উইকিপিডিয়া:উইকিপ্রকল্প চট্টগ্রাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাগর, বাণিজ্য, সৌন্দর্য

উইকিপ্রকল্প চট্টগ্রাম এর লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম জেলাপার্বত্য চট্টগ্রাম বিষয়ক উল্লেখযোগ্য নিবন্ধসমূহ তৈরি ও সেগুলোর পূর্ণতা দান। একইসাথে ইতোপূর্বে তৈরি হওয়া নিবন্ধসমূহ সংশোধন, সম্প্রসারণ ও হালনাগাদ করা। চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরের আগ্রহী যেকেউ এই প্রকল্পে অবদান রাখতে পারবেন। প্রকল্পে অংশ নিতে অংশগ্রহণকারী পাতায় নিজের নাম যুক্ত করুন।

Bangladesh Chittagong division location map.svg

নিয়ম # ১:
উল্লেখযোগ্য এমন নিবন্ধ এই তালিকায় না থাকলেও তা তৈরি করতে বাধা নেই।

নিয়ম # ২:
তালিকা ভর্তি করতে নিবন্ধ তৈরির পাশাপাশি সেগুলোকে সম্পূর্ণ নিবন্ধে পরিণত করার জন্য নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে।

প্রয়োজনীয় তথ্য ও উপকরণাদি
চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলাসমূহ
চাঁটগাঁইয়া ভাষা
উইকিপিডিয়ায় চট্টগ্রাম সংশ্লিষ্ট নিবন্ধসমূহ
উইকিমিডিয়া কমন্সে চট্টগ্রাম সংক্রান্ত মিডিয়াসমূহ

তথ্য সংগ্রহের উৎস[সম্পাদনা]

চট্টগ্রাম জেলা বাতায়ন এবং বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বাতায়ন হবে তথ্যের প্রধান উৎস। চট্টগ্রাম জেলা নিয়ে প্রকাশিত বই-পুস্তক (যেমন: হাজার বছরের চট্টগ্রাম), বাংলাপিডিয়া, বাংলা একাডেমি চরিতাভিধান, সংসদ বাঙালি চরিতাভিধান, সরকারী বাৎসরিক প্রতিবেদন থেকে তথ্য সংগ্রহ করা যাবে। এছাড়াও, নির্ভরযোগ্য সংবাদপত্র এবং ওয়েবসাইট থেকে কপিরাইট লঙ্ঘন না হয় মতো তথ্য সংগ্রহ করা যাবে। স্বেচ্ছাসেবকরা পুরো জেলা ঘুরে ছবি সংগ্রহ করবেন এবং নিজের তোলা ছবি যুক্ত করবেন।

বাঞ্ছিত নিবন্ধের তালিকা[সম্পাদনা]

নিচের তালিকা থেকে উল্লেখযোগ্য যেকোনো নিবন্ধ তৈরি ও সম্প্রসারণ করতে পারেন।
বি:দ্র: তালিকায় নতুন লাল লিংক যুক্ত নিবন্ধ যোগ করতে চাইলে অনুচ্ছেদের শেষের দিকে যোগ করুন

স্থান[সম্পাদনা]

পাহাড়[সম্পাদনা]

স্থাপনা[সম্পাদনা]

সংস্কৃতি ও ক্রীড়া[সম্পাদনা]

ধর্মীয় স্থান[সম্পাদনা]

নদী[সম্পাদনা]

ঝর্ণা (জলপ্রপাত)[সম্পাদনা]

ব্যক্তিত্ব[সম্পাদনা]

চট্টগ্রামে জন্মগ্রহণ করা ব্যক্তিত্ব (উইকিউপাত্ত আইটেমসহ)[সম্পাদনা]

সামরিক ঘাঁটি[সম্পাদনা]

চা বাগান[সম্পাদনা]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

অন্যান্য[সম্পাদনা]

চট্টগ্রাম সম্পর্কিত উইকিমিডিয়ার তালিকা নিবন্ধসমূহ[সম্পাদনা]

উইকিপ্রকল্প চট্টগ্রাম টেমপ্লেট[সম্পাদনা]

উইকিপ্রকল্প বাংলাদেশ টেমপ্লেট {{উইকিপ্রকল্প বাংলাদেশ}} । {{উইকিপ্রকল্প মূল্যায়ন|প্রকল্প=চট্টগ্রাম|গুরুত্ব=|মান=}} এটি নিবন্ধের আলাপ পাতায় যুক্ত করুন।

উইকিপ্রকল্প বাংলাদেশ
Flag of Bangladesh.svgএই উইকিপিডিয়াটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
Symbol question.svg অমূল্যায়িত  এই পাতাটির প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়নের প্রয়োজন নেই।
 
উইকিপ্রকল্প চট্টগ্রাম
Document image add.svgএই উইকিপিডিয়াটি উইকিপ্রকল্প চট্টগ্রামের অংশ, যা উইকিপিডিয়ায় চট্টগ্রাম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
Symbol question.svg অমূল্যায়িত  এই পাতাটির প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়নের প্রয়োজন নেই।
 


তালিকাভুক্ত অবদানকারীর তালিকা[সম্পাদনা]

উইকিপ্রকল্প চট্টগ্রামে কাজ করতে আগ্রহী উইকিপিডিয়ানগণ * {{ব্যবহারকারী ৪|উইকিপিডিয়া ব্যবহারকারী নাম}} কোডটিতে আপনার ব্যবহারকারী নাম লিখে অংশ নিন। চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরের যেকেউ এই প্রকল্পে অংশ নিতে পারবেন।
বিঃদ্রঃ আপনার ব্যবহারকারী নাম সবার শেষে যোগ করুন। স্বাক্ষর যোগের প্রয়োজন নেই।

আরও দেখুন[সম্পাদনা]