খই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খই
ভূট্টার খই
উৎপত্তিস্থলবাংলাদেশ
প্রধান উপকরণধান ভুট্টা

খই (Popcorn)[১] গ্রামবাংলার অতি জনপ্রিয় একটি খাবার। সাধারণত আপ্যায়ন এর সময় এর ব্যবহার হয়।

যে কোন ধান থেকেই খই করা সম্ভব। তবে বৈচিত্রপূণ্য এই বাংলাদেশে খই এর উপযুক্ত বিশেষ কিছু ধান আছে।

প্রস্তুত প্রণালী[সম্পাদনা]

আতপ ধান কড়া রোদে শুকিয়ে চুলায় মাটির হাঁড়ি দিয়ে ওই হাঁড়ির এক পাশে চুলার মতো একটি মুখ তৈরি করা হয়। হাঁড়িতে বালু গরম করে এর মধ্যে শুকনা ধান দিয়ে বাঁশের কাঠি ও ঝাঁটার কাঠি দিয়ে নাড়তে হয়। নাড়ার একপর্যায়ে খই তৈরি হয়।[২] ধানের খই তৈরির তুলনায় ভুট্টার খই তৈরি করা সহজ। ধানের খই ভাজতে হয় মেটে হাঁড়িতে বালু গরম করে তার ওপর ধান দিয়ে। খইয়ের সঙ্গে ধানের খোসাটিও যুক্ত থাকে। সেই খোসা ছাড়ানো বেশ ঝামেলার কাজ। সে তুলনায় ভুট্টার খইতে এসব ঝামেলা নেই। কড়াই এ দু-এক ফোঁটা ভোজ্যতেল দিয়ে কয়েকটি ভুট্টা ছেড়ে দিলেই পট্পট শব্দে লাফিয়ে ওঠে খইগুলো।[৩]

পরিবেশন প্রণালী[সম্পাদনা]

খইকে "লাজ"ও বলা হয়। বাঙালি লোকচারে, যেমন বিবাহ, মাঙ্গলিক ও পূজা-পার্বনে খই নানাভাবে ব্যবহার হয়। খই ভাজার পর ধানের খোসা ছাড়ানোর পর গুড় বা চিনি সহযোগে কিংবা কাঁঠাল দিয়ে পরিবেশন করা হয় ।

খই এর পুষ্টিগুণ[সম্পাদনা]

যাদের হজমে সমস্যা তারা ধানের খই খেলে উপকার পাবে। ধানের খই খুব তাড়াতাড়ি হজম হয়। ভুট্টার খইয়ে আছে প্রচুর কার্বোহাইড্রেট, উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ও ফাইবার, যা পেটে অনেকক্ষণ থাকে; এবং এটি রক্তে চিনির পরিমাণ সহজে বাড়তে দেয় না। এ কারণে ডায়াবেটিক রোগীদের জন্য ভুট্টার খই উপকারী।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Popcorn (disambiguation)"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৫-১০। 
  2. "খই"www.kalerkantho.com। 2021-01। সংগ্রহের তারিখ 2023-08-03  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. প্রতিবেদক, নিজস্ব (২০১৪-১০-২৪)। "বিন্নি ধানের বদলে ভুট্টার খই"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]