নরউইচ সিটি ফুটবল ক্লাব
![]() | ||||
পূর্ণ নাম | নরউইচ সিটি ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | দ্য ক্যানারিস ইয়েলোস | |||
প্রতিষ্ঠিত | ১৭ জুন ১৯০২ | |||
মাঠ | ক্যারো রোড | |||
ধারণক্ষমতা | ২৭,৩৫৯[১] | |||
মালিক | ![]() ![]() | |||
প্রধান কোচ | ![]() | |||
লিগ | ইএফএল চ্যাম্পিয়নশিপ | |||
২০১৯–২০ | ২০তম (অবনমিত) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
নরউইচ সিটি ফুটবল ক্লাব (ইংরেজি: Norwich City Football Club; সাধারণত নরউইচ সিটি এফসি অথবা শুধুমাত্র নরউইচ সিটি নামে পরিচিত) হচ্ছে নরউইচ ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৯০২ সালের ১৭ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। নরউইচ সিটি তাদের সকল হোম ম্যাচ নরউইচের ক্যারো রোডে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৭,২৪৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ড্যানিয়েল ফার্ক এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ডেলিয়া স্মিথ ও মাইকেল ওয়েইন-জোন্স। স্কটিশ রক্ষণভাগের খেলোয়াড় গ্রান্ট হ্যানলি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, নরউইচ সিটি এপর্যন্ত ৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি ফুটবল লিগ কাপ, ৪টি দ্বিতীয় স্তরের লিগ এবং ২টি তৃতীয় স্তরের লিগ শিরোপা রয়েছে।
অর্জন[সম্পাদনা]
ঘরোয়া[সম্পাদনা]
ফুটবল লিগ দ্বিতীয় বিভাগ/ইএফএল চ্যাম্পিয়নশিপ (২য় স্তরের লিগ)
- চ্যাম্পিয়ন (৩): ১৯৭১–৭২, ১৯৮৫–৮৬, ২০০৩–০৪, ২০১৮–১৯
- রানার-আপ (১): ২০১০–১১
- প্লে-অফ চ্যাম্পিয়ন (১): ২০১৫
- প্লে-অফ রানার-আপ (১): ২০০২
ফুটবল লিগ তৃতীয় বিভাগ/ফুটবল লিগ ওয়ান (৩য় স্তরের লিগ)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Premier League Handbook 2019/20" (পিডিএফ)। Premier League। পৃষ্ঠা ৩০। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]

- নরউইচ সিটি ফুটবল ক্লাব - বিবিসি স্পোর্টস: ক্লাব সংবাদ - সাম্প্রতিক ফলাফল - পরবর্তী সময়সূচী - ক্লাব তারকাবৃন্দ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট