সেরিয়ে আ
![]() | |
স্থাপিত | ১৮৯৮ আনুষ্ঠানিকভাবে ১৯২৯ থেকে রাউন্ড-রবিন প্রতিযোগিতা |
---|---|
দেশ | ![]() |
কনফেডারেশন | উয়েফা |
দলের সংখ্যা | ২০ |
লীগের স্তর | ১ |
অবনমিত | সেরিয়ে বি |
ঘরোয়া কাপ | কোপা ইতালিয়া সুপারকোপা ইতালিয়া |
আন্তর্জাতিক কাপ | উয়েফা চ্যাম্পিয়নস লীগ উয়েফা ইউরোপা লীগ |
বর্তমান চ্যাম্পিয়ন | ইয়ুভেন্তুস (৩৪ তম শিরোপা) (২০১৭-১৮) |
সর্বাধিক শিরোপা | ইয়ুভেন্তুস (শিরোপা ৩৪টি) |
সম্প্রচারক | স্কাই ইতালিয়া মিডিয়াসেট প্রিমিয়াম |
ওয়েবসাইট | legaseriea.it |
![]() |
সেরিয়ে আ (ইতালীয় উচ্চারণ: [ˈsɛːrje ˈa]), ইতালীয় পেশাদার ফুটবলের সর্বোচ্চ ফুটবল লীগ। ১৯২৯-৩০ মৌসুম হতে সেরিয়ে আ ৮০ বছরেরও অধিক সময় হতে অনুষ্ঠিত হয়ে আসছে। সেরিয়ে আ বিশ্বের অন্যতম সেরা ফুটবল লীগ হিসেবে বিবেচিত এবং তা ৯০ দশক থেকে মধ্য সহস্রাব্দ পর্যন্ত শ্রেষ্ঠ ফুটবল লীগ ছিল।[১] সেরিয়ে আ-এর দলগুলো সর্বাধিক ২৬ বার উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে অংশগ্রহণ করে। তার মাঝে তারা ১২ বার শিরোপা লাভ করে।[২] উয়েফা চ্যাম্পিয়নস লীগ এবং উয়েফা ইউরোপা লীগে ক্লাব পারফরম্যান্সের উপর ভিত্তি করে উয়েফার রেটিং অনুযায়ি, সেরিয়ে আ ইউরোপিয়ান লীগগুলোর মধ্যে ৪র্থ স্থান অধিকার করে আছে।[৩] স্পেনিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লীগ, এবং জার্মান বুন্দেসলিগা যথাক্রমে প্রথম তিনটি স্থানে আছে।
বিন্যাস[সম্পাদনা]
২০০৪-০৫ মৌসুম থেকে সবমিলিয়ে ২০ টি ক্লাব সেরিয়ে আ-তে অংশগ্রহণ করছে। রাজনৈতিক কারণে এক মৌসুমে (১৯৪৭–৪৮) ২১ টি ক্লাব অংশ নিয়েছিলো। নিচে সেরিয়ে আ ইতিহাসে ক্লাবের সংখ্যার একটি তালিকা দেয়া হলো;
- ১৮ টি ক্লাব = ১৯২৯–১৯৩৪
- ১৬ টি ক্লাব = ১৯৩৪–১৯৪২
- ১৮ টি ক্লাব = ১৯৪২–১৯৪৬
- ২০ টি ক্লাব = ১৯৪৬–১৯৪৭
- ২১ টি ক্লাব = ১৯৪৭–১৯৪৮
- ২০ টি ক্লাব = ১৯৪৮–১৯৫২
- ১৮ টি ক্লাব = ১৯৫২–১৯৬৭
- ১৬ টি ক্লাব = ১৯৬৭–১৯৮৮
- ১৮ টি ক্লাব = ১৯৮৮–২০০৪
- ২০ টি ক্লাব = ২০০৪–বর্তমান
চ্যাম্পিয়নস[সম্পাদনা]
ক্লাব | চ্যাম্পিয়ন | রানার-আপ | মৌসুম |
---|---|---|---|
জুভেন্টাস | ১৯০৫, ১৯২৫-২৬, ১৯৩০-৩১, ১৯৩১-৩২, ১৯৩২-৩৩, ১৯৩৩-৩৪, ১৯৩৪-৩৫, ১৯৪৯-৫০, ১৯৫১-৫২, ১৯৫৭-৫৮, ১৯৫৯-৬০, ১৯৬০-৬১, ১৯৬৬-৬৭, ১৯৭১-৭২, ১৯৭২-৭৩, ১৯৭৪-৭৫, ১৯৭৬-৭৭, ১৯৭৭-৭৮, ১৯৮০-৮১, ১৯৮১-৮২, ১৯৮৩-৮৪, ১৯৮৫-৮৬, ১৯৯৪-৯৫, ১৯৯৬-৯৭, ১৯৯৭-৯৮, ২০০১-০২, ২০০২-০৩, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৫-১৬, ২০১৫-১৬,
২০১৬-১৭, ২০১৭-১৮ | ||
এসি মিলান | ১৯০১, ১৯০৬, ১৯০৭, ১৯৫০-১৯৫১, ১৯৫৪-৫৬, ১৯৫৬-৫৭, ১৯৫৮-৫৯, ১৯৬১-৬২, ১৯৬৭-৬৮, ১৯৭৮-৭৯, ১৯৮৭-৮৮, ১৯৯১-৯২, ১৯৯২-৯২, ১৯৯৩-৯৪, ১৯৯৫-৯৬, ১৯৯৮-৯৯, ২০০৩-০৪, ২০১০-১১ | ||
ইন্টার মিলান | ১৯০৯-১০, ১৯১৯,২০, ১৯২৯-২৩০, ১৯৩৭-৩৮, ১৯৩৯-৪০, ১৯৫২-৫৩, ১৯৫৩-৫৪, ১৯৬২-৬৩, ১৯৬৪-৬৫, ১৯৬৫-৬৬, ১৯৭০-৭১, ১৯৭৯-৮০, ১৯৮৮-১৯৮৯, ২০০৫-০৬, ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯, ২০০৯-১০ | ||
জেনোয়া | ১৮৯৮, ১৮৯৯, ১৯০০, ১৯০২, ১৯০৩, ১৯০৪, ১৯১৪-১৫, ১৯২২-২৩, ১৯২৩-২৪ | ||
তুরিনো | ১৯২৭-২৮, ১৯৪২-৪৩, ১৯৪৫-৪৬ ১৯৪৬-৪৭,১৯৪৭-৪৮, ১৯৪৮-৪৯, ১৯৭৫-৭৬ | ||
বোলগ্না | ১৯২৪-২৫, ১৯২৮-২৯, ১৯৩৫-৩৬, ১৯৩৬-৩৭, ১৯৩৮-৩৯্ ১৯৪০-৪১, ১৯৬৩-৬৪ | ||
প্রো ভার্সেলি | ১৯০৮, ১৯০৯, ১৯১০-১১, ১৯১১-১২, ১৯১২-১৩, ১৯২০-২১, ১৯২১-২২ | ||
রোমা | ১৯৪১-৪২, ১৯৮২-৮৩, ২০০০-০১ | ||
ল্যাজিও | ১৯৭৩-৭৪, ১৯৯৯-২০০০ | ||
ফ্লোরেন্টিনা | ১৯৫৫-৫৬, ১৯৬৮-৬৯ | ||
নাপোলি | ১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০ | ||
ক্যাগ্লিয়ারি | ১৯৬৯-৭০ | ||
এএস কাসালে | ১৯১৩-১৪ | ||
ইউএসডি নোভেসে | ১৯২১-২২ | ||
ইউসি সাম্পদরিয়া | ১৯৯০-৯১ | ||
হেলাস ভেরোনা এফসি | ১৯৮৪-৮৫ |
গাড় বর্তমানে সেরিয়ে আ-তে অংশগ্রহণকারী ক্লাব বোঝাচ্ছে।
আরোও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ http://www.uefa.com/memberassociations/association=ita/honours/index.html
- ↑ Kevin Ashby (২০০৭-০৫-২৪)। "Serie A reiterates star quality"। UEFA.com। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-১৩।
- ↑ "UEFA Country Ranking 2011"। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১০।