নরিচ সিটি ফুটবল ক্লাব
![]() | |||
পূর্ণ নাম | নরিচ সিটি ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | দ্য ক্যানারিস ইয়েলোস | ||
প্রতিষ্ঠিত | ১৭ জুন ১৯০২ | ||
মাঠ | ক্যারো রোড | ||
ধারণক্ষমতা | ২৭,৩৫৯[১] | ||
মালিক | ![]() ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | ইএফএল চ্যাম্পিয়নশিপ | ||
২০২২–২৩ | ১৩তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
নরিচ সিটি ফুটবল ক্লাব (ইংরেজি: Norwich City Football Club; সাধারণত নরিচ সিটি এফসি অথবা শুধুমাত্র নরিচ সিটি নামে পরিচিত) হচ্ছে নরিচ ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৯০২ সালের ১৭ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। নরিচ সিটি তাদের সকল হোম ম্যাচ নরিচের ক্যারো রোডে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৭,২৪৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়োহানেস হফ থরুপ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ডেলিয়া স্মিথ ও মাইকেল ওয়েইন-জোন্স। বর্তমানে স্কটল্যান্ডীয় মধ্যমাঠের খেলোয়াড় কেনি ম্যাকলিন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে নরিচ সিটি এপর্যন্ত বেশ কিছু শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে রয়েছে ১৯৬২ ও ১৯৮৫ সালে ২টি ফুটবল লিগ কাপ, ৪টি দ্বিতীয় স্তরের লিগ এবং ২টি তৃতীয় স্তরের লিগ শিরোপা। প্রিমিয়ার লিগে দলটির সর্বোচ্চ অর্জন হল ১৯৯২-৯৩ মৌসুমে তৃতীয় স্থান। নরিচ উয়েফা কাপে ১৯৯৩-৯৪ মৌসুমে একবার অংশগ্রহণ করে, সেই মৌসুমে তারা তৃতীয় রাউন্ডে বাদ পড়ে। তবে এই আসরে তারা প্রথম ইংরেজ ক্লাব হিসেবে বায়ার্ন মিউনিখকে পরাজিত করে।
খেলোয়াড়বৃন্দ
[সম্পাদনা]উল্লেখযোগ্য খেলোয়াড়বৃন্দ
[সম্পাদনা]- অতীত (ও বর্তমান) খেলোয়াড়বৃন্দ যাদের নিয়ে উইকিপিডিয়ায় নিবন্ধ রয়েছে, তাদের সম্পর্কিত নিবন্ধ পাওয়া যাবে এখানে
ক্লাবের শতবর্ষ মৌসুমে হল অব ফেম সৃষ্টি করা হয়, যেখানে ভক্তদের ভোটে ১০০ জন সাবেক খেলোয়াড়দের সম্মান জানানো হয়। এরপর থেকে আরও খেলোয়াড়দের নরিচ সিটি হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।[২][৩]
সর্বকালের সেরা নরিচ সিটি একাদশ (১৯০২-২০০৮)
[সম্পাদনা]২০০৮ সালে সমর্থকেরা সর্বকালের সেরা নরিচ দল নির্ধারণের জন্য ভোট প্রদান করে।[৪]
- কেভিন কিলান (১৯৬৩-১৯৮০)
- ইয়ান কালভারহাউজ (১৯৮৫-১৯৯৪)
- স্টিভ ব্রুস (১৯৮৪-১৯৮৭)
- ডানকান ফোর্বস (১৯৬৮-১৯৮১)
- মার্ক বাউয়েন (১৯৮৭-১৯৯৬)
- ড্যারেন হাকারবি (২০০৩-২০০৮)
- ইয়ান ক্রুক (১৯৮৬-১৯৯৭)
- মার্টিন পিটার্স (১৯৭৫-১৯৮০)
- ড্যারেন ইডি (১৯৯৩-১৯৯৯)
- ক্রিস সাটন (১৯৯১-১৯৯৪)
- ইওয়ান রবার্টস (১৯৯৭-২০০৪)
অর্জন
[সম্পাদনা]ঘরোয়া
[সম্পাদনা]ফুটবল লিগ দ্বিতীয় বিভাগ/ইএফএল চ্যাম্পিয়নশিপ (২য় স্তরের লিগ)
- চ্যাম্পিয়ন (৩): ১৯৭১–৭২, ১৯৮৫–৮৬, ২০০৩–০৪, ২০১৮–১৯
- রানার-আপ (১): ২০১০–১১
- প্লে-অফ চ্যাম্পিয়ন (১): ২০১৫
- প্লে-অফ রানার-আপ (১): ২০০২
ফুটবল লিগ তৃতীয় বিভাগ/ফুটবল লিগ ওয়ান (৩য় স্তরের লিগ)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Premier League Handbook 2019/20" (পিডিএফ)। Premier League। পৃষ্ঠা ৩০। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।
- ↑ কাফলি, ডেভিড (১০ অক্টোবর ২০২০)। "Terry Anderson one of my nominees for Norwich City Hall of Fame"। দ্য পিংক উন। নরিচ। ১৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Ten more inducted into Norwich City Hall of Fame"। দ্য পিংক উন। নরিচ। ১০ অক্টোবর ২০২০। ২০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Greatest Ever Norwich City Team"। দ্য পিংক উন। নরিচ। ৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- নরিচ সিটি ফুটবল ক্লাব - বিবিসি স্পোর্টস: ক্লাব সংবাদ - সাম্প্রতিক ফলাফল - পরবর্তী সময়সূচী - ক্লাব তারকাবৃন্দ
- দাপ্তরিক ওয়েবসাইট