আলাপ:চাটগাঁইয়া ভাষা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প বাংলাদেশ (মূল্যায়ন - মান ২য়, গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ২য়  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী ২য়-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 
উইকিপ্রকল্প চট্টগ্রাম (মূল্যায়ন - মান ২য়, গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প চট্টগ্রামের অংশ, যা উইকিপিডিয়ায় চট্টগ্রাম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ২য়  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী ২য়-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

বাংলা নাকি চাটগাঁইয়া[সম্পাদনা]

চাটগাঁইয়া ভাষার আলাদা ভাষা হিসেবে স্বীকৃতি আছে, তাও বার বার কেন এটাকে বাংলার অধীনস্ত করা হচ্ছে?

Saeedmoin (আলাপ) ০৩:০৪, ২০ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

বর্ণমালা উন্নয়ন কার্যক্রম[সম্পাদনা]

এই নিবন্ধের সূচনা অনুচ্ছেদের সর্বশেষে বর্ণিত বর্তমানে এই ভাষার নিজস্ব বর্ণমালা উন্নয়নের কাজ চলছে। অংশটি অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। প্রথমত এর নির্ভরযোগ্য কোন তথ্যসূত্র নেই। আর এরকম কার্যক্রমের নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্রর সাধারণত থাকে না। কারণ এগুলো হচ্ছে বিতর্কিত বিষয়। সুতরাং উন্নয়ন সম্পাদন এবং স্বীকৃতি পাওয়ার পূর্বে এরকম বাক্য উইকিপিডিয়ার নিবন্ধে জুড়ে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। কারণ এটা সাধারণ তথ্য কেন্দ্র নয়়, এটা বিশ্বকোষ। Mahbubslt (আলাপ) ১৫:২৮, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান বিষয়টি যদি আপনার বুঝে আসে তাহলে আমি মনে করি এটা প্রত্যাখানযোগ্য অংশ।Mahbubslt (আলাপ) ১৫:২৯, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@শাকিল@~ নোমান@MdaNoman@Meghmollar2017 আপনারাও বিবেচনা করুন Mahbubslt (আলাপ) ১৫:৩৮, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
সুধী @Mahbubslt পূর্বের ব্যবহারকারীর ভুলের জন্য আমি আফতাব ভাইয়ের সম্পাদনা পুনরায়ন করেছি। তবে অংশটি অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য কেনো তা আরেকটু খোলসা করলে ভালো হতো। ~ নোমান (আলাপঅবদান) ১৫:৪৩, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
প্রথমত এই বিষয়ের নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র আপনি পাবেন না। যদি পান তাহলে উপস্থাপন করুন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে বিশ্বকোষে চলমান কাজের বর্ণনা তার গ্রহণ যোগ্যতার উপর নির্ভর করে। কিন্তু এই কাজগুলো সাধারণত অস্বীকৃত ব্যক্তি অথবা প্রতিষ্ঠান করে থাকে, পরবর্তীতে স্বীকৃতি পেলে ব্যবহার করা হয়। অপরদিকে কোন ভাষার স্বীকৃত নিয়ন্ত্রণ সংস্থা থাকলে তারাও এরকম কাজ করে থাকে, আর কোন স্বীকৃত নিয়ন্ত্রণ সংস্থার অধীনে কাজের বর্ণনা বিভিন্ন নিউজ এজেন্সি অথবা বিশ্বকোষ ব্যবহার করতে পারে (আমি বিশ্বের অন্যতম স্বনামধন্য নিউজ এজেন্সি রাইটার্সের ট্রেনিং প্রাপ্ত একজন জার্নালিস্ট হিসেবে এটাই জানি)। কিন্তু চাঁগাইয়া ভাষার স্বীকৃত বা গ্রহণযোগ্য কোন নিয়ন্ত্রণ সংস্থা নেই। অপরদিকে অস্বীকৃত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এরকম কাজ করে থাকলেও তা যেকোনো বার্তা সংস্থা অথবা উইকিপিডিয়ার মত যে কোন বিশ্বকোষে উল্লেখযোগ্য নয়, যতক্ষণ না কোন স্বীকৃত ভাষা গবেষণা ও তথ্য ধারণ সংস্থা স্বীকৃতি প্রদান করে। আশা করি আপনি আমার মতামত বুঝতে পেরেছেন। Mahbubslt (আলাপ) ১৫:৫৪, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdaNoman আপনি কি Mahbubslt-এর সম্পাদনা বাতিল করার আগে কি কোথাও যাচাই করেছেন? চিটাইঙ্গা কে সিটাইঙ্গা কোথায় বলা হয় একটু উল্লেখ করবেন কি? —শাকিল (আলাপ · অবদান) ১৬:০০, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil কিন্তু Mahbubslt তো এমন কোনো সম্পাদনা করেননি। তিনি শুধু {{Cn}} যোগ করেছেন। ~ নোমান (আলাপঅবদান) ১৬:১৫, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
কিন্তু {{Cn}} যেখানে আমি যুক্ত করেছি, সেই তথ্যের উপর আমার অভিযোগ। আমি মনে করি এরকম তথ্য থাকাই এখানে বাঞ্ছনীয় না।Mahbubslt (আলাপ) ১৬:১৬, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mahbubslt দুঃখিত। ভুলে আপনাকে উল্লেখ করে ফেলেছি। ~ নোমান (আলাপঅবদান) ১৬:১৭, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdaNoman আপনি ওনার সম্পাদনা বাতিল করার সময় আরও একটি সংস্করণ উদ্ধার করেছেন যেখানে উপরোক্ত তথ্যগুলো ছিলো —শাকিল (আলাপ · অবদান) ১৬:১৯, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil তার সম্পাদনায় কিছু অসঙ্গতি ছিল। স্ক্রিপ্ট দ্বারা পুনরায়ন করে সংশোধন করতে চেয়েছিলাম। তবে তার পূর্বে ইয়াহিয়া ও রিয়াজ ভাই করে দিয়েছে। ~ নোমান (আলাপঅবদান) ১৭:৪৯, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধের সূচনা অনুচ্ছেদের সর্বশেষ অংশটি আপনারা বাতিল করুন। বাতিলের কারণ হিসেবে আমার প্রথম আলাপ এবং প্রথম প্রতি উত্তর দেখুন। Mahbubslt (আলাপ) ১৬:২৫, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
দেখতে পাচ্ছি আপনারা সমস্যা-ত্রুটি ঠিক করে ফেলেছেন। @Mahbubslt, অনুগ্রহ করে চাটগাঁইয়া ভাষা#অসমীয়া, চাটগাঁইয়া, সিলেটি এবং বাংলার সাথে তুলনা অনুচ্ছেদে বাংলা অক্ষরে উচ্চারণ লিখে দিন। যেমন Muĩ kôrû কে এভাবে লিখুন: মুই করু <br> Muĩ kôrû। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১০, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

জাতিতত্ব এখনো সিউভাষা তো আমরা সিটেংগে বলি।তাহলে "চাটগাইয়া" আসল কথা থেকে?[সম্পাদনা]

Rizvi Chy (আলাপ) ০৮:৩৯, ৩ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]