ডোমিনিকান প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডোমিনিকান প্রজাতন্ত্র
ডাকনামলস কুইসকেয়ানোস
অ্যাসোসিয়েশনডোমিনিকান ফুটবল ফেডারেশন
কনফেডারেশনকনকাকাফ (উত্তর আমেরিকা)
প্রধান কোচজ্যাক পাসি
অধিনায়কতানো বনিন
সর্বাধিক ম্যাচজনাথন ফানিয়া (৪৫)
শীর্ষ গোলদাতাজনাথন ফানিয়া (২৪)
মাঠফেলিক্স সানচেস অলিম্পিক স্টেডিয়াম
ফিফা কোডDOM
ওয়েবসাইটfedofutbol.do
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৫১ বৃদ্ধি ১ (৬ এপ্রিল ২০২৩)[১]
সর্বোচ্চ৭৮ (অক্টোবর ২০১৩)
সর্বনিম্ন১৯০ (ডিসেম্বর ২০০৯)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৬৫ হ্রাস ১ (৩০ এপ্রিল ২০২২)[২]
সর্বোচ্চ১৩৯ (ডিসেম্বর ২০১২)
সর্বনিম্ন১৮৮ (১৯৯৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 ডোমিনিকান প্রজাতন্ত্র ০–৮ হাইতি 
(ডোমিনিকান প্রজাতন্ত্র; ২১ মে ১৯৬৭)
বৃহত্তম জয়
 ডোমিনিকান প্রজাতন্ত্র ১৭–০ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ 
(সান ক্রিস্তোবাল, ডোমিনিকান প্রজাতন্ত্র; ১৪ অক্টোবর ২০১০)
বৃহত্তম পরাজয়
 ত্রিনিদাদ ও টোবাগো ৯–০ ডোমিনিকান প্রজাতন্ত্র 
(পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ ও টোবাগো; ৮ অক্টোবর ২০০৮)

ডোমিনিকান প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de República Dominicana, ইংরেজি: Dominican Republic national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ডোমিনিকান প্রজাতন্ত্রের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ডোমিনিকান ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৫৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[৩] ১৯৬৭ সালের ২১শে মে তারিখে, ডোমিনিকান প্রজাতন্ত্র প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ডোমিনিকান প্রজাতন্ত্রে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ডোমিনিকান প্রজাতন্ত্র হাইতির কাছে ৮–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

২৭,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ফেলিক্স সানচেস অলিম্পিক স্টেডিয়ামে লস কুইসকেয়ানোস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো দোমিঙ্গোয় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জ্যাক পাসি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন এরকুলেসের রক্ষণভাগের খেলোয়াড় তানো বনিন

ডোমিনিকান প্রজাতন্ত্র এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপেও ডোমিনিকান প্রজাতন্ত্র এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

মিগেল লয়েড, জনাথন ফানিয়া, রাফায়েল ফ্লোরেস, দোমিঙ্গো পেরালতা এবং এরিক ওজুনার মতো খেলোয়াড়গণ ডোমিনিকান প্রজাতন্ত্রের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৩ সালের অক্টোবর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ডোমিনিকান প্রজাতন্ত্র তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৭৮তম) অর্জন করে এবং ২০০৯ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৯০তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৩৯তম (যা তারা ২০১২ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৮৮। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৬ এপ্রিল ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৪৯ বৃদ্ধি  ইন্দোনেশিয়া ১০৪৬.১৪
১৫০ হ্রাস  লেসোথো ১০৪৬.০২
১৫১ বৃদ্ধি  ডোমিনিকান প্রজাতন্ত্র ১০৩৮.১৩
১৫২ হ্রাস  বতসোয়ানা ১০৩৭.৩১
১৫৩ অপরিবর্তিত  অ্যান্ডোরা ১০৩০.৫২
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৬৩ হ্রাস  গায়ানা ১১৮১
১৬৪ বৃদ্ধি  পাপুয়া নিউগিনি ১১৭৮
১৬৫ হ্রাস  ডোমিনিকান প্রজাতন্ত্র ১১৭২
১৬৬ হ্রাস  ইয়েমেন ১১৬৯
১৬৭ বৃদ্ধি  অ্যান্টিগুয়া ও বার্বুডা ১১৬৫

প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
উরুগুয়ে ১৯৩০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮ উত্তীর্ণ হয়নি
স্পেন ১৯৮২ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ উত্তীর্ণ হয়নি
ফ্রান্স ১৯৯৮ ১৬
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২
জার্মানি ২০০৬
দক্ষিণ আফ্রিকা ২০১০
ব্রাজিল ২০১৪ ১৮
রাশিয়া ২০১৮
কাতার ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/২১ ২৯ ১০ ১৪ ৪২ ৫০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৬ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 
  3. "Jamaica get 1966 soccer tourney"Kingston Gleaner in newspaperarchive.com। ২ এপ্রিল ১৯৬৪। 
    "The Federation approved the re-incorporation of the Dominican Republic into the organization, while Trinidad and Puerto Rico were accepted as new members."

বহিঃসংযোগ[সম্পাদনা]