ইয়াসিন আখতার মিসবাহী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাইসুল কালাম[১]

ইয়াসিন আখতার মিসবাহী
ব্যক্তিগত তথ্য
জন্ম১৯৫৩ (1953)
আজমগড়, উত্তর প্রদেশ, ভারত
মৃত্যু৭ মে ২০২৩(2023-05-07) (বয়স ৬৯–৭০)
জাতীয়তাভারতীয়
যুগআধুনিক যুগ
আন্দোলনবেরলভী
উল্লেখযোগ্য কাজ২৪ আয়াত কা কুরআনী মাফহুম
যে জন্য পরিচিতকাদেরী মসজিদ প্রতিষ্ঠা
কাজ
  • ইসলামী পণ্ডিত
  • সাংবাদিক

ইয়াসিন আখতার মিসবাহী (১৯৫৩ – ৭ মে ২০২৩) ছিলেন একজন ভারতীয় সুন্নি সুফি ইসলামী পণ্ডিত ও সাংবাদিক, রেজা একাডেমির সাথে যুক্ত ছিলেন। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সহ-সভাপতি ছিলেন। তিনি আল জামিয়াতুল আশরাফিয়ার একজন প্রাক্তন ছাত্র ছিলেন এবং আংরেজ-নওয়াজি কি হাকিকাত সহ বই লিখেছেন।

প্রাথমিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

মিসবাহী ১৯৫৩ সালে ভারতের আজমগড়ে জন্মগ্রহণ করেন।[২] তিনি আল জামিয়াতুল আশরাফিয়াতে তার ধর্মীয় শিক্ষা লাভ করেন এবং ১৯৭০ সালে স্নাতক হন। তিনি লখনউ বিশ্ববিদ্যালয়ে বিএ-তে ভর্তি হন এবং তারপরে এলাহাবাদ বোর্ডে আরবি ও ফারসি বোর্ড পরীক্ষায় অধ্যয়ন করতে চলে যান।[২] তিনি আরবি ভাষার ব্যাপক অধ্যয়নের জন্য ১৯৮২-৮৪ সালে সৌদি আরবে যান।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "مولانا یٰسین اختر مصباحی کے انتقال پر پروفیسر اختر الواسع کا اظہار تعزیت" [Prof. Akhtar Al Wasi expressed condolences on the death of Maulana Yasin Akhtar Misbahi]। Hamara Samaj। ৯ মে ২০২৩। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৩ 
  2. Jamal, Malik (২৭ নভেম্বর ২০০৭)। Madrasas in South Asia: Teaching Terror?। Routledge। পৃষ্ঠা 38–39। আইএসবিএন 9781134107629