্রথমিক বিদ্যালয়
- ছোটআংটিহারা সুন্দরবন আদর্শ রেজি প্রাথমিক বিদ্যালয়
- ৪নং ঘড়িলাল রেজিষ্টার্ড প্রথমিক বিদ্যালয়।