উইকিপিডিয়া:অধিকারের আবেদন/নিরীক্ষক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Yahya (আলোচনা | অবদান) কর্তৃক ১২:২৬, ২ জানুয়ারি ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎Prince ovy: ব্যবহারকারীর মন্তব্য অনুসারে প্রত্যাহারকৃত হিসেবে চিহ্নিত করা হলো)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

নিরীক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


Prince ovy

  • অনুরোধের অবস্থা:    প্রত্যাহার

আমি অমীমাংসিত সম্পাদনাপর্যালোচনা করার জন্য এই অধিকার চাই। কখনও কখনও আমার নিজের সম্পাদনা দীর্ঘ সময় ধরে অপ্রকাশিত থাকে, যা বিরক্তিকর।আমি WP:নিরীক্ষক পাতাটি বিস্তারিত পড়েছি এবং আমার "WP:রোলব্যাকার" অধিকার আছে, যা প্রমাণ করে আমি WP:ধ্বংসপ্রবণতা সম্পর্কে অবগত। Prince ovy (আলাপ) ১৮:৫৪, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য আমি দুঃখিত। কিন্তু বলতে হচ্ছে, আমার কাছে এই আবেদন স্পষ্টত হ্যাট কালেক্টিং মনে হচ্ছে। মাত্র ৪-৫ দিন আগে এই ব্যবহারকারী উইকিউপাত্ত পরীক্ষা ও test2 উইকিতে প্রশাসক অধিকার ও ইন্দোনেশীয় উইকিতে অটোরিভিউ অধিকার নিয়েছেন। সবগুলো অধিকার একজন ইন্দোনেশীয় ব্যবহারকারী দিয়েছেন। এখানেও রোলব্যাক অধিকার পেয়েছেন ৪-৫ দিনের বেশি হবে না। উইকিউপাত্ত পরীক্ষায় তার সম্পাদনা ৭ টি ও টেস্ট২ উইকিতে ০ সম্পাদনা। পরীক্ষা উইকিতে সাধারণত এমন ব্যবহারকারীদের প্রশাসকত্ব দরকার হয়, যাদের অন্য কোনো উইকিতে উচ্চতর অধিকার আছে। এর কয়েকদিন আগে মূল নামস্থানে মাত্র ১২টি সম্পাদনা করে উইকিভ্রমণে পর্যবেক্ষক অধিকার চেয়েছিলেন। ইংরেজি টেমপ্লেট কপি-পেস্ট করে সেখানে সম্পাদনার সংখ্যা বাড়িয়েছেন। অধিকার না দেয়ায় আর সম্পাদনা করেন নি। আলাপ পাতায় বার্তা দেয়ার পরও তার শুরু করা একটা এক লাইনের নিবন্ধ সম্পূর্ণ করেন নি। অর্থাৎ, অধিকার পাওয়ার জন্যই সম্ভবত অল্প কিছু সম্পাদনা করেছিলেন। দ্বিতীয়ত, মাত্রই কিছু সম্পাদনা পর্যালোচনা করে দেখলাম গণহারে সঠিক বানান ভুল বানান দ্বারা প্রতিস্থাপন করছেন। @Prince ovy: আপনার সম্পাদনার অভ্যাস দেখে আপনি কে তা আমি কিছুটা ধারণা করতে পারছি। আপনি যদি পূর্বের কোনো বাধাপ্রাপ্ত ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় বছরখানেকের মধ্যে আর কোনো অধিকার চাওয়া আপনার উচিত হবে না। আগে সম্প্রদায়ের কাছে নিজেকে প্রমাণ করুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২৩:২২, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahyaধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য,আমি টেস্ট উইকিপিডিয়া ও উইকি ডাটা এই অধিকার নিয়েছিলাম কারন আপনার মতো আমিও কিছু script তৈরি করতে চেয়েছি তবে ডিসেম্বর মাস হোওয়াই কিছু একাডেমিক শিক্ষা নিয়ে ব্যস্ত থাকায় করে হয়ে উঠা হয় নি, উইকিভ্রমনে কপি পেস্ট করেছিলাম তখন কোন প্রশাসক ছিল না এই জন্য আমদানি করার কেউ ছিল না এইজন্য ঐ মডিউল ও টেমপ্লেট প্রয়োজন ছিল।আর আপনি এটা ভুল ভাবছেন আমি কেনো সম্পাদনা করা বন্ধ করব অধিকার না দেওয়াই ,আমি পরবর্তী সময় একটু সময় নিয়ে করতে চাই যেহেতু আমি বাংলা উইকিপিডিয়া সক্রিয় বেশি।হ্যা আমি কিছু বানান সংশোধন করেছি তা ভুল হলে আমাকে আলাপ পাতায় বার্তা দিলে আমি ভুল সংশোধন করে নিতাম। অবশ্য আমি প্রায় সব ব্যবহারকারী:HirokBot/typos এখান থেকে অনুসরণ করে ঠিক করি। পূর্বের কোন বাধা প্রাপ্ত এই বিষয়ে প্রশাসকরা অবগত। অধিকার সকল মানদন্ড আমি সফল হয়েছি তাই রোলব্যাক অধিকার চাওয়াই ৭দিনের দিন এই অধিকার চেয়েছি।আর নিজেকে প্রমান করা বিষয়ে,আমি সম্প্রদায়ের কাছে নিজেকে প্রমান করে চলেছি এবং ধ্বংসপ্রবনতা রোধে উইকিপিডিয়ার সাথে কাজ করে চলেছি আমার মনে হয় ইহা একটি প্রমাণ এর পাশাপাশি নতুন নিবন্ধ তৈরি এবং নিবন্ধন সংশোধন পরিস্কার করছি। -- Prince ovy (আলাপ) ০৩:১৬, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Prince ovy ব্যুৎপত্তি বানানটা আপনি ভুল লিখছেন। বুৎপত্তি বানানটি সঠিক নয়। কোন বানান গনহারে ঠিক করতে চাইলে প্রথমে বানানটি সঠিকভাবে জেনে নেওয়ার অনুরোধ রইলো। বানান সংশোধনের পাশাপাশি গঠনমূলক সম্পাদনা করতে থাকুন। এই মুহূর্তে অধিকারটি আপনাকে নাও দেওয়া হতে পারে, তবে সম্পাদনার দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে ভবিষ্যতে অবশ্যই আপনাকে অধিকারটি দেওয়া হবে। -- বাক্যবাগীশ ...আলাপ ০৩:৩২, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
হুম এই ভাষাটি ভুল হয়েছিল পরবর্তীতে আমি সঠিক করেছি, ধন্যবাদ আপনার মতামতের জন্য। -- Prince ovy (আলাপ) ০৪:১১, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
 মন্তব্য আপনি বলছেন, বানান সংশোধন করছেন, কিন্তু কিভাবে করছেন? সেটা বলছেন না কেন? বলছেন - 'আমি প্রায় সব ব্যবহারকারী:HirokBot/typos দেখে নিজে করি।' এর দ্ধারা আপনি সম্প্রদায়কে বোঝাচ্ছেন আমি নিজের হাতে করি?। কিন্তু আসলটা আমি আপনাকে বলছি, আপনি ইয়াহিয়া ভাইয়ের স্ক্রিপ্ট ব্যবহার করেন, আপনার স্ক্রিপ্ট ব্যবহার করে বেশ অনেক ভুল অনুল্লেখ্য সম্পাদনা দেখে প্রথম থেকেই আপনাকে সতর্কবার্তা দেওয়ার কথা আমি ভেবেছিলাম, কিন্তু আপনি নতুন হওয়ায় তা থেকে বিরত ছিলাম। আপনি যার স্ক্রিপ্ট ব্যবহার করছেন তাকে সঠিকভাবে ক্রেডিট দিচ্ছেন না, যা আমার কাছে মিথ্যা ধোঁকাবাজি ব্যতীত আর কিছুই নয়। ইয়াহিয়া ভাইয়ের ওই স্ক্রিপ্ট ব্যবহার করলে (কিছু বানান ভুল হয় মানছি কারণ স্ক্রিপ্টটি সম্পন্ন হয়নি এখনও), বানান ভুল ঠিক করার সাথে সাথে তথ্যছক টেমপ্লেটও পরিষ্কার করে দেয় (যদি ভুল থাকে), যা আপনার সম্পাদনার ইতিহাস থেকে প্রমাণিত হয় আপনি ওনার স্ক্রিপ্টই ব্যবহার করে থাকেন। -- ওহিদ (আলাপ) ১০:১৯, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@ওহিদ: আপনি আমার উপর যে ভাষা গত ব্যবহার করেছেন তা নিয়ে কিছু বলতে চাই না আমি বানান সংশোধন করার সময় মাঝে মাঝে উনার স্ক্রিপ্ট ব্যবহার করেছি যা সেই নিবন্ধন এ টেমপ্লেট দেখলে বোঝা যায় এবং অন্য সময় অন্য স্ক্রিপ্ট ব্যবহার করেছি।Prince ovy (আলাপ) ১২:১৭, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]


 মন্তব্য এটি স্পষ্টত টুপি সংগ্রহ বা হ্যাট কালেক্টিং। এই প্রসঙ্গে বিস্তারিত ইতোপূর্বেই ইয়াহিয়া ভাই উল্লেখ করছেন, তাই একই কাসুন্দি আমি ঘাটাঘাটি করতে চাচ্ছি না। এই মুহূর্তে এই ব্যবহারকারীকে নিরীক্ষক অধিকার দেওয়া নিয়ে প্রশাসকরা টুপি সংগ্রহের অভিযোগটি বিবেচনাপূর্বক যথাযথ সিদ্ধান্ত নিবেন বলেই আশা করছি। পুনশ্চঃ @Prince ovy: হীরক বটের যে বানান সংশোধনীর তালিকাটি আছে সেটির মূল অংশটি বেলায়েত বটের যা বেশ পুরোনো। বট এখান থেকে কেবল সঠিক বানানগুলোই বেছে নেয়। তাছাড়া বানান সংশোধনের কাজ করার জন্য দু-দুটি বট সক্রিয় আছে। যদি কেবল বানান সংশোধনের কাজ হয় তবে তা বটের কাঁধে ছাপানোই উত্তম। ⋯Hirok Raja (আলাপ) ১১:৩৮, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি সকল মন্তব্য ও আমার ভুল বোঝার পর এই অধিকার অনুরোধ প্রত্যাহার করছি। ধন্যবাদ -- Prince ovy (আলাপ) ১২:০১, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]