বিষয়বস্তুতে চলুন

খাউড়া মেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খাউড়া মেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলাবগুড়া শহর হতে ১৩ কিলোমিটার পূর্বদিকে খাউড়া দহ নামক স্থানে প্রতি বছর যে মেলা বসে তাই খাউড়া মেলা নামে পরিচিত। একে ছোট সন্ন্যাসী মেলা বলেও ডাকা হয়।[] বাংলাদেশে গ্রামীণ মেলাসেমূহের মধ্যে বগুড়ার খাউড়া মেলা অন্যতম। মেলাটি প্রায় ৩০০ বছর পূর্বে শুরু হয় বলে ধারণা করা হয়।[]

খাউড়া মেলা
ছোট সন্ন্যাসী মেলা, খারুয়া মেলা
অবস্থাপ্রতিবছর একবার বসে
ঘটনাস্থলখাউড়া দহ
অবস্থান (সমূহ)খাউড়া দহ, জালশুকা, শাজাহানপুর উপজেলা, বগুড়া জেলা
দেশ বাংলাদেশ
প্রবর্তিত১৮শ শতাব্দীতে
অতি সাম্প্রতিক২০২৪
উপস্থিতি±১০০,০০০ (আনুমানিক)

নামকরণের ইতিহাস

[সম্পাদনা]

যেখানে ছোট সন্ন্যাসী পুজো অনুষ্ঠিত হয়, সেখানে খারুয়াজান নামে এক পাগলির অকস্মাৎ আগমন ঘটে এবং ঐ পাগলি পুজোর স্থানে বটগাছের নিচে ছোট একটি ঘরে বসত করতে শুরু করে,পাগলির সন্ন্যাসীভক্ত এমন আচরণে স্থানীয় হিন্দুরা তার প্রতি অনুপ্রাণিত হয়ে তাঁকে ধর্মগুরু বা ধর্মযাজক হিসেবে মানতে শুরু করে। এই খারুয়াজান পাগলি মারা যাবার পর তৎকালিন হিন্দুরা উক্ত পুজোর স্থানকে খারুয়াজানের তীর্থস্থান হিসেবে আখ্যায়িত করে। যা ঐ সময়েই ব্যাপকভাবে আলোড়িত হয় এবং জালশুকা চরের অববাহিকায় যে নদী প্রবাহমান সেটা খারুয়া নদী বা খাউড়া নদী হিসাবে পরিচিতি লাভ করে। পরবর্তীতে এই খারুয়াজানের সম্মানে উক্ত ছোট সন্ন্যাসীর মেলাকে তৎকালিন হিন্দুরা খারুয়া মেলা হিসেবে উৎস্বর্গ করে। যা আজ অবধি খাউড়া মেলা নামে পরিচিত।[]

মেলার সময়কাল

[সম্পাদনা]

প্রতিবছর ফাল্গুন মাসের প্রথম বুধবার শাজাহানপুরের জালশুকা গ্রামের খাউড়া দহে অনুষ্ঠিত এ মেলা। মেলাটি এ এলাকার প্রায় ৩শ’ বছরের ঐতিহ্য।[]

মেলার দিন দূর-দূরান্তের মানুষ মেলায় আসে। তবে একদিনের মেলা হলেও স্থানীয়ভাবে সপ্তাহব্যাপী উৎসব লেগে থাকে। মেলা উপলক্ষে প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনরা এসে জড়ো হয়। চারিদিকে উৎসব মুখর অবস্থা বিরাজ করে। মেলায় ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম আর শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে উপজেলার জালশুকা, চান্দাই, নারিল্যা, খোট্টাপাড়া, বলদিপালান, চাঁচাইতারাসহ আশ পাশের এলাকা।[] মূল মেলার পরদিন বৃহস্পতিবার একই স্থানে এবং আশেপাশের গ্রামে গ্রামে চলে ছোট আকারের বউ মেলা বউ মেলার একটি বিশেষত্ব হলো এখানে বিবাহিত (নিজ নিজ স্বামীর সঙ্গে) এবং অবিবাহিত নারীরা প্রবেশ করতে এবং কেনাকাটা করতে পারেন।

মেলার স্থান

[সম্পাদনা]

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাউড়া দহে মেলা আগে থেকে হয়ে আসছে।

যাতায়াত

[সম্পাদনা]

বগুড়া বনানী বাসস্ট্যান্ড থেকে সরাসরি সিএনজি অটোরিকশা করে মেলায় যাওয়া যায়।

মাছ-মাংস

[সম্পাদনা]
  • মাছ: খাউড়া মেলার প্রধান আকর্ষণ মাছ। মেলায় পাওয়া যায় বিভিন্ন প্রজাতির বড় মাছ। মাছগুলো প্রথমে ভোর বেলায় মেলায় স্থাপিত অস্থায়ী আড়ৎগুলোতে এসে জমা হয়। সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা মাছগুলো কিনে মেলার নিজ নিজ দোকানে নিয়ে যায়। দোকানগুলোতে দিনভর কেনাকাটা চলতে থাকে। মেলায় আসা বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে উল্লেখযোগ্য হলো রুই, কাতলা, মৃগেল, বোয়াল, সিলভার কার্প, কালবাউশ, পাঙ্গাস মাছ ইত্যাদি। মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় 'বাঘা আইড়' মাছ স্থানীয় ভাবে যাকে 'বাগাইড়' মাছ বলা হয়। মেলায় দুই মণ থেকে আড়াই মণ ওজনের বাঘা আইড় পাওয়া যায়। তবে, সরকারি নিষেধাজ্ঞার কারণে 'মহাবিপন্ন' প্রজাতি হিসেবে ঘোষিত 'বাঘা আইড়' মাছের কেনাবেচা মেলায় বন্ধ রয়েছে। তবুও কখন-কখন মেলায় বাঘাইর মাছ উঠতে দেখা যায়। এছাড়া পনের থেকে বিশ কেজি ওজনের রুই, কাতলা, পাঙ্গাস মাছ পাওয়া যায়।[]
  • মাংস: মেলা উপলক্ষ্যে বিক্রি উদ্দেশ্যে অনেকগুলো গরু, মহিষ, ছাগল জবাই করা হয়। পাশাপাশি মুরগিও বিক্রি করা হয়।

আসবাবপত্র

[সম্পাদনা]

মেলায় কাঠের, স্টিললোহার বিভিন্ন ডিজাইনের আসববাপত্র যেগুলো অনেক সূলভ মূল্যে পাওয়া যায়।[]

কসমেটিক ও খেলনা সামগ্রী

[সম্পাদনা]

মেলায় বিভন্ন জেলা হতে আসা লোকজন উন্নতমানের কসমেটিকস, খেলনা, গিফট সামগ্রী-এর দোকান দেন। সাধারণত শিশু এবং মহিলাদের ভিড় লেগে থাকে। আছে চুড়ি, কানের দুল, মালা, কাজল, মেকাপ বক্স-সহ সকল সাজার জিনিস।[] খেলনার মধ্যে থাকে ব্যাট, বল ইত্যাদি। এছাড়াও কাঠের তৈরি ঘোড়ার গাড়ি, টমটম, গ্যাস বেলুন ইত্যাদি পাওয়া যায়।

মিষ্টি

[সম্পাদনা]

খাউড়া মেলার অন্যতম আকর্ষণ মিষ্টিরসগোল্লা, সন্দেশ, জিলাপী, নিমকি, তিলের নাড়ু, খই, শুকনো মিষ্টি, মণ্ডা, বগুড়ার ঐতিহ্যবাহী দই। আরও আকর্ষণীয় হল বড় বড় আকারের মিষ্টি। একেকটি মিষ্টি দেড় থেকে দুই কেজি ওজনের হয়ে থাকে।[]

খাবারের দোকান

[সম্পাদনা]

মেলায় লোকজনের খাওয়া দাওয়ার জন্য বসানো হয় অস্থায়ী হোটেল, আছে ফুচকা-চটপটি, ভাজা-পোড়া ও আইসক্রিমের দোকান। এছাড়াও মেলায় নানা প্রকার বড়ই পাওয়া যায়।

বিবিধ

[সম্পাদনা]

মেলা উপলক্ষ্যে দৈনন্দিন জিনিসের বাজার বসে। মাংস, কাঁচাবাজার, মসলা, গৃহস্থালীর দৈনন্দিন জিনিস পত্র যেমন- ছুরি, দা, বটি এগুলোও পাওয়া যায়।

বিনোদন

[সম্পাদনা]

মেলায় কেনাকাটার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা থাকে। ছোটোদের জন্য নাগড়দোলা, ঘোড়ার গাড়ি, সার্কাস ইত্যাদি ও বড়দের জন্য রয়েছে মোটরসাইকেল খেলা, যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বগুড়ার শাজাহানপুরে হয়ে গেলো ঐতিহ্যবাহী খাউড়া মেলা"দৈনিক বগুড়া। ২০ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২২ আগষ্ট ২০২৪ 
  2. সরোয়ার, রুহুল (৮ ফেব্রুয়ারি ২০২০)। "খাউড়া মেলার ইতিহাস"খাউড়া মেলা আয়োজক কমিটি। সংগ্রহের তারিখ ২২ আগষ্ট ২০২৪ 
  3. শাজাহানপুর, বগুড়া, প্রতিনিধি (১৯ ফেব্রুয়ারি ২০২০)। "বগুড়ার শাজাহানপুরে হয়ে গেলো ঐতিহ্যবাহী খাউড়া মেলা"পুন্ড্রকথা। সংগ্রহের তারিখ ২২ আগষ্ট ২০২৪ 
  4. নাজির, মোঃ নাজমুল হাসান (২২ ফেব্রুয়ারি ২০২৩)। "বগুড়ায় ঐতিহ্যবাহী খাউড়ার মেলা!"দৈনিক আমাদের দর্পণ। সংগ্রহের তারিখ ২২ আগষ্ট ২০২৪ 
  5. শাজাহানপুর, বগুড়া, প্রতিনিধি (২০ ফেব্রুয়ারি ২০২৪)। "শাজাহানপুরের ঐতিহ্যবাহী খাউড়া মেলা বুধবার"দৈনিক করতোয়া। সংগ্রহের তারিখ ২২ আগষ্ট ২০২৪ 
  6. "বগুড়ায় ৩০০ বছরের পুরনো সন্ন্যাসী মেলা ঘিরে উৎসব"প্রতিদিনের বাংলাদেশ। ২১ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২২ আগষ্ট ২০২৪ 
  7. ওমর, সাবিক (২১ ফেব্রুয়ারি ২০২২)। "৩০০ বছরের "খারুয়া দহের খাউড়া মেলা""ডিজিটাল বাংলা নিউজ। সংগ্রহের তারিখ ২২ আগষ্ট ২০২৪