জামায়াহের বর্ণনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জামায়াহের বর্ণনা বা রেওয়াহুল জামায়াহ (আরবি: رواه الجماعة, প্রতিবর্ণীকৃত: রিওয়াহুল জামাআ'হ) একটি শব্দ যা হাদিসশাস্ত্রের গ্রন্থগুলিতে হাদিসের পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়। এই শব্দ দ্বারা একটি বিশ্বস্ত হাদিস সংকলকদের দলের একই সূত্রে সকলের বর্ণনা করা হাদিসকে বুঝায়।

বিবরণ[সম্পাদনা]

জামায়াহ বা জামায়াত (আরবি: جماعة) শব্দের অর্থ দল বা গোষ্ঠী। হাদীসশাস্ত্রের গ্রন্থগুলিতে জামায়াহ দ্বারা প্রখ্যাত হাদিস বর্ণনাকারীদের সংকলনকে বুঝায়। যদিও জামায়াত দ্বারা ফিকহিরাজনৈতিক অনেক শব্দকে ব্যাখ্যা করা হয়ে থাকে। যেমন, একত্রে নামাজ আদায় করার নিয়মকে জামায়াত বা জামাত বলে।[১][২]

হাদিসশাস্ত্রের গ্রন্থগুলিতে এই শব্দ দ্বারা বুঝানো হয় যে, এই হাদিস বা বর্ণনা বুখারী এবং মুসলিম তাদের দুটি সহীহতে, তিরমিযী, নাসাই, ইবনে মাজাহ এবং আবু দাউদ তাদের সুনানে বর্ণনা করেছেন। জামালুদ্দিন মিযযি বলেন, এই ছয়টি গ্রন্থের ব্যাপারে উম্মাহর ঐকমত্য প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে।[৩] তবে ইমাম ইবনে তাইমিয়ার নিকট জামায়াহের বর্ণনা সাতটি, যাতে তিনি আহমদ ইবনে হাম্বলের মুসনাদকেও যুক্ত করেছেন। এমনকি তিনি মুত্তাফাকুন আলাইহি হাদিসের জন্যও আহমদ ইবনে হাম্বলের বর্ণনাকে শর্ত হিসেবে উল্লেখ করেছেন।[৪][৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "تعريف و معنى صلاة الجماعة في معجم المعاني الجامع - معجم عربي عربي"almaany 
  2. "عرض المقالة - المحراب - موقع الإسلام"al-islam। ২৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  3. মিযযি, জামালুদ্দিন (১৯৬৫)। তুহফাতুল আশরাফ বিমা'রিফাতিল আতরাফ। দারুল কাইয়িমাহ। পৃষ্ঠা ৪–৫। ওসিএলসি 957359062 
  4. معجم المصطلحات الحديثية، سيد عبد الماجد الغوري، دار ابن كثير للطباعة والنشر والتوزيع، دمشق - بيروت، الطبعة الأولى، 1428 هـ/2007 م، ص364.
  5. "معنى رواه الجماعة ومدى الفرق بينه وبين صحيح الجامع"www.islamweb.net (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৭