ব্যবহারকারী আলাপ:বাক্যবাগীশ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

নিবন্ধ[সম্পাদনা]

en:Manasa chali, en:Jadunath Sinha নিবন্ধ দুটি আপনার তৈরি, সময় পেলে এই দুটি বাংলায় তৈরি করার অনুরোধ করছি। --আফতাব (আলাপ) ১৫:০৬, ২৫ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

রামকিঙ্কর বেইজ ক্যালকাটা গ্রুপের মূল সদস্য ছিলেন না। আপনার সংযোজন ঠিক হয় নি। Lakshmikanta Manna (আলাপ) ০৯:১৩, ২৮ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Lakshmikanta Manna: এই তথ্যসূত্রে সদস্য হিসেবে রামকিঙ্কর বেইজর নাম ছিল বলে নামটি যোগ করেছিলাম, অবশ্য মূল সদস্য হিসেবে উল্লেখ ছিলনা। ত্রুটি সংশোধন করা হলো। ধন্যবাদ। --বাক্যবাগীশ ...আলাপ ০৯:৩৮, ২৮ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

কলকাতায় বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ট্রেন​-দ্য-​ট্রেনার (TTT) কর্মশালায় অংশগ্রহণের আহ্বান[সম্পাদনা]

নমস্কার! আগামী কাল হইতে তিনদিন-ব্যাপী (২৮, ২৯ ও ৩০শে জুন, ২০১৯ তারিখে) কলকাতার সল্ট লেক্ সেক্টর ৫ এ ইন্ডিস্মার্ট হোটেলে সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটা ট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলিতে অবদান রাখা ও সম্পাদনা সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনায় এনগেজ করা হবে।

এই কর্মশালা সম্বন্ধে কিছু তথ্য:
সিআইএস-এ২কে গত পাঁচ বছর ধরে প্রতি বছর, ইন্ডিক্ ভাষাগুলির উইকিপিডিয়ানদের জন্য তাঁদের বেঙ্গালুরু কেন্দ্রে একটি বার্ষিক প্রশিক্ষণ-কর্মশালা, টিটিটি আয়োজন করে আসছে। টিটিটি-২০১৯ এ অংশগ্রহণ করার জন্য আমাদের সম্প্রদায় থেকে ব্যবহারকারী:তরুণ সামন্ত নির্বাচিত হন এবং এই কর্মশালা থেকে তিনি অনেক কিছুই শেখার অবকাশ পান। অতীতে, বাংলা উইকি সম্প্রদায়ের আরো একাধিক স্বেচ্ছাসেবীরাও যেমন বোধিসত্ত্ব মন্ডল, অনন্যা মন্ডল, খাঁ শুভেন্দু, পিনাক বিশ্বাস, ইন্দ্রজিত দাস, আমি এবং অন্যান্যরা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করবার সুযোগ পাই। মূলত পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সুবিধার্থেই তাই তিনদিন ব্যাপি এই টিটিটি-র একটি সংস্করণ কলকাতায় আয়োজন করার নির্ণয় নেওয়া হয়। এই কর্মশালার সম​য়কাল জুড়ে বাংলা উইকি সম্পর্কিত সাধারণ মিট​-আপ ও আলোচনা চলারও অবকাশ রইবে। অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া সম্পাদনা, উইকিপিডিয়ায় নতুন টুলস, উইকিপাত্ত (যেটাকে বলা যেতে পারে উইকিমিডিয়া প্রকল্পের ভবিষ্যত!) এবং বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ায় বিভিন্ন চলমান প্রকল্পের বিশদ পরিচিতি দেওয়া হবে। এছাড়াও অংশগ্রহী সম্পাদকগণ; উইকিমিডিয়া সম্পর্কিত যেকোনো নির্দিষ্ট বিষ​য় যেটির উপর তাঁদের প্রশিক্ষণ/ব্যাখ্যার প্রয়োজন সেই সমস্ত প্রশ্নও জিজ্ঞেস করতে পারেন। অংশগ্রহণকারীদের মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমেও বিভিন্ন জিজ্ঞাসার সমাধান করার একান্ত চেষ্টা করা হবে। এই কর্মশালায় আপনার উপস্থিতি মনের অন্তর থেকে কামনা করছি।

ধন্যবাদান্তে -- Mouryan/মৌর্য্য/మౌర్య (আমার সঙ্গে কথা বলুন ❤) ১৮:৫২, ২৭ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Community Insights Survey[সম্পাদনা]

RMaung (WMF) ১৪:৩০, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Reminder: Community Insights Survey[সম্পাদনা]

RMaung (WMF) ১৫:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Reminder: Community Insights Survey[সম্পাদনা]

RMaung (WMF) ১৯:০০, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় বাক্যবাগীশ,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

জো জনগোষ্ঠী[সম্পাদনা]

বড় সম্পাদনার মধ্যে থাকা পাতায় অন্যের হস্তক্ষেপ দুঃখজনক। আমার করা বড় ধরনের সংশোধন হারিয়ে গেছে, আমার সম্পাদনার মাঝে পাতাটি স্থানান্তর করে ফেলায়। ভবিষ্যতে এরকম সমস্যা উদ্ভবের কারণ না হলে অত্যন্ত খুশি হবো।—ইয়াহিয়াআলাপ১৭:৫৮, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আধা ঘন্টার শ্রম পণ্ড করে দিয়েছেন। আমি অত্যন্ত বিরক্ত।—ইয়াহিয়াআলাপ১৮:০১, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya: আমি দুঃখিত। আমি সাধারণভাবেই সাম্প্রতিক পরিবর্তনগুলি দেখতে গিয়ে আপনার করা ইংরেজি শিরোনামযুক্ত বাংলা উইকিপিডিয়ার পাতাটি সংশোধন করি ও সঠিক নামে স্থানান্তর করি। বাক্যবাগীশ (আলাপ) ১৮:১২, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@বাক্যবাগীশ: ইটস ওকে। আমাকে পুনরায় কাজটি করতে হবে।-_- আমার পরামর্শ হচ্ছে- মোটামুটি যারা অভিজ্ঞ, তাদের পাতা এরকম স্থানান্তর না করলেও চলবে। কারণ, তারা যান্ত্রিক অনুবাদ বা ইংরেজি শিরোনামে ফেলে রাখে না। :) শুভ কামনা।—ইয়াহিয়াআলাপ১৮:২৪, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

লক্ষ্য এবার লক্ষ[সম্পাদনা]

শুভেচ্ছা নিন দাদা। সম্ভব হলে ও সময় পেলে, আরও বেশী বেশী কিছু নিবন্ধ তৈরি (অনুবাদ) করে বাংলা উইকির নিবন্ধ সংখ্যা এই বছরের মধ্যে ১ লক্ষে উন্নীত করতে সাহায্য করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৬, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: হ্যাঁ দাদা, আমি চেষ্টা করছি। ধন্যবাদ বাক্যবাগীশ (আলাপ) ০৬:২২, ৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
দাদা বিষয়শ্রেণী:রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী লোকসভার সদস্য বিষয়শ্রেণী একটু দেখুন। সবগুলি খালি। যদি পারেন ইংরেজি উইকি দেখে যা পারেন, অনুবাদ করবেন। ইংরেজি উইকিতে ভারতীয় সব রাজ্য থেকে ও বিদেশি শত উইকিপিডিয়ান মিলে কাজ করে; বাংলা উইকিতে কেবল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ছাড়া কেউ অন্য সম্পাদনা করবে না, তাই ভারতের যা কিছু করার আমাদের উদ্যোগ নিতে হবে (করব বললে হবে না ;)। অনেক ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৭, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বিশেষ পদক[সম্পাদনা]

বিশেষ পদক
২০১৮ সাল হতে বাংলা উইকিতে অবদান রাখছেন। খেয়াল করে দেখলাম এখন পর্যন্ত কোন অপসারণ ছাড়াই ৫৩টি নিবন্ধ যোগ করেছেন। ইংরেজি উইকি থেকে উল্লেখযোগ্য নিবন্ধ পূর্ণ অনুবাদ করেছেন। অনুবাদগুলি অসম্পূর্ণ ফেলে না রাখার জন্য ধন্যবাদ সরূপ আপনাকে এই পদক দিলাম। আরো নিবন্ধ যোগ করে বাংলা উইকিকে সমৃদ্ধ করার জন্য আগাম শুভকামনা। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১১:৩৭, ৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@FaysaLBinDaruL: ধন্যবাদ দাদা। বাক্যবাগীশ (আলাপ) ১১:৫৯, ৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

নিরলস অবদানের পদক
নিরলসভাবে নিয়মিত নিবন্ধ প্রণয়ন এবং অন্যান্য অবদান রাখার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার মান উন্নয়ন ও সম্প্রসারণ করার জন্য আপনাকে স্বীকৃতিস্বরূপ আমার পক্ষ থেকে এই পদক। অসংখ্য ধন্যবাদ। Mouryan (আলাপ) ১১:৫৪, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Mouryan: ধন্যবাদ দাদা। বাক্যবাগীশ ...আলাপ ০০:১৪, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় বাক্যবাগীশ,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় বাক্যবাগীশ,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় বাক্যবাগীশ,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities[সম্পাদনা]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Bangla and Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১[সম্পাদনা]

সুপ্রিয় বাক্যবাগীশ,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন

উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।

নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আজাকি হালনাগাদ ২৭ আগস্ট ২০২১[সম্পাদনা]

আজাকি আপনার তৈরি অথবা সম্প্রসারিত শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, মেঘালয়, এবং ছিন্নমূল নামক নিবন্ধগুলি থেকে একাধিক আকর্ষণীয় তথ্য নিয়ে ২৭ আগস্ট ২০২১ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৭:৪৩, ১৯ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না[সম্পাদনা]

সুপ্রিয় বাক্যবাগীশ,

আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন

এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন

সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।

আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।

নির্বাচন সম্পর্কে আরও জানুনMediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১[সম্পাদনা]

প্রিয় বাক্যবাগীশ,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ পদক[সম্পাদনা]

পদক

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ পদক

প্রিয় বাক্যবাগীশ,
বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত, ‘উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১’ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়। প্রতিযোগিতায় নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার পথচলায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে ― হীরক রাজা, শাকিল হোসেননেট্টিমি সুজাতা ২৩:২৮, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

WLWSA-2021 Newsletter #6 (তথ্য প্রদানের জন্য অনুরোধ)[সম্পাদনা]

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১
১ সেপ্টেম্বর - ৩০ সেপ্টেম্বর, ২০২১ বিস্তারিত দেখুন!

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করুন এবং পুরস্কার ও সনদপত্র প্রদান সহ পরবর্তী ধাপগুলি সম্পন্ন করতে আমাদের সাহায্য করুন৷

আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে নির্দ্বিধায় আয়োজক দলের সাথে @ইমেইলে যোগাযোগ করুন অথবা মেটা-উইকি আলাপ পাতায় আলোচনা করুন।

শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন আয়োজক দল
০৬:১৬, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)

@Aishik Rehman, দাদা, আমি যদি ফর্মের Full Name-এর জায়গায় আমার ব্যবহারকারী নামটি ইংরাজিতে লিখি, অর্থাৎ Bakyobagish লিখি, সেক্ষেত্রে কোনো অসুবিধা আছে? ফর্মটি পাঠানোর জন্য ধন্যবাদ। বাক্যবাগীশ ...আলাপ ১১:১৩, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@বাক্যবাগীশ এখানে আপনি যে নামেই দেন তাতে কোন আপত্তি নাই, তবে সাধারণত রেকমেন্ড করা হয় প্রাতিষ্ঠানিক নামটি ব্যবহারের জন্য। যেহেতু এই নামে আপনি বর্তমান (এমনকি ভবিষ্যতেও হতে পারে) সনদটি পাবেন। তাই নিজস্ব নামটি ব্যবহার করাই উত্তম। ⋯Aishik Rehman (আলাপ) ১১:৪৩, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আজাকি হালনাগাদ ১ জানুয়ারি ২০২২[সম্পাদনা]

আজাকি আপনার তৈরি অথবা সম্প্রসারিত মধুমালা চট্টোপাধ্যায় নামক নিবন্ধটি থেকে একটি আকর্ষণীয় তথ্য নিয়ে ১ জানুয়ারি ২০২২ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৭:৪৯, ৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open[সম্পাদনা]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (আলাপ) ১১:২৪, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline[সম্পাদনা]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (আলাপ) ১৬:২১, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

On Behalf of, WCI 2023 Core organizing team.

সুপ্রিয় বাক্যবাগীশ,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় বাক্যবাগীশ,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]