বিষয়বস্তুতে চলুন

আলাপ:পিয়ের-ফ্রঁসোয়া শাবানো

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আলাপ:পিয়েরে-ফ্রাঁসোয়া চাবানেউ থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ১ বছর পূর্বে "প্রধান পাতার জন্য সূচনাংশ" অনুচ্ছেদে
ভালো নিবন্ধ পিয়ের-ফ্রঁসোয়া শাবানো প্রাকৃতিক বিজ্ঞানবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
আগস্ট ২১, ২০২৩ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

ভালো নিবন্ধের পর্যালোচনা

[সম্পাদনা]
এই পর্যালোচনাটি আলাপ:পিয়ের-ফ্রঁসোয়া শাবানো/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: FaysaLBinDaruL (আলাপ · অবদান) ২৩:১৩, ৮ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মদ মারুফ অনুবাদ বেশ ভাল হয়েছে। বেশকিছু রচনা শৈলীতে সংশোধন করে দিলাম। যেমনঃ তাঁর > তার। নিবন্ধটি ভাল নিবন্ধে উন্নীত হওয়ার জন্য নিম্নলিখিত কাজ করতে হবে।
১. ফ্রান্সের ডরডোগন, ননট্রন শব্দগুলি ফরাসি ভাষা অনুযায়ী প্রতিবর্ণী করতে হবে। শব্দগুলির ইংরেজি প্রতিবর্ণী উচ্চারণ অনুযায়ী লেখা হয়েছে। প্রয়োজনে শব্দগুলির অডিও ফাইল শুনে দেখুনঃ ডরডোগন (অডিও), ননট্রন (অডিও)। এইরকম আরো শব্দ নজরে পরলে ঠিক করে দিন।
২. নিবন্ধে অনেকগুলি শব্দের উইকিলিঙ্ক বা উকিপিডিয়া নিবন্ধের সাথে সংযোগ করে দিন। কিছু শব্দঃ ওর্ডার অফ সেন্ট অ্যান্টনি, প্যাসি, ননট্রন, বীজগণিত, জ্যামিতি, পদার্থবিদ্যা, প্রাকৃতিক ইতিহাস, ফাউস্টো, জুয়ান জোসে এলহুয়ার, ভারগারা সেমিনারি, রাজা তৃতীয় চার্লস প্রভৃতি।
৩. ভূমিকাংশ আরো কয়েক লাইন নিবন্ধের সারাংশ অনুযায়ী সম্প্রসারণ করে দিন। কারণ ভূমিকাংশ যত সম্প্রসারিত হবে প্রথম পাতার জন্য সুচনাংশ তত ভাল হবে।
৪. এছাড়াও আপনার চোখে অনুল্লেখ্য ভুল নজরে পরলে ঠিক করে দিন।
৫. ফরাসী উইকিহিতে আমি কিছু সম্প্রসারণ করে দিয়েছি। স্প্যানিশ উইকি থেকে আরো কোন তথ্য থাকলে যুক্ত করে দিতে পারেন।
অতঃপর আমাকে জানানোর অনুরোধ থাকলো। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ০০:৩১, ১১ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL ভাই করেছি।
  • ভূমিংশ এর চেয়ে বড় করার মতো তথ্য কোথাও পেলাম না।
  • উইকিলিংক করেছি, যদিও বেশ কয়েকটি লাল লিংক রয়েছে।
মোঃ মারুফ হাসান (আলাপ) ০৫:৩৬, ১৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মদ মারুফ করার জন্য ধন্যবাদ। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২৩:৫৭, ২০ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

চূড়ান্ত পর্যালোচনা

[সম্পাদনা]
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য):
    খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র):
    খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (মৌলিক গবেষণা):
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ):
    খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:


@মোহাম্মদ মারুফ অভিনন্দন !!! অনুগ্রহপূর্বক 'আজাকি'র জন্য মনোনায়ন দিন এবং প্রধান পাতার জন্য সারাংশ প্রদান করুন। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২৩:৫৭, ২০ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার জন্য সূচনাংশ

[সম্পাদনা]
পিয়ের-ফ্রঁসোয়া শাবানো

পিয়ের-ফ্রঁসোয়া শাবানো একজন ফরাসি রসায়নবিদ এবং ফরাসি ভাষা ও গণিতের অধ্যাপক ছিলেন। তার শিক্ষাজীবন শুরু হয় অধিবিদ্যা পড়ার মাধ্যমে। পরবর্তীতে তিনি পদার্থবিজ্ঞান, প্রাকৃতিক ইতিহাস, ও রসায়নশাস্ত্র অধ্যয়ন করেন। ফ্রান্সে জন্মগ্রহণ ও অধ্যয়ন করলেও শাবানো তার কর্মজীবনের সিংহভাগ সময় স্পেনের ভেরগারা শহরের রেয়াল সেমিনারিও তথা রাজকীয় শিক্ষাশ্রমে অধ্যাপনা এবং মাদ্রিদ শহরে প্লাটিনাম নামক মৌলিক পদার্থ নিয়ে গবেষণা করে অতিবাহিত করেন। তার গবেষণায় পেনাফ্লোরিদার কাউন্ট, দারান্দার কাউন্ট ও স্পেনের রাজা তৃতীয় কার্লোসের রাজকীয় অর্থায়ন ও সমর্থন ছিল। তিনি নমনীয় প্লাটিনাম উৎপাদনে সফল হওয়া প্রথম দিকের রসায়নবিদদের একজন। ভেরগারাতে কাজ করার সময় তিনি প্লাটিনামে প্রলেপ দেওয়ার পদ্ধতি আবিষ্কার করেন। কিন্তু যেহেতু তিনি রাজার জন্য গোপনে কাজ করতেন, তাই তিনি তার এই কৃতিত্ব প্রকাশ করতে পারেননি এবং এই প্রক্রিয়াটি বছরের পর বছর ধরে অজানা ছিল। প্লাটিনাম নিয়ে গবেষণা করে হতাশাগ্রস্ত হলেও তার প্লাটিনাম উৎপাদনের লাভজনক ব্যবসা স্পেনে "প্লাটিনাম যুগের" সূচনা করে। (বাকি অংশ পড়ুন...) - উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৫৯ ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:১২, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন