ফরাসি গায়ানা জাতীয় ফুটবল দল
ডাকনাম | লে ইয়ানা দকোস | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | গুইয়ান ফুটবল লীগ | ||
কনফেডারেশন | কনকাকাফ (উত্তর আমেরিকা) | ||
প্রধান কোচ | থিয়েরি দে নেফ | ||
অধিনায়ক | স্লোভান প্রিয়াত | ||
সর্বাধিক ম্যাচ | রুদি এভঁস (৪৬) | ||
শীর্ষ গোলদাতা | গারি পিগ্রে (১৬) | ||
মাঠ | বাদুয়েল স্টেডিয়াম | ||
ফিফা কোড | GUF | ||
ওয়েবসাইট | guyane-foot | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | নেই (২১ ডিসেম্বর ২০২৩)[১] | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৪৫ ২৪ (১২ জানুয়ারি ২০২৪)[২] | ||
সর্বোচ্চ | ১১০ (জুন ২০১৭) | ||
সর্বনিম্ন | ১৭৪ (২০০০) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
ফরাসি গায়ানা ১–৩ ওলন্দাজ গায়ানা (ফরাসি গায়ানা; ১ জানুয়ারি ১৯৩৬) | |||
বৃহত্তম জয় | |||
ফরাসি গায়ানা ১১–১ সাঁ পিয়ের ও মিকলোঁ (সেঁ-ওয়েঁ-লমোন, ফ্রান্স; ২৬ সেপ্টেম্বর ২০১২) | |||
বৃহত্তম পরাজয় | |||
ফরাসি গায়ানা ০–৯ ওলন্দাজ গায়ানা (ফরাসি গায়ানা; ১৯ মার্চ ১৯৪৬) | |||
কনকাকাফ গোল্ড কাপ | |||
অংশগ্রহণ | ১ (২০১৭-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০১৭) |
ফরাসি গায়ানা জাতীয় ফুটবল দল (ইংরেজি: French Guiana national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ফরাসি গায়ানার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ফরাসি গায়ানার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা গুইয়ান ফুটবল লীগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ২০১৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[৩] ১৯৩৬ সালের ১লা জানুয়ারি তারিখে, ফরাসি গায়ানা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ফরাসি গায়ানায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে ফরাসি গায়ানা ওলন্দাজ গায়ানার কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
৭,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট বাদুয়েল স্টেডিয়ামে লে ইয়ানা দকোস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ফরাসি গায়ানার স্তাদ দে বাদুয়েলে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন থিয়েরি দে নেফ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন বুর্ক-অঁ-ব্রেসের আক্রমণভাগের খেলোয়াড় স্লোভান প্রিয়াত।
ফিফার সদস্যপদ না থাকার ফলে ফরাসি গায়ানা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে ফরাসি গায়ানা এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে।
রুদি এভঁস, মার্ভিন তোরভিক, দনোভান লেওন, গারি পিগ্রে এবং স্লোভান প্রিয়াতের মতো খেলোয়াড়গণ ফরাসি গায়ানার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
[সম্পাদনা]ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে ফরাসি গায়ানার কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ফরাসি গায়ানার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১১০তম (যা তারা ২০১৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৭৪। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৪৩ | ১৭ | কিউবা | ১২৯১ |
১৪৪ | ৩ | বুরুন্ডি | ১২৮৮ |
১৪৫ | ২৪ | ফরাসি গায়ানা | ১২৮৫ |
১৪৬ | ৫ | কোমোরোস | ১২৭৫ |
১৪৭ | ১৬ | গায়ানা | ১২৭৪ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
- ↑ http://www.concacaf.com/concacaf
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
- ফিফা-এ ফরাসি গায়ানা জাতীয় ফুটবল দল[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] (ইংরেজি)