মুত্তাফাকুন আলাইহি
মুত্তাফাকুন আলাইহি (আরবিঃ متفق عليه) হচ্ছে হাদিসের এক প্রকারভেদ ও যোগ্যতা। মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য হাদিস। গ্রহণযোগ্যতার দিক দিয়ে এর চেয়ে গ্রহণযোগ্য হাদিস আর নেই।[১]
হাদিস |
---|
বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখিত |
![]() |
|
সংজ্ঞা[সম্পাদনা]
- যে হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ই একমত এবং তারা উক্ত হাদিস তাদের নিজেদের কিতাব বুখারী শরীফ ও মুসলিম শরীফে লিপিবদ্ধ করেছেন তাই মুত্তাফাকুন আলাইহি হাদিস।
- যে হাদিস সহিহ বুখারি ও সহিস মুসলিম শরিফে পাওয়া যায় তাকেই মুত্তাফাকুন আলাইহি হাদিস বলা হয়।
- যে হাদিস সহিহ বোখারী ও সহিহ মুসলিম শরিফ উভয়টিতেই একই রাবি থেকে বর্ণিত হয়েছে।
আল-ইবনু
হাদিসের সংখ্যা[সম্পাদনা]
মুত্তাফাকুন আলাইহি হাদিস সংখ্যা ২৩২৬ টি।
হাদিসের মর্যাদা ও বৈশিষ্ট্য[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Desk, QuranerAlo (২০১৪-১০-০১)। "বইঃ মুত্তাফাকুন আলাইহি (হাদিসগ্রন্থ)"। কুরআনের আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।