ব্যবহারকারী আলাপ:Prince ovy

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা আফতাবুজ্জামান (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:০৫, ২৫ নভেম্বর ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎সর্বশেষ সুযোগ দেওয়া হল)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

বুলগেরিয়ার রোমা জনগোষ্ঠীর বউ‌ বাজার নিবন্ধ db-nonsense যুক্ত করা বিষয়ক

নিবন্ধটির যে তথ্য সূত্র গুলো আছে সেখানে বইয়ের পিডিএফ ও পত্রিকার লেখা গুলো পড়ুন।‌‌db-nonsesnse, এতো প্রাথমিক বিবেচনায় দেয়া উচিত নয়।‌‌প্রাথমিক বিবেচনায় এটি ননসেন্স নিবন্ধ বিবেচনা করে ফেলবেন, আগে একটু সব কিছু পড়ে সেন্স তৈরী করে উল্লেখযোগ্যতা ও নিবন্ধের লেখার মান ঐ সেন্স দিয়ে দেখুন। ইতিমধ্যে অনেক নিবন্ধই আমি বাংলায় সর্ব প্রথম লিখেছি এরপর বাকী ভাষায় অনুবাদ হয়েছে। অনুগ্রহ করে সর্ব দিক বিবেচনার পর নিবন্ধ যাচাই করবেন।

Nazrul Islam Nahid Majumder (আলাপ) ১১:৩০, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম

আলাপ পাতা তৈরির দরকার নেই

শুভেচ্ছা নিন। আলাপ পাতা তৈরি করে সময় নষ্ট করিয়েন না, কারণ এটা আমরা বট দিয়ে করতে পারব। এমন কাজগুলি করুন যা বট দ্বারা করা যায় না। যেমন, কোন নিবন্ধের রচনাশৈলী, বাক্য গঠন ঠিক করা ইত্যাদি। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১৫, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা ঠিক আছে।Prince ovy (আলাপ) ১৫:৪৩, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
[[রাশিয়া|রাশিয়ার]] কে [[রাশিয়া]]র করলেও, [[বাল্টিক সাগর|বাল্টিক সাগরের]] কে [[বাল্টিক সাগর]]ের, [[বাংলাদেশ]]ের করার দরকার নেই। এছাড়া সম্পাদনা সারাংশেও লক্ষ্য রাখুন, আপনি বর্তমানে প্রায় kosmetik (?) লিখছেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৩, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা ঠিক আছে,kosmetik এমনি লিখেছি।Prince ovy (আলাপ) ১৬:৩২, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

গণহারে সম্পাদনা?

সুধী, লক্ষ্য করলাম গণহারে আপনি বিভিন্ন নিবন্ধের File: থেকে চিত্র: দ্বারা প্রতিস্থাপন করতেছেন এটি করার প্রয়োজন নেই। আপনাকে অন্য কোনো সম্পাদনা করার জন্য অনুরোধ রইলো। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৫০, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১

প্রিয় Prince ovy,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

আন্তঃ উইকি যুক্তকরণ

@Prince ovy আপনি ইংরেজি নিবন্ধ থেকে সম্পাদনা করছেন?? তাহলে সেগুলো আন্তঃ উইকিতে যুক্ত কেন করছেন না? আপনি সাম্প্রতিক কোন নিবন্ধই আন্তঃ উইকিতে যুক্ত করেননি। দয়া করে আন্তঃ উইকিতে যুক্ত করুন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৬:৩৭, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা ঠিক আছে -- Prince ovy (আলাপ) ০৬:৪১, ৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হবে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — Meghmollar2017আলাপ১৭:৪২, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ হালনাগাদ (১)

সুধী, এশীয় মাস উপলক্ষ্যে আপনার জমা দেওয়া ভ্রমণ ফটোগ্রাফি নিবন্ধটি গৃহীত হয়নি। এশীয় মাস প্রতিযোগিতায় মূলত এশিয়া (বাংলাদেশ ও ভারত ব্যতীত) সম্পর্কিত নিবন্ধসমূহই গৃহীত হবে। অনুগ্রহ করে প্রতিযোগিতার নিয়মাবলি অনুসরণ করুন। এবং অবশ্যই হতাশ হবেন না। নতুন হিসেবে আপনার সমস্যা হতে পারে; কিন্তু আমরা একসাথে সেগুলো সমাধানের চেষ্টা করবো। শুভকামনা। — Meghmollar2017আলাপ০৫:১১, ৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

গণহারে সম্পাদনা

দয়া করে থামুন। সাম্প্রতিক পরিবর্তন ভেসে যাচ্ছে। ‘আরো’ কিংবা ‘আরও’ কোনোটাই ভুল নয়। বরঞ্চ ‘আরও’ শব্দটি সংগততর। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:৫৭, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এছাড়া গণহারে বানান সংশোধনের প্রয়োজন পরলে নিজে না করে কোনো বট পরিচালককে অনুরোধ করুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:৫৯, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
হুম বুঝতে পেরেছি ধন্যবাদ। -- Prince ovy (আলাপ) ১২:০২, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলা উইকিপিডিয়ায় অনেকদিন ধরেই আরো এর পরিবর্তে আরও শব্দটি ব্যবহার করা হচ্ছে। এটা পরিবর্তনের কোন কারণ দেখছি না —শাকিল (আলাপ · অবদান) ১২:০৪, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ও আচ্ছা জানানোর জন্য ধন্যবাদ,আমি বুঝতে পেরেছি -- Prince ovy (আলাপ) ১২:০৫, ৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি আমার সম্পাদনাটি মুছে দিয়েছেন। এর কারণ জানতে পারি কি? Shinnosuke15 (আলাপ) ১২:৩৩, ১০ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলায় লিখুন

সুধী, উইকিপ্রকল্পের টেমপ্লেট, প্যারামিটার এবং পরিমিতির মানগুলো বাংলায় লিখুন। (উদাহরণ) ইউনিয়নের নিবন্ধগুলোতে উইকিপ্রকল্প বাংলাদেশের ব্যানার লাগাবেন না, এগুলোর ক্ষেত্রে বিভিন্ন উপপ্রকল্প যেমন, ঢাকা, ময়মনসিংহ বা যেই বিভাগ প্রযোজ্য হয় সেটা যুক্ত করবেন। আপনার অবদানের জন্য ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ০৫:৫৬, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ডেট্রয়েট মেট্রোপলিটান ওয়েন কান্ট্রি বিমানবন্দর সম্পর্কে সম্পাদনা বাতিল

জনাব, আপনি ডেট্রয়েট মেট্রোপলিটান ওয়েন কান্ট্রি বিমানবন্দর সম্পর্কে আমার একটি সম্পাদনা বাতিল করেছেন। অনুগ্রহ করে বাতিল করার কারণ উল্লেখ করুন। বুকু বুকু (আলাপ) ০৪:৫৪, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@বুকু বুকু: আমি লক্ষ্য করলাম যে আপনি আগের লেখাগুলো (রিরাইট করে লিখেছেন) অর্থাৎ পুনরায় লিখন। সুতরাং পুনরায় লেখার প্রয়োজন নেই আপনি বিষয়বস্তু যুক্ত অথবা নিবন্ধন এর মান উন্নয়নে সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ।Prince ovy (আলাপ) ০৫:০০, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ওনি ভূমিকাংশের রচনাশৈলি ও ভাষাগত উন্নয়ন করেছেন। এভাবে নতুনদের সম্পাদনা কারণ উল্লেখ ছাড়া বাতিল করবেন না। -- আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:০৯, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: আচ্ছা ধন্যবাদ। Prince ovy (আলাপ) ০৫:১১, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি লক্ষ করে দেখুন নিবন্ধনটি এলোমেলো ভাবে আছে, অর্থাৎ মেশিন ট্রান্সলেশন এর মত। নিবন্ধনের মান উন্নয়ন করতে আমি কিছু লেখা কাট করে যথাযথ জায়গায় পেস্ট করেছি। সেক্ষেত্রে আমার সম্পাদনা রিরাইটের অন্তর্ভুক্ত হলেও বর্ণনার মধ্যে একই বাক্য বারবার লিখিনি। বরং আমি লেখাগুলো সাজিয়েছি। এছাড়াও আপনি লক্ষ্য করে দেখুন আমি কিছু লিঙ্ক সংযুক্ত করে দিয়েছি। আশা করি আপনি নতুন করে নিরীক্ষণ করে আমার সম্পাদনা আগের অবস্থায় ফিরিয়ে দিবেন। বুকু বুকু (আলাপ) ০৫:১২, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

যান্ত্রিক অনুবাদ সমস্যা

লক্ষ্য করুন যে আপনার তৈরি অনেক নিবন্ধে যান্ত্রিক অনুবাদ সমস্যা লক্ষ্য করছি। নিবন্ধের কিছু লাইন ঠিক থাকলেও, বেশিরভাগ লাইন ঠিক থাকছে না। আমার মনে হচ্ছে আপনি বিষয়বস্তু অনুবাদ প্রদত্ত যান্ত্রিক অনুবাদের উপর নির্ভর করছেন ও সেটি যা দিচ্ছে তাই প্রকাশ করছেন, নিবন্ধের প্রতিটি লাইন পড়ে দেখছেন না। একটু নজর দিন। আমি হয়ত ১/২টা নিবন্ধ ঠিক করে দিতে পারি, কিন্তু আমার পক্ষে সব ঠিক করা সম্ভব না। দিনপ্রতি ১টি অনুবাদ করুন, ভালোভাবে করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৪, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান আপনি কি আমার সম্প্রতি করা অনুবাদ এর কথা বলছেন -- Prince ovy (আলাপ) ১৯:৩৬, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ, আপনি সম্প্রতি যেসব অনুবাদ করেছেন সেগুলিতে যান্ত্রিক অনুবাদ সমস্যা বিদ্যমান। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৭, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান হু আমি অবগত আছি,আমি একসাথে কিছু নিবন্ধন অনুবাদ করে ঠিক করব ভেবেছিলাম।কারন এই সময়ে খুব বেশি কেউ সক্রিয় থাকে না তাই ভেবেছিলাম টহলকারী তেমন থাকবেন না। তবে আপনি সাহায্য করলে আমার সময় লাঘব হবে।আমি এখন ঠিক করব। ধন্যবাদ। -- Prince ovy (আলাপ) ১৯:৪০, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
একসাথে অনেকগুলি জমিয়ে রাখবেন না, পরে দেখবেন আপনার নিজেরই বিরক্তি এসে যাচ্ছে। হ্যাঁ, নতুন অনুবাদ না ধরে সমস্যাযুক্তগুলি ঠিক করে নিন। নিবন্ধের প্রতিটি লাইন পড়ুন ও তা অর্থ তৈরি করছে কিনা দেখুন ও ঠিক করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৪, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান আমার নিবন্ধন গুলো যাচাই করার অনুরোধ করছি,আমি এইবার থেকে একটা একটা করে অনুবাদ করব।আমি ধৈর্য হারিয়ে ফেলেছি। -- Prince ovy (আলাপ) ২০:৫৭, ২৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সর্বশেষ সুযোগ দেওয়া হল

আমি ও নাহিদ ভাই জানি তুমি কে (বাকি প্রশাসকরাও জানেন)। নাহিদ ভাই তোমাকে আরেকবার সুযোগ দিতে রাজি হয়েছেন, আমারো আপত্তি নেই। এটাই শেষ সুযোগ। এই সুযোগের সৎ ব্যবহার করো ও আগের কাজগুলি (বিভিন্ন উইকিতে যেয়ে লোকদের জ্বালানো, অধিকার চাওয়া, নিজের প্রচার করা, নাহিদ ভাই ও অন্যদের ইমেইল-ফেসবুকে বার্তা দিয়ে জ্বালাতন করা, উইকিমিডিয়া বাংলাদেশসহ অন্যদের কাছে ফোন করা ইত্যাদি ইত্যাদি) আর কর না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৫৯, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]