রেডরাম
রেডরাম | |
---|---|
![]() রেডরাম চলচ্চিত্রের অফিসিয়াল পোস্টার | |
পরিচালক | ভিকি জাহেদ[১] |
প্রযোজক | রেদওয়ান রনি মাসুদুল মাহমুদ রুহান |
রচয়িতা | ভিকি জাহেদ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | মাহামুদ হায়াৎ অর্পন |
চিত্রগ্রাহক | বিদ্রোহী দীপন |
সম্পাদক | অর্ণব হাসনাত |
প্রযোজনা কোম্পানি | চরকি ব্লু মুন এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | চরকি |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৩২ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
রেডরাম ভিকি জাহেদ রচিত ও পরিচালিত ২০২২ সালের বাংলাদেশী রহস্য রোমাঞ্চকর চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, আজিজুল হাকিম, মনোজ কুমার প্রামাণিক, সালহা খানম নাদিয়া , আমির হোসেন আশিক ও নাসির উদ্দিন খান।[১] এটি ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে চরকিতে মুক্তি পায়।[২]
কাহিনি[সম্পাদনা]
বিখ্যাত সংগীতশিল্পী সোহেলকে (মনোজ কুমার প্রামাণিক) তার শোবার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। লাশ উদ্ধারের সময় তার স্ত্রী নীলা (মেহজাবিন চৌধুরী) শান্তিতে ঘুমাচ্ছিল। তদন্তের দায়িত্ব নেন সোহেলের ছোটবেলার বন্ধু গোয়েন্দা রাশেদ (আফরান নিশো)। নীলাকে প্রধান সন্দেহভাজন বলে মনে হলেও, সোহেলের আশেপাশের সবাই সত্য বলছে না। বর্তমান যখন রাশেদকে ফলপ্রসূ কিছু দেয় না, তখন সে ডুব দেয় অতীতে। আনসেটিং ঘটনাগুলি উন্মোচিত হতে শুরু করে এবং দেখানো হয় যে মিথ্যা একটি খারাপভাবে প্রকাশিত সত্য ছাড়া আর কিছুই নয়।
অভিনয়শিল্পীদল[সম্পাদনা]
- আফরান নিশো - রাশেদ চৌধুরী, গোয়েন্দা অফিসার
- মেহজাবিন চৌধুরী - নীলা খান
- মনোজ কুমার প্রামাণিক - সোহেল খান
- আমির হোসেন আশিক - আশিক
- সালহা খানম নাদিয়া - লুবনা
- নাসির উদ্দিন খান - ইকরাম, গোয়েন্দা অফিসার
- আজিজুল হাকিম - করিম শেখ
- মাসুম বাশার - সোহেলের বাবা
- শিল্পী সরকার অপু - সোহেলের সৎ মা
- ফয়জুর ইয়ামিন - মারুফ
- আর এ রাহুল - মর্তুজা
- হিন্দোল রায় - রহমান ভূঁইয়া
- ইহতিশাম আহমেদ - আক্তার হোসেন
- মুকুল সিরাজ - গোয়েন্দা অফিসার
- রাকিবা সুলতানা শর্মী - বীথি
- সাইফ ইমাম - সংবাদ উপস্থাপক
- আরিফ হক
- আরমান বিন মাহমুদ
- তামান্না তাবাসসুম
- তমা রশিদ
- আব্দুল দাইউয়ান জোয়ার্দার
- আনোয়ার শাহী
- আসলামুজ্জামান পলাশ
- মালতি
- সালমা আক্তার
- প্রণব ঘোষ
প্রযোজনা[সম্পাদনা]
২০২১ সালের অক্টোবর হতে চার মাস সময় নিয়ে ভিকি জাহেদ রেডরামের গল্প ও চিত্রনাট্য তৈরী করেছিলেন। ভিকি গোয়েন্দা রাশেদ চৌধুরীর চরিত্রটি বাস্তব জীবনের একজন গোয়েন্দাকে দিয়ে যাচাই করিয়েছিলেন। সম্পূর্ণ চলচ্চিত্রটি সম্পাদনা বাদে ১৬ দিন সময় নিয়ে চিত্রগ্রহণ করা হয়।[৩]
মুক্তি[সম্পাদনা]
১০ ফেব্রুয়ারি ২০২২ সালে, চরকি সামাজিক যোগাযোগ মাধ্যমে রেডরামের ট্রেইলার মুক্তি দেয়।[৪] ১৭ ফেব্রুয়ারি ২০২২-এ চলচ্চিত্রটি চরকিতে প্রিমিয়ার হয়।
সঙ্গীত[সম্পাদনা]
সবগুলো গানের সুর করেছেন মাহামুদ হায়াৎ অর্পন।[৫]
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "ভালোবাসি" | মাহামুদ হায়াৎ অর্পন | মাহামুদ হায়াৎ অর্পন | মাহাদী হাসান | ১:৫৩ |
প্রতিক্রিয়া[সম্পাদনা]
দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর শাদিক মাহবুব ইসলাম ছবির অভিনয়শিল্পীদের এবং চিত্রনাট্যের প্রশংসা করে লিখেন, "ভিকি জাহেদ ছবির কেন্দ্রে গল্পটি সেট করেছেন, এটিকে প্রধান ফোকাস করে তুলেছে। একটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা স্ক্রিপ্টটি আকর্ষণীয় সাবটাইটেল এবং একটি অসাধারণ। সমাপ্তি চলচ্চিত্রকে ওটিটি মৌলিক চলচ্চিত্রের অঙ্গনে লম্বা করে তুলেছে"।[৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ প্রতিবেদক, বিনোদন। "সাড়া ফেলেছে 'রেডরাম'"। প্রথম আলো।
- ↑ ক খ "'রেডরাম' নিয়ে উচ্ছ্বসিত নিশো-মেহজাবীন"। banglanews24.com। ১৯ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ ইমন, নাহিয়ান (২০২২-০২-২৭)। "যখন গল্প লিখি দর্শকদের সাথে গেইম খেলি: ভিকি"। চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৭।
- ↑ "ওয়েব ফিল্ম নিয়ে আসছেন মেহজাবীন-নিশো"। বণিক বার্তা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "আগামীকাল আসছে নিশো-মেহ্জাবীনের প্রথম ওয়েব ফিল্ম"। আজকের পত্রিকা। ১৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ মাহবুব ইসলাম, সাদিক (২৪ ফেব্রুয়ারি ২০২২)। "Mehzabin's first OTT film 'Redrum' is a perfect crime thriller" [মেহজাবিনের প্রথম ওটিটি ছবি 'রেডরাম' একটি নিখুঁত অপরাধধর্মী থ্রিলার]। দ্য ফাইনানসিয়াল এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রেডরাম (ইংরেজি)
- চরকিতে রেডরাম