উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/নিরীক্ষক/২০২২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Prince ovy[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    প্রত্যাহার

আমি অমীমাংসিত সম্পাদনাপর্যালোচনা করার জন্য এই অধিকার চাই। কখনও কখনও আমার নিজের সম্পাদনা দীর্ঘ সময় ধরে অপ্রকাশিত থাকে, যা বিরক্তিকর।আমি WP:নিরীক্ষক পাতাটি বিস্তারিত পড়েছি এবং আমার "WP:রোলব্যাকার" অধিকার আছে, যা প্রমাণ করে আমি WP:ধ্বংসপ্রবণতা সম্পর্কে অবগত। Prince ovy (আলাপ) ১৮:৫৪, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য আমি দুঃখিত। কিন্তু বলতে হচ্ছে, আমার কাছে এই আবেদন স্পষ্টত হ্যাট কালেক্টিং মনে হচ্ছে। মাত্র ৪-৫ দিন আগে এই ব্যবহারকারী উইকিউপাত্ত পরীক্ষা ও test2 উইকিতে প্রশাসক অধিকার ও ইন্দোনেশীয় উইকিতে অটোরিভিউ অধিকার নিয়েছেন। সবগুলো অধিকার একজন ইন্দোনেশীয় ব্যবহারকারী দিয়েছেন। এখানেও রোলব্যাক অধিকার পেয়েছেন ৪-৫ দিনের বেশি হবে না। উইকিউপাত্ত পরীক্ষায় তার সম্পাদনা ৭ টি ও টেস্ট২ উইকিতে ০ সম্পাদনা। পরীক্ষা উইকিতে সাধারণত এমন ব্যবহারকারীদের প্রশাসকত্ব দরকার হয়, যাদের অন্য কোনো উইকিতে উচ্চতর অধিকার আছে। এর কয়েকদিন আগে মূল নামস্থানে মাত্র ১২টি সম্পাদনা করে উইকিভ্রমণে পর্যবেক্ষক অধিকার চেয়েছিলেন। ইংরেজি টেমপ্লেট কপি-পেস্ট করে সেখানে সম্পাদনার সংখ্যা বাড়িয়েছেন। অধিকার না দেয়ায় আর সম্পাদনা করেন নি। আলাপ পাতায় বার্তা দেয়ার পরও তার শুরু করা একটা এক লাইনের নিবন্ধ সম্পূর্ণ করেন নি। অর্থাৎ, অধিকার পাওয়ার জন্যই সম্ভবত অল্প কিছু সম্পাদনা করেছিলেন। দ্বিতীয়ত, মাত্রই কিছু সম্পাদনা পর্যালোচনা করে দেখলাম গণহারে সঠিক বানান ভুল বানান দ্বারা প্রতিস্থাপন করছেন। @Prince ovy: আপনার সম্পাদনার অভ্যাস দেখে আপনি কে তা আমি কিছুটা ধারণা করতে পারছি। আপনি যদি পূর্বের কোনো বাধাপ্রাপ্ত ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় বছরখানেকের মধ্যে আর কোনো অধিকার চাওয়া আপনার উচিত হবে না। আগে সম্প্রদায়ের কাছে নিজেকে প্রমাণ করুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২৩:২২, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahyaধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য,আমি টেস্ট উইকিপিডিয়া ও উইকি ডাটা এই অধিকার নিয়েছিলাম কারন আপনার মতো আমিও কিছু script তৈরি করতে চেয়েছি তবে ডিসেম্বর মাস হোওয়াই কিছু একাডেমিক শিক্ষা নিয়ে ব্যস্ত থাকায় করে হয়ে উঠা হয় নি, উইকিভ্রমনে কপি পেস্ট করেছিলাম তখন কোন প্রশাসক ছিল না এই জন্য আমদানি করার কেউ ছিল না এইজন্য ঐ মডিউল ও টেমপ্লেট প্রয়োজন ছিল।আর আপনি এটা ভুল ভাবছেন আমি কেনো সম্পাদনা করা বন্ধ করব অধিকার না দেওয়াই ,আমি পরবর্তী সময় একটু সময় নিয়ে করতে চাই যেহেতু আমি বাংলা উইকিপিডিয়া সক্রিয় বেশি।হ্যা আমি কিছু বানান সংশোধন করেছি তা ভুল হলে আমাকে আলাপ পাতায় বার্তা দিলে আমি ভুল সংশোধন করে নিতাম। অবশ্য আমি প্রায় সব ব্যবহারকারী:HirokBot/typos এখান থেকে অনুসরণ করে ঠিক করি। পূর্বের কোন বাধা প্রাপ্ত এই বিষয়ে প্রশাসকরা অবগত। অধিকার সকল মানদন্ড আমি সফল হয়েছি তাই রোলব্যাক অধিকার চাওয়াই ৭দিনের দিন এই অধিকার চেয়েছি।আর নিজেকে প্রমান করা বিষয়ে,আমি সম্প্রদায়ের কাছে নিজেকে প্রমান করে চলেছি এবং ধ্বংসপ্রবনতা রোধে উইকিপিডিয়ার সাথে কাজ করে চলেছি আমার মনে হয় ইহা একটি প্রমাণ এর পাশাপাশি নতুন নিবন্ধ তৈরি এবং নিবন্ধন সংশোধন পরিস্কার করছি। -- Prince ovy (আলাপ) ০৩:১৬, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Prince ovy ব্যুৎপত্তি বানানটা আপনি ভুল লিখছেন। বুৎপত্তি বানানটি সঠিক নয়। কোন বানান গনহারে ঠিক করতে চাইলে প্রথমে বানানটি সঠিকভাবে জেনে নেওয়ার অনুরোধ রইলো। বানান সংশোধনের পাশাপাশি গঠনমূলক সম্পাদনা করতে থাকুন। এই মুহূর্তে অধিকারটি আপনাকে নাও দেওয়া হতে পারে, তবে সম্পাদনার দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে ভবিষ্যতে অবশ্যই আপনাকে অধিকারটি দেওয়া হবে। -- বাক্যবাগীশ ...আলাপ ০৩:৩২, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
হুম এই ভাষাটি ভুল হয়েছিল পরবর্তীতে আমি সঠিক করেছি, ধন্যবাদ আপনার মতামতের জন্য। -- Prince ovy (আলাপ) ০৪:১১, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
 মন্তব্য আপনি বলছেন, বানান সংশোধন করছেন, কিন্তু কিভাবে করছেন? সেটা বলছেন না কেন? বলছেন - 'আমি প্রায় সব ব্যবহারকারী:HirokBot/typos দেখে নিজে করি।' এর দ্ধারা আপনি সম্প্রদায়কে বোঝাচ্ছেন আমি নিজের হাতে করি?। কিন্তু আসলটা আমি আপনাকে বলছি, আপনি ইয়াহিয়া ভাইয়ের স্ক্রিপ্ট ব্যবহার করেন, আপনার স্ক্রিপ্ট ব্যবহার করে বেশ অনেক ভুল অনুল্লেখ্য সম্পাদনা দেখে প্রথম থেকেই আপনাকে সতর্কবার্তা দেওয়ার কথা আমি ভেবেছিলাম, কিন্তু আপনি নতুন হওয়ায় তা থেকে বিরত ছিলাম। আপনি যার স্ক্রিপ্ট ব্যবহার করছেন তাকে সঠিকভাবে ক্রেডিট দিচ্ছেন না, যা আমার কাছে মিথ্যা ধোঁকাবাজি ব্যতীত আর কিছুই নয়। ইয়াহিয়া ভাইয়ের ওই স্ক্রিপ্ট ব্যবহার করলে (কিছু বানান ভুল হয় মানছি কারণ স্ক্রিপ্টটি সম্পন্ন হয়নি এখনও), বানান ভুল ঠিক করার সাথে সাথে তথ্যছক টেমপ্লেটও পরিষ্কার করে দেয় (যদি ভুল থাকে), যা আপনার সম্পাদনার ইতিহাস থেকে প্রমাণিত হয় আপনি ওনার স্ক্রিপ্টই ব্যবহার করে থাকেন। -- ওহিদ (আলাপ) ১০:১৯, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@ওহিদ: আপনি আমার উপর যে ভাষা গত ব্যবহার করেছেন তা নিয়ে কিছু বলতে চাই না আমি বানান সংশোধন করার সময় মাঝে মাঝে উনার স্ক্রিপ্ট ব্যবহার করেছি যা সেই নিবন্ধন এ টেমপ্লেট দেখলে বোঝা যায় এবং অন্য সময় অন্য স্ক্রিপ্ট ব্যবহার করেছি।Prince ovy (আলাপ) ১২:১৭, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]


 মন্তব্য এটি স্পষ্টত টুপি সংগ্রহ বা হ্যাট কালেক্টিং। এই প্রসঙ্গে বিস্তারিত ইতোপূর্বেই ইয়াহিয়া ভাই উল্লেখ করছেন, তাই একই কাসুন্দি আমি ঘাটাঘাটি করতে চাচ্ছি না। এই মুহূর্তে এই ব্যবহারকারীকে নিরীক্ষক অধিকার দেওয়া নিয়ে প্রশাসকরা টুপি সংগ্রহের অভিযোগটি বিবেচনাপূর্বক যথাযথ সিদ্ধান্ত নিবেন বলেই আশা করছি। পুনশ্চঃ @Prince ovy: হীরক বটের যে বানান সংশোধনীর তালিকাটি আছে সেটির মূল অংশটি বেলায়েত বটের যা বেশ পুরোনো। বট এখান থেকে কেবল সঠিক বানানগুলোই বেছে নেয়। তাছাড়া বানান সংশোধনের কাজ করার জন্য দু-দুটি বট সক্রিয় আছে। যদি কেবল বানান সংশোধনের কাজ হয় তবে তা বটের কাঁধে ছাপানোই উত্তম। ⋯Aishik Rehman (আলাপ) ১১:৩৮, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি সকল মন্তব্য ও আমার ভুল বোঝার পর এই অধিকার অনুরোধ প্রত্যাহার করছি। ধন্যবাদ -- Prince ovy (আলাপ) ১২:০১, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মো সোহানুর রহমান[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত রেলওয়ে ও বিভিন্ন বিষয়ে নতুন নিবন্ধ তৈরি করি। বাংলা উইকিপিডিয়ায় যেমন আগের চেয়ে ট্রাফিক অনেক বেড়েছে তেমনি অবৈধ সম্পাদনার পরিমাণও বেড়েছে। আমি উইকিপিডিয়ার নীতিমালা, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা ও নিরীক্ষকের সাধারণ চারটি মানদন্ড সংক্রান্ত নিবন্ধ পড়েছি ও বুঝেছি। তাই অমিমাংসীত পরিবর্তনগুলো পর্যবেক্ষণ, নতুন প্রণীত নিবন্ধ গুলো যাচাই, পুনর্নির্দেশ ছাড়া নিবন্ধ স্থানান্তরধংসপ্রবণতা রোধের জন্য আমাকে নিরীক্ষক অধিকার দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। উল্লেখ্য আমার স্বয়ংক্রিয় পরীক্ষকরোলব্যাক অধিকার রয়েছে এবং আমার (প্রায় ৭০০ নিবন্ধ) ও (প্রায় ৭০০০ সম্পাদনা) রয়েছে। সোহান (আলাপ) ১৫:১১, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  •  মন্তব্য সুধী, আপনার নিবন্ধ ও সম্পাদনা সংখ্যার তুলনায় “পর্যালোচিত অনুমোদন” খুবই কম, মাত্র ২৭৫টি! নিরীক্ষক অধিকারের জন্য পর্যালোচনার হার দেখা হয়, যা আপনার ক্ষেত্রে মোটামুটিভাবে কম বলা যায়। সেক্ষেত্রে বলা যায়, আপনি পরিবর্তন পর্যালোচনা ও নতুন নিবন্ধ যাচাইয়ে(!) সক্রিয় নন। উল্লেখ্য, নতুন নিবন্ধ যাচাইয়ে নিরীক্ষক অধিকারের প্রয়োজন হয় না। — আদিভাইআলাপ১৮:২০, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো সোহানুর রহমান: সুধী, দেখতে পাচ্ছি, আপনার অবদানের চেয়ে অন্যের সম্পাদনা পর্যালোচনা করার হার তুলনামূলক কম। আপনাকে নতুন নিবন্ধ ও অন্যের সম্পাদনা পর্যালোচনা, সংশোধন, অর্থাৎ নিরীক্ষণ বিষয়ক সম্পাদনায় আরও সক্রিয় হওয়ার অনুরোধ করতেছি। আপনার আবেদনটি আপাতত স্থগিত রাখলাম। ভালো অবদান অব্যাহত থাকলে মাসখানেক পর আপনাকে অধিকারটি দেওয়া হবে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৫২, ২২ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  • @Al Riaz Uddin Ripon: ভাই আমি বাংলা উইকিপিডিয়ায় আসার পর থেকেই নতুন নিবন্ধ তৈরিতে মনোনিবেশ করি, বাংলাদেশ রেলওয়ের রেলওয়ে স্টেশন + রেললাইন + ট্রেন এবং এসংক্রান্ত সকল বিষয় ইংরেজি উইকি থেকে অনুবাদ করা ছাড়াই নিজের জানা তথ্য ও গুগলে তথ্যসুত্র জোগাড় করে ৬০০+ নিবন্ধ তৈরি করেছি। এখন বাংলাদেশ রেলওয়ে নিয়ে নতুন নিবন্ধ তৈরি করার মত বিষয় না থাকায় আমি পাশের দেশ ভারতের রেল পরিবহন নিয়ে ইংরেজি উইকি থেকে অনুবাদ করে নিবন্ধ তৈরি করা শুরু করেছিলাম। কিন্তু অনেক সময় দেখা যায় অনুবাদের সময় নিবন্ধের শিরোনাম ভূল করে ফেলি। সঠিক নামে শিরোনাম স্থানান্তর করলেও ভূল নামটি পুনর্নির্দেশ হয়ে থাকে। তাই পুনর্নির্দেশ ছাড়া নিবন্ধের শিরোনাম স্থানান্তর করতেই আমার নিরিক্ষক অধিকারটি প্রয়োজন। যদিও আমি সাম্প্রতিক পরিবর্তনে টহল দেই না, তবে আমি যদি নিরিক্ষক অধিকারটি পাই তাহলে অমিমাংসীত পরিবর্তন পর্যবেক্ষণ করার চেষ্টাও করব এবং সুরক্ষিত নিবন্ধগুলোতেও সম্পাদনা করতেও আগ্রহবোধ করব। আমি নতুন নিবন্ধ তৈরি করা বাদ দিয়ে নিরিক্ষক বিষয়ক সম্পাদনা করার ইচ্ছা আমার নাই। — মো সোহানুর রহমান (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
    @মো সোহানুর রহমান:  মন্তব্য সুধী, উইকিপিডিয়ায় প্রদত্ত ব্যবহারকারী অধিকার মূলত ব্যবহারকারীর অভিজ্ঞতা ও প্রয়োজনভেদে প্রদান করা হয়৷ আপনার এ বিষয়ে আরও অভিজ্ঞতার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। নিরীক্ষক অধিকার নিবন্ধ নিরীক্ষা সংক্রান্ত কাজের জন্যই মূলত দেওয়া উচিত বলে মনে করি। ভুল নামে নিবন্ধ তৈরি হলে প্রশাসকদের আলোচনাসভায় কিংবা কোনো নিরীক্ষককে জানান। প্রায় সবসময়ই কোনো না কোনো প্রশাসক অথবা নিরীক্ষক সক্রিয় থাকেন। এ ধরনের ভুল তো প্রতিদিন হয় না। কাজেই আমার পরামর্শ হলো উইকিপিডিয়ায় নিরীক্ষা সংক্রান্ত কাজে অভিজ্ঞতা অর্জন করুন। কাউকে নিরীক্ষক অধিকার দিয়ে কী লাভ হবে যিনি এ সংক্রান্ত কাজই করবেন না? এটি ছাড়া আপনার আবেদনটি শোকেসিং বলে মনে হবে। এই অধিকারটি দেওয়া হলে আপনি আরও অনেক কিছুর অ্যাক্সেস পাবেন, আপনার ভাষ্যমতে যার ব্যবহার আপনার জানা নাই। একটি প্রাচীন প্রবাদ আছে, তলোয়ার তার কাছে থাকাই সবচেয়ে অনিরাপদ, যে এর ব্যবহার জানে না। এখন আপনিই বলুন, আপনাকে কি নিরীক্ষক অধিকারের মতো এত বড় একটি অধিকার দেওয়া উচিত হবে? — আদিভাইআলাপ০৯:০১, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি, দুঃখিত, শুধুমাত্র পুনর্নির্দেশ ছাড়া নিবন্ধ স্থানান্তরের জন্য অধিকারটি দেওয়া সম্ভব হচ্ছে না। আপনাকে প্রায় ১ মাস সময় দিয়ে আবেদন স্থগিত রেখেছি যাতে আপনি নিরীক্ষণ বিষয়ক অবদানে সক্রিয় হন। কিন্তু, আপনার মন্তব্য অনুসারে আপনি নিরীক্ষণ বিষয়ক কাজ করতে আগ্রহী নয়। তাই আপাতত অধিকারটি দেওয়া হলো না। ধন্যবাদ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:৪৪, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আসাদুল্লাহ গালিভ আল সাদি[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

রোলব্যাক ব্যাবহার করে বাংলা উইকিপিডিয়ার ধংশপ্রবনতা রোধ করতে চাই। সাদি (আলাপ) ২০:২৪, ৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@আসাদুল্লাহ গালিভ আল সাদি: রোলব্যাক করতে নিরীক্ষক অধিকার লাগে না। আপনি মনে হয় ভুল জায়গায় আবেদন করেছেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ২২:২৫, ৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি, ১০ দিন পরও আবেদনকারীর কোনো সাড়া নেয়নি৷ এবং আবেদন অনুসারে বুঝা যাচ্ছে অধিকারটি সম্পর্কে ধারণা নেই৷ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:৪৬, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মো. আব্দুল্লাহ আল নোমান[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    প্রত্যাহার

অমীমাংসিত পাতা সম্পাদনার পর সেটাকে পরীক্ষিত বলে আখ্যা করতে এই দাবিটি প্রয়োজন। উল্লেখ্য যে, আমি কম সংখ্যক সম্পাদনা করলেও উইকিপিডিয়া:ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে অনকে কাজ করেছি ।এবং আমি উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি উইকিপিডিয়া:ধ্বংসপ্রবণতা সম্পর্কে অবগত । আবেদনটি বাতিল হলেও আমার সম্পাদনায় তার কোনো প্রভাব পড়বে না।কিন্তু দয়া করে আমার বিরুদ্ধে হ্যাট কালেক্টিং - এর অভিযোগ তুলবেন না। —নোমান (আলাপ) · (অবদান) ১৪:৪৭, ১৩ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মো. আব্দুল্লাহ আল নোমান: আপনি মাত্র দুইদিন আগে পর্যবেক্ষক অধিকারের আবেদন করে ব্যর্থ হয়েছেন। আমার মনে হয় আপনার আরও কয়েক মাস ভালো অবদান রেখে আবেদন করা উচিত। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:৫৯, ১৩ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
উল্লেখ্য, এই ব্যবহারকারীর মূল নামস্থানে সম্পাদনা মাত্র ৩৭২ টি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:০২, ১৩ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya:আচ্ছা।আপনার মন্তব্যকে ভালো পরামর্শ হিসেবে দেখে প্রত্যাহার করলাম। উল্লেখ্য যে, আপনার প্রতি আমার সম্মানবোধ রয়েছে।—নোমান (আলাপ) · (অবদান) ১৫:০৫, ১৩ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. আব্দুল্লাহ আল নোমান, মূল নামস্থান বলতে নিবন্ধে সম্পাদনার কথা বোঝানো হচ্ছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১০, ১৩ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ভাই বুঝেছি।এইটা না বুঝেই পর্যবেক্ষক এর আবেদন করেছিলাম। আমি অধিকারের জন্য উপযুক্ত হয়ে পুনরায় আবেদন করবো।—নোমান (আলাপ) · (অবদান) ১৫:১৭, ১৩ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Robin shaha[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি সাধারণত হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধগুলো নিয়ে কাজ করে থাকি। সম্প্রতি কিছু নিবন্ধ চোখে পড়ল, যেগুলো অতিরিক্ত ধ্বংশপ্রবনতা ও বিতর্কিত বিষয় যুক্ত করার পরও নিরীক্ষকের দ্বারা পর্যালোচিত হচ্ছে না। এবং সেখানে পাল্টাপাল্টি সম্পাদনা হচ্ছে, কিন্তু বাধা দেওয়ার মতো কেউ নেই। সম্ভবত পর্যালোচনা করার মতো উপযুক্ত ব্যাক্তির অভাব রয়েছে।

আমি ১ বছরের অধিক সময় ধরে উইকিপিডিয়াতে আছি। এ পর্যন্ত আমার সম্পাদনার সংখ্যা প্রায় ১৫০০। আমি প্রায় নিয়মিতই সম্পাদনা করে থাকি। আমার নজরে থাকা পাতাগুলোতে কোনো পরিবর্তন হলে আমি তা পর্যবেক্ষণ করে থাকি। আমার দ্বারা সম্ভব হয় এমন বিতর্কিত বিষয়গুলোর মিমাংশা করতে চেষ্টা করি। নিরীক্ষক অধিকার পেতে যে সমস্ত মানদণ্ডের কথা বলা হয়েছে, আমার ক্ষেত্রে তা পূরণ হয়েছে বলে মনে হয়। তাই আমি পর্যালোচনা ও নীরিক্ষণের কাজে নিজেকে যুক্ত করতে ইচ্ছুক। আমার আবেদন গৃহিত হলে কৃতজ্ঞ থাকব। -- রবিন সাহা ০৭:২৯, ১৭ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি, প্রথমত আপনি ৯টি নিবন্ধ তৈরি ও ৮টি সম্পাদনা পর্যবেক্ষণ করেছেন। বলতে গেলে অন্যের সম্পাদনা পর্যবেক্ষণ ও নিরীক্ষণ সংক্রান্ত অভিজ্ঞতা কম। তাই আপাতত অধিকারটি প্রদান করা সম্ভব হচ্ছে না। আগে নিবন্ধ তৈরি, সম্প্রসারণ, সংশোধনের কাজে অবদান রাখুন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:০৪, ১৭ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Prince ovy[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

অনেক সময় অমীমাংসিত সম্পাদনাগুলি অপর্যালোচিত থাকে এবং আমি অমীমাংসিত সম্পাদনাগুলি সম্পাদনা করতে চাই এছাড়া মাঝে মধ্যে আমার সম্পাদনাগুলি দীর্ঘ সময়ের জন্য অপ্রকাশিত থাকে যা বিরক্তিকর।আমি WP:নিরীক্ষক পাতাটি পড়েছি। আমি ধ্বংসপ্রবনতা রোধে উইকিপিডিয়া কাজ করে চলেছি এছাড়া আমার ইতিমধ্যে রোলব্যাকার অধিকার আছে এবং আমি WP:ধ্বংসপ্রবণতা সম্পর্কে অবগত আছি। ধন্যবাদ।Prince ১৬:১৪, ১০ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য এখানে নিষেধ করার পরও তিনি বৈশ্বিকভাবে অনেকগুলো অধিকারের আবেদন করেছেন। সফল হয়েছেন বৈশ্বিক আইপি বাধামুক্ত, ইন্দোনেশিয়ান উইকিতে স্বয়ংনিরীক্ষিত, টেস্ট উইকিউপাত্তে বুরোক্র্যাট-প্রশাসক, উইকিউপাত্তে রোলব্যাকার, CA অনুযায়ী। ব্যর্থ হয়েছেন তার মধ্যে রয়েছেন: 1, 2, 3, 4। — AKanik 💬 ০৬:১৮, ১১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য। আমার ব্যর্থ হোওয়া চারটির ভিতর আমি মনে হয় দুইটি উইথড্র(তুলে নিয়েছিলাম) করছি এবং একটি আবেদন করে সেটা আবার তুলে নিয়েছিলাম কিছুক্ষণের মধ্যেই।আর আমাকে নিষেধ করা হয়েছিল পরবর্তীতে আমি আফতাব ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি বলেছিলেন ভালো কাজ করো তারপর আবেদন করো।Prince ০৮:৩৫, ১১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Prince ovy: আফতাব ভাই আপনাকে কথাটা কোথায় বলেছেন? উইকিতে নাকি অন্য মাধ্যমে? উইকিতে হলে সংযোগ দিয়েন, তাহলে অন্য প্রশাসকরা তা দেখতে পারবেন। — AKanik 💬 ০৯:৫৬, ১১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
না এটা উইকিতে নয় আলাদা করে কথা হয়েছে।Prince ১০:০০, ১১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
অনউইকি নিষেধ করে, অফউইকিতে অনুমতি দিলে অন্য প্রশাসকরা আগ্রহী হবেন না। তাই @আফতাবুজ্জামান: ভাই আবেদনটি পর্যালোচনা করবেন, আশা করি। এছাড়া আপনাকে টেস্ট উইকিউপাত্ত, ইন্দোনেশিয়ান উইকিপিডিয়াতে অধিকার দেয়া, মিডিয়াউইকিতে প্রশাসক হিসেবে সমর্থন করেছেন একই ব্যবহারকারী Murbaut। তার সাথেও অফউইকি যোগাযোগ করেছিলেন? — AKanik 💬 ১০:১৫, ১১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
প্রথমত আমি নিরীক্ষক অধিকার পাওয়ার শর্তগুলো পূরন করেছি।আর আপনার মন্তব্ গুলো এই অধিকার পাওয়ার সাথে সামঞ্জস্য নয় তারপরও আমি উত্তর দিয়েছি, এখানে এই অধিকার পাওয়ার জন্য কোন প্রশ্ন থাকলে আপনি করতে পারেন।আর আপনি অভিযোগ আনার আগে তথসূত্র দিবেন দয়া করে । এছাড়া আমি এই অধিকার পর্যালোচনা করার জন্য একজন প্রশাসকের মন্তব্য আশা করি। Prince ১০:৪৫, ১১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Prince ovy: আমি সামঞ্জস্যপূর্ণ মনে করি, যেহেতু আফতাব ভাই নিষেধ করেছিলেন। WP:NOT#BUREAUCRACY অনুসারে অপ্রশাসকরাও প্রশাসনিক কাজে অংশ নিতে পারে। তবে অবশ্যই আপনি উত্তর দিতে বাধ্য নন। তবে যেগুলো উত্তর দিয়েছেন, সেগুলোর জন্য ধন্যবাদ — AKanik 💬 ১০:৫৫, ১১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Prince ovy, আমি কবে বলেছি অন্য উইকিতে গিয়ে আবেদন করতে করতে? "ভালো কাজ করো তারপর আবেদন করো" কথাটি আমি ফেব্রুয়ারিতে তোমার বাংলা উইকিপিডিয়াকে লক্ষ্য করে বলেছি। হয় তুমি বুঝনি অথবা আমি বোঝাতে ব্যর্থ হয়েছি।
যাইহোক, আমি এই আবেদন পর্যালোচনা করব না। কেননা গত বছর তুমি কে তা আবিষ্কারের পর, তোমাকে বাধা না দিতে আমি তোমার পক্ষ নিয়েছি। তারপর আমি তোমার রোলব্যাক অধিকারের আবেদনও গ্রহণ করেছিলাম। আমার মনে হয় আমি যথেষ্ট করেছি। এই আবেদন অন্য কেউ পর্যালোচনা করবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৬, ১১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাব ভাই আমি বাংলা উইকিপিডিয়া সাথে সাথে অন্য উইকিতে কম বেশি সম্পাদনা করেছি এটা সঠিক তবু সেই সম্পাদনা গুলো মানসম্মত ছিল আমি কোন ধ্বংসপ্রবনতা মূলক সম্পাদনা করি নাই। কিন্তু আমি আগের থেকে আশা করি উইকিপিডিয়া প্রকল্পে উন্নয়ন মূলক কাজ করে চলেছি এতে কি আমি বিশ্বস্ততা অর্জন করতে পারি নি,আমি সম্প্রতি নিরীক্ষক অধিকার জন্য আবেদন করেছি আশা করি আমি এই অধিকার আবেদনের শর্তাবলী পূরণ করেছি। আবেদন টি একদিন সময় অতিবাহিত করেছে যেহেতু নাহিদ ভাই আমাকে ঐ সময় সুযোগ দিতে রাজি হয়েছিলেন তাই আমি এই আলোচনাটি @NahidSultan: ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সকল বিষয় বিবেচনা করে আমি একটি ফলাফলের অপেক্ষা করছি। ধন্যবাদ।Prince ০৯:২৯, ১২ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
হুম আমার এই অধিকার প্রয়োজন।আমি পরিবর্তন করেছি। ধন্যবাদ Prince ১২:৫৪, ১১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি আপনাকে পরিবর্তন করতে বলি নাই। আমি বোঝাতে চেয়েছি যে, আপনার কেন এই অধিকার প্রয়োজন তা নিজেই বুঝতে পারছেন না। তাই অন্যের আবেদন হুবুহু অনুলিপি করেছেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৬:১০, ১১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমার এই অধিকার কেনো প্রয়োজন সেটা আমি আবেদনে উল্লেখ করেছি এবং আমি WP:নিরীক্ষক পাতাটি পড়েছি।এই বিষয়ে আমি অবগত আছি।তবে এটা আমার অনুলিপি করা উচিত হয়‌নি এইজন্য দুংখিত।তাই পরবর্তীতে আমি নিজে লিখে দিয়েছি পরিবর্তন করে।Prince ১৬:১৮, ১১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Prince ovy কোন আলোচনা কিংবা অনুরোধ পোস্ট করা হয়ে গেলে সেখানে যদি পরবর্তীতে মেজর কোন পরিবর্তন করতে হয় তবে পুরোনোটুকু <s></s> এর মাধ্যমে কেটে দিয়ে নতুন অংশ লেখা হয়, যেখানে আপনি সম্পূর্ণটাই মুছে দিয়ে লিখেছেন। —শাকিল (আলাপ · অবদান) ১৬:২২, ১১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
এক সপ্তাহ হয়ে গেছে আবেদনটি পর্যালোচনা করা হয় নি আফতাব ভাই আগেই বলে দিয়েছেন তিনি এই আবেদন টি পর্যালোচনা করবেন না নাহিদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম উনিও কিছু দিন ধরে সক্রিয় নয়। তাই আমি উইকিপিডিয়া:প্রশাসক#সক্রিয় প্রশাসকবৃন্দ@Al Riaz Uddin Ripon, RockyMasum, এবং Zaheen: দেখার জন্য অনুরোধ করছি এবং এই আবেদন টি পর্যালোচনা করে বন্ধ করার অনুরোধ করছি। ধন্যবাদ।Prince ১৪:২১, ১৮ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাব ভাই ও নাহিদ ভাই আপনাকে সুযোগ দিতে সম্মতি দিয়েছিলেন। আফতাব ভাই, আপনার আবেদনটি পর্যালোচনা না করলেও নাহিদ ভাই আশা করি করবেন। কিছুদিন অপেক্ষা করুন, হয়তো ওনি এখন ব্যস্ত। এরপরও, পর্যালোচনা না করলে অন্য কোনো প্রশাসক বিষয়টা দেখবেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৫৫, ১৮ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Wikitanvir ভাই কয়েক সপ্তাহ হয়ে গেল আপনাকে ও দেখার জন্য অনুরোধ করছি। Prince ১৬:৪৪, ২৪ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি --~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:২২, ৩ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

VpuipV[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক VpuipV (আলাপ) ০৩:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি, পড়ুন wp:নিরীক্ষক আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৪:৪২, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

VpuipV[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক VpuipV (আলাপ) ১০:৫৩, ২৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। ০ মূল নামস্থান সম্পাদনা। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:৫৯, ২৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]