আশরাফ উল মাদারিস
অবয়ব
جامعہ حنفیہ دار العلوم اشرف المدارس | |
ধরন | ইসলামি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ১৯৫৪ (১৩৭৩ হিজরী) |
প্রতিষ্ঠাতা | গোলাম আলী উকাড়বী |
অধিভুক্তি | তানজীম আল-মাদারিস আহলে সুন্নাত, পাকিস্তান |
সভাপতি | ফজলুর রেহমান উকাড়বী |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৫০ |
শিক্ষার্থী | ৫০০ |
অবস্থান | , , ৩০°৪৭′৫৫.৮″ উত্তর ৭৩°২৬′৩৪.৪″ পূর্ব / ৩০.৭৯৮৮৩৩° উত্তর ৭৩.৪৪২৮৮৯° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে (১.২ একর) |
রেজভী |
---|
ধারাবাহিকের অংশ |
আশরাফ উল মাদারিস (পূর্ণ নাম উর্দু: جامعہ حنفیہ دار العلوم اشرف المدارس, প্রতিবর্ণী. Jamia Hanfia Darul Uloom Ashraf ul Madaris) পাকিস্তানের পাঞ্জাবের ওকারাতে অবস্থিত ইসলামী পড়ালেখার জন্য একটি ইসলামী প্রতিষ্ঠান। এখানে ম্যাট্রিকুলেশন থেকে শুরু করে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত অধ্যয়ন করা যায়। মাদ্রাসাটি তানজীম উল মাদারিস আহলে সুন্নাত পাকিস্তানের সাথে সম্পর্কিত।[১] যার ডিগ্রি পাকিস্তান উচ্চ শিক্ষা কমিশন কর্তৃক মাস্টার্স সমমান স্বীকৃত। ১৪তম শতাব্দীর সুফি সাধক আশরাফ জাহাঙ্গীর সেমনানির নামানুসারে এটির নামকরণ করা হয়েছে। এটি ১৯৫৪ সালে পণ্ডিত ও বক্তা গোলাম আলী উকাড়বী প্রতিষ্ঠা করেন।
বিভাগ
[সম্পাদনা]- হিফজ বিভাগ (কোরআন মুখস্থ)
- দরস-ই-নিজামী বিভাগ (ইসলামিক স্টাডিজ)
- ইফতা বিভাগ (ইসলামী আইনের যথাযথ রায় প্রদান)